![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হয়ত জানোনা, সেই কবে থেকে স্বপ্ন দেখি, সুখী সংসার হবে আমার,এক গাঁদা বাচ্চাও হবে।তোমার থাকবে অবারিত স্বাধীনতা ।তোমার পাওনা ঠিকই তুমি নিয়েছ,আমায় দিয়েছো অবহেলা।
তোমায় স্বাধীনতা দিতে গিয়ে যে "সরলতার" আশ্রয় আমি নিয়েছি তুমি ভেবেছো তা আমার "দুর্বলতা"।
শরিরে শরীরে ঘর্ষণ ঠিক-ই হয় তাতে থাকেনা মনের আশ্রয়।
"দুটো শরিরের আকর্ষণ- এ যদি প্রেম ই হতো,তবে পতিতালয়ের সব পতিতা আজ ঘরের লক্ষি বউ ই হতো।"
তবু আশায় বুক বাঁধি, তোমার ভুল ভাংবে,মন থেকে আমায় তুমি বুকে টেনে নেবে,যেখানে শরীর থাকবেনা,থাকবে অন্য কিছু।
তোমার মোহন স্পর্শের আশায় পৃথিবীর শেষ অব্দি অপেক্ষায় থাকব আমি।
যে স্বাধীনতা তোমায় দিয়েছি, ফেরত তোমায় তা দিতেই হবে কোন একদিন।
©somewhere in net ltd.