নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তুরে হাওয়া

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

ম্যাভেরিক

প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ

ম্যাভেরিক › বিস্তারিত পোস্টঃ

শব্দ রাজ্যে অভিযান (২০): Tyrant!

১৮ ই মে, ২০০৯ রাত ৯:২৯



কৃষ্ণ সাগরের উত্তরপূর্বে স্তেপের উচ্চভূমিতে জন্ম তার—৪০৬ খ্রিস্টাব্দে, যাযাবর হানদের এক গোত্রে। ৪৩৩ খ্রিস্টাব্দে মারা যায় তার চাচা, হান দলপতি রুয়াস। আর সেই সাথে, স্তেপের সমভূমিতে ভবঘুরের মতো ঘুরে বেড়ানো অসংখ্য সিদিয়ান (Scythian) গোষ্ঠির নেতৃত্ব দানের গুরুভার এসে পড়ে তার ও তার ভাই ব্লেডা'র কাঁধে।



কিন্তু অন্তর্কোলহে বিক্ষিপ্ত, দুর্বল যাযাবর জনগোষ্ঠিকে দ্রুতই সংঘটিত করে ফেলে সে, গড়ে তোলে দুর্ধর্ষ, ভয়ানক নৃশংস এক বাহিনী। টাইরানিয়া'য় (Tyrannia) রাজধানী স্থাপন করে সে; সেখান থেকে একের পর এক ভয়ঙ্কর সব অভিযান চালিয়ে যেতে থাকে অন্যান্য জাতিগোষ্ঠির উপর। কয়েক বছর পর মারা যায় তার ভাই, আর সে হয়ে উঠে হানদের একচ্ছত্র ক্ষমতার অধিকারী রাজা





টাইরানিয়া'র এই নিষ্ঠুর শাসকের নাম এটিলা, এটিলা দ্য হান (Attila the Hun), যুগ যুগ ধরে যার তাণ্ডবের কথা শিহরে স্মরণ করবে রোমান সাম্রাজ্য। উরাল নদী থেকে জার্মানি, বাল্টিক সাগর থেকে দানিয়ুব, এশিয়া-ইউরোপের সুবিশাল ভূখণ্ড পদানত হয় তার, পথে পথে পড়ে থাকে নির্মম ধ্বংসযজ্ঞের ছাপ— কনস্ট্যন্টিনোপলের দেয়াল ভেদ করে, বলকানের জনপদ ছাড়িয়ে, পশ্চিম রোমান সাম্রাজ্য হয়ে সুদূর গল পর্যন্ত। তার নিষ্ঠুরতার জন্য অনেক ইতিহাসবেত্তা তাকে অভিহিত করেন স্রষ্টার অভিশাপ(the Scourge of God) হিসেবে।





এখন, টাইরানিয়ার শাসক এটিলা'কে যদি টাইরান্ট (tyrant) বলা হয়, তাহলে টাইরান্ট শব্দটির মানে কী দাঁড়াবে? নিঃসন্দেহে tyrant মানে হবে,

১। An absolute ruler who governs without restrictions.

২। A ruler who exercises power in a harsh, cruel manner.



tyrant শব্দটির সমার্থকঃ authoritarian, autocrat, despot, dictator



তথ্যগত সতর্কতা

এটিলা ঐতিহাসিক চরিত্র, কিন্তু Tyrannia নামে তার কোনো রাজধানীর কথা ইতিহাসে পাওয়া যায় না। শব্দটি মনে রাখার জন্য কাল্পনিক এই রাজধানীটি সৃষ্টি করা হয়েছে। এটিলা একচ্ছত্র ক্ষমতার অধিকারী, অত্যন্ত নিপীড়ক শাসক ছিলেন। তার একটি রাজধানী থাকা খুবই স্বাভাবিক, এবং তার নাম Tyrannia হলে দোষ কোথায়? অন্তত একটি শব্দ শেখার স্বার্থে হলেও?



এমনিতে, প্রাচীন গ্রিসের নগর রাজ্যে, হঠাৎ করে ক্ষমতা কুক্ষিগত করে ফেলা শাসকদেরকে বলা হতো Tyrant, যা এসেছে লিডিয়ান (Lydian) শব্দ Tyranos থেকে, মানে রাজা । বিশালদেহী ভয়ঙ্কর ডাইনোসর Tyrannosaurus Rex, সংক্ষেপে T. Rex, এর নামও এসেছে Tyranos থেকে।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-১

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৩৩

অন্তু বলেছেন: হুম.।

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৫

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। আপনার হুমটি আমার ব্লগে আনন্দ উৎসারিত করে।
চমৎকার কাটুক আপনার সময়।

২| ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৩৫

ভাঙ্গা পেন্সিল বলেছেন: কোন মহাবীর নিষ্ঠুর ছিল না? সবই কচুকাটা করে রাজ্য দখল করছে। মহাবীর মাত্রই the Scourge of God

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৮

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। হ্যা, অনেক দ্য গ্রেট, এক জাতির কাছে গ্রেট হলেও আরেক জাতির কাছে বিভীষিকা ছিল। তবে মানবহিতৈষী বীরও বিরল নয়, যাদের উপর হয়তো যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।

ভালো থাকবেন।

৩| ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৫

কালপুরুষ বলেছেন: জানলাম। যথারীতি ভাল লাগলো।

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫০

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, প্রেরণাময় সতত উপস্থিতিতে।
ভালো থাকুন।

৪| ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫০

বৃত্তবন্দী বলেছেন: সেজন্যই ঠিক মিলাতে পারছিলাম না। টাইরানিয়া নামটার ভিতর গ্রীক গ্রীক গন্ধ পাচ্ছিলাম :)

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৬

ম্যাভেরিক বলেছেন: হা, হা, হা।
ঠিকই বলেছেন, শব্দটি আসলে গ্রিকই। প্রাচীন গ্রিসের নগর রাজ্যে হঠাৎ করে ক্ষমতা কুক্ষিগত করে ফেলা শাসকদেরকে বলা হতো Tyrant. ডাইনোসর T.Rex এর নাম এসেছে Tyranos থেকে। এখানে একটু ইতিহাস, সাহিত্যের আশ্রয় নিলাম আর কি, কারণ এটিলা টাইরান্ট শব্দের জন্য বহুল ব্যবহৃত একটি উদাহরণ। :)

৫| ১৮ ই মে, ২০০৯ রাত ১০:২৪

শূন্য আরণ্যক বলেছেন: শব্দটা জানতাম ।

Tyrant এর সমার্থক শব্দ মনে হয় Wrath

বেশ কদিন পর শব্দ পোষ্ট পড়লাম ।

ধন্যবাদ।

১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৩

ম্যাভেরিক বলেছেন: Tyrant বলতে একজন মানুষকে বুঝায়, নিষ্ঠুর স্বৈরশাসক। তার একটা বিশেষত্ব হতে পারে Wrath। তবে tyranny এবং Wrath পুরোপুরি সমার্থক নয়।

৬| ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৯

শান্তির দেবদূত বলেছেন: ভালো লাগলো .... অনেক নতুন নতুন শব্দ শিখছি আপানর কল্যানে .....

তবে মনে রাখার জন্য দিনে কমপক্ষে একবার আপনার পোষ্টগুলো এসে
পড়ে যেতে হবে , হা হা হা .....

১৯ শে মে, ২০০৯ সকাল ৮:৪৯

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। কাজে আসার আনন্দ লেখকের জন্য অনন্য।
কথাবার্তায়, লেখায় শব্দগুলি প্রয়োগ করলেই মনে থেকে যাবে।
ভালো থাকুন, আনন্দ উৎসারিত করুক ব্লগে আপনার উপস্থিতি।

৭| ১৮ ই মে, ২০০৯ রাত ১১:৩৬

'লেনিন' বলেছেন: The six hundred three scores and six = 666 এর বিশেষ গল্পে ডেমিয়েন এর সাথে এটিলা'র কথা প্রথম পড়ি। কিন্তু এটিলা টাইরানিয়াতে এটা দেখে অবাক হয়েছিলাম। :) আপনার মেয়েদুটো'র গল্প বলা কেমন চলছে?

১৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

ম্যাভেরিক বলেছেন: হা, হা, হা।
মাঝে মাঝে ইতিহাসকে ফিকশনের মতো পড়তে হয়।
হ্যাঁ, গল্প বলা চলছে ভালোই। :)

৮| ১৯ শে মে, ২০০৯ সকাল ৮:১৯

সোহায়লা রিদওয়ান বলেছেন: Tyrant হতে চাই ~~~ না না না ~

A ruler who exercises power in a kind, polite manner হতে
চাই! এটার কি ইংরেজি হতে পারে দাদা ??
Gracious ruler , respectful যাকে সবাই ভালোবাসবে !
আর এটাই আমার নামের অর্থ! কোমল আর বান্ধব !

১৯ শে মে, ২০০৯ সকাল ৮:৩৮

ম্যাভেরিক বলেছেন: মোটেও না, একেবারে না, Tyrant হওয়া চলবে না একেবারেই।
তোর নামটি সুন্দর, এর একটি মানে দেখলাম "ভোরের তারা"। সাত সাগরের মাঝির সাথে মিল আছে নাকি? বাসায় সবাই কি সোহা নামে ডাকে?

৯| ১৯ শে মে, ২০০৯ সকাল ১০:৫৩

অন্ধ দাঁড়কাক বলেছেন: :)

১৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। :)

১০| ১৯ শে মে, ২০০৯ রাত ৮:১৯

সোহায়লা রিদওয়ান বলেছেন: নামটা একি সাথে এরাবিক আর পার্সিয়ান শব্দ , এরাবিক মিনিং টা হলো , কোমল, বিনম্র , নরম কাঁদামাটি...
আর পার্সিয়ানঃ ভোরের সবচে উজ্জ্বল তারা যেটা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে দেখা যায়... :-)

সোহা , এটা বন্ধুমহলে প্রচলিত...

২০ শে মে, ২০০৯ সকাল ৮:৪৪

ম্যাভেরিক বলেছেন: এরাবিক, পার্সিয়ানের সাথে বাংলা একটা যোগ হোক: বিনম্র কিন্তু দৃঢ়চেতা, সুদূরে দৃষ্টি রাখে যে। :-)

১১| ২১ শে মে, ২০০৯ বিকাল ৫:০০

অলস ছেলে বলেছেন: ভালো লেগেছে, অনিবার্যভাবে। অনেকদিন পর এসে কিছু সময় আপনার লেখা পড়ে কাটাতেই ভালো লেগেছে বেশি। ধন্যবাদ।

২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, আপনাকে মিস করছিলাম।
ভালো লাগল দেখে।
চমৎকার কাটুক সময়।

১২| ২৪ শে মে, ২০০৯ বিকাল ৪:০৪

সামছা আকিদা জাহান বলেছেন: টাইরানিয়া'র এই নিষ্ঠুর শাসকের নাম এটি============

মনে পড়ে গেল মঙ্গলীয় তাতার জাতির হালাকুখানের কথা। চেঙ্গিস খানের কথা। সম্রাট বাবরের পূর্বসূরী।
ভাল লাগল।

২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:৪০

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, বোন।
হ্যাঁ, অনেক পরে অবশ্য রক্ত শান্ত হয়েছিল মঙ্গোলদের।
ভালো থাকবেন।

১৩| ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:৩২

আকাশ অম্বর বলেছেন: +

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। ভাল লাগছে আপনাকে দেখে।

১৪| ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:৫০

নুভান বলেছেন: আতিলা ভাই কে পোপের চক্রান্ত কাপুরুষের মতন বিষ খাইয়ে মারার তীব্র পেরতিবাদ জানাই। হাহা...
খুব ভালো লাগলো পোষ্টটি। টিরান্ট শব্দটি ও আতিলা দ্যা হানের ব্যাপারে জানা থাকলেও শব্দটির বুৎপত্তি জানা ছিলোনা। ধন্যবাদ।

২৭ শে মে, ২০০৯ রাত ১২:৫৪

ম্যাভেরিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
চক্রান্ত করে বিষ খাওয়ানোর কথাটি জানতাম না। পড়েছি, অতিরিক্ত পানের ফলে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছে আতিলা।

১৫| ২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:১৪

তায়েফ আহমাদ বলেছেন: সময় করে উঠে পড়তে পারছিলাম না ক'দিন ধরে।
আজ পড়ে ফেললাম।
যথারীতি লা-জওয়াব!

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

ম্যাভেরিক বলেছেন: প্রেরণাদায়ক সম্মানবহ আপনার কথা, আপনার সতত আনন্দময় আগমনের মতোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.