নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তুরে হাওয়া

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

ম্যাভেরিক

প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ

ম্যাভেরিক › বিস্তারিত পোস্টঃ

শব্দ-রাজ্যে অভিযান (২১): Mesmerize !

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:০৪



১৭৬০-এর দশকে অস্ট্রিয় চিকিৎসক ডক্টর ফ্রানজ আন্তন মেসমার (Franz Anton Mesmer)-এর দৃঢ় প্রত্যয় জন্মাল যে মহাজাগতিক বস্তুসমূহ সমগ্র জীবজগতের উপর এক ধরণের বল প্রয়োগ করে থাকে যার ফলে তাদের স্নায়ুতন্ত্র প্রভাবান্বিত হয়। মেসমার সন্দেহ পোষণ করা শুরু করলেন এই বলটি হচ্ছে চৌম্বকত্ব (magnetism), এবং রোগীদের শরীরে চুম্বক ছুঁইয়ে চিকিৎসা শুরু করে দিলেন তিনি।



এক সময় তার চুম্বকগুলো ছুঁড়ে ফেলে দেন মেসমার এবং চালু করেন এমন এক পদ্ধতি যাকে তিনি বলতেন পাশব চৌম্বকত্ব (animal magnetism)। অন্তরাল থেকে ভেসে আসত সঙ্গীতের কোমল মূর্চ্ছণা, আর মেসমার তার রোগীদেরকে হাতে হাত রেখে বৃত্তাকারের দাঁড় করিয়ে দিতেন। তারপর চক্রাকারে ঘুরতেন তিনি একজনের কাছ থেকে আরেক জনের কাছে, সম্মোহনের ভঙ্গীতে কয়েক মুহূর্ত গভীরভাবে তাকিয়ে থাকতেন তাদের চোখের ভেতর, এবং স্পর্শ করতেন তাদের হাত দিয়ে।



কিছু কিছু মানুষ দাবী করতেন মেসমারের পদ্ধতি তাদের রোগ সারিয়ে ফেলেছে, কিন্তু সরকারী এক কমিটি ব্যাপারটি তদন্ত করে এবং মেসমারকে ঠগবাজ (charlatan) হিসেবে চিহ্নিত করে। সুইজারল্যাণ্ডে চলে যান মেসমার এবং ১৮১৫ সালে বিস্মৃতির আড়ালে মারা যান।



কিন্তু মেসমারের সম্মোহনী, মন্ত্রমুগ্ধকারী পদ্ধতিটি বেঁচে থাকে মেসমেরাইজ (mesmerize, mesmerise) শব্দের ভেতরঃ

"The narrator mesmerized the audience with his dramatic tale."



সমার্থক: bewitch, enthrall, hypnotize, captivate, charm, magnetize, spellbind

মন্তব্য ৪১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:২০

তায়েফ আহমাদ বলেছেন: প্রথমে কমেন্ট, পরে পড়া!

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:২৪

ম্যাভেরিক বলেছেন: অনন্য সম্মননা, নিঃসন্দেহে। :-)

২| ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৯

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: চালিয়ে যান। শব্দের উৎস জানতে বেশ মজা লাগে।পোস্টের জন্য ধন্যবাদ।

০৬ ই জুন, ২০০৯ রাত ৯:০২

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল দেখে।
চমৎকার কাটুক জীবন।

৩| ০৬ ই জুন, ২০০৯ রাত ৯:৫৫

'লেনিন' বলেছেন: আমার এক দুলাভাই(ফুপাতো বোনের জামাই) অনেকটাই অন্তর্মুখী ছিলেন। প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় মানুষের সাথে কথাও কম বলতেন। প্রচণ্ড উদ্যমী ও পরিশ্রমী ছিলেন। মৃত্যুশয্যায় আমাকে ডেকে বলেন আমার মনে হয় আমার কোনো একটি মেসমারিক পাওয়ার আছে। শব্দটা সে মুহূর্তে জানা না থাকলেও মানে আন্দাজ করেছিলাম। এখন তার ব্যুৎপত্তিও জানা হলো।

তা ম্যাভেরিক ভাই আজকাল আমার বাড়ীতে যাওয়া একেবারেই বন্ধ করে দিলেন নাকি? :)

০৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩৯

ম্যাভেরিক বলেছেন: শুভ কাজে আপনার মেসমার পাওয়ার হোক।
আপনার বাড়িতে যাওয়া বন্ধ হবে কেন? না, না। আজকেও গিয়েছিলাম, ভাবলাম রাজ্য আবার ঘুরে দেখব। চলে গেল বিদ্যুৎ। :(
শীঘ্রই যাচ্ছি আবার। :)

৪| ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:০১

শূন্য আরণ্যক বলেছেন: শব্দটা জানতাম ।

:)

আবার চালু হলো শব্দ পোষ্ট ।
গণিত আর শব্দে ড্রিবলিং ভালোই হচ্ছে ।

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:১৯

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, গণিত আর শব্দের ড্রিবলিং বড় আনন্দময়, আর জীবনে পরিশুদ্ধ আনন্দের বড় প্রয়োজন। :)

৫| ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:১৩

সোহায়লা রিদওয়ান বলেছেন: "The narrator mesmerized the audience with his dramatic tale.... আমাদের ম্যাভেরিকদা ...

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৩১

ম্যাভেরিক বলেছেন: কত বড় সম্মাননা দিলি রে, আপি।
ভালো থাকিস, সুখে স্বস্তিতে।

৬| ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:৩৪

অদ্রোহ বলেছেন: শব্দ রাজ্যে অভিযান তো আমাকে সম্মোহিত করে ফেলল:)(মেসমেরাইজের অনুবাদ ঠিক হল তো?)দুর্দান্ত সিরিজ,চলুক।

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৪১

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা।
অনুবাদ যথার্থ এবং দ্ব্যর্থহীন আনন্দের। :)
সিরিজ চলার প্রত্যাশায়, ... ভালো কাটুক জীবন।

৭| ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:৪৬

নাজনীন১ বলেছেন: Maveric mesmerizes all the bloggers.

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৮

ম্যাভেরিক বলেছেন: হা, হা, হা। সম্মানিত বোধ করছি।
গণিতে আপনার প্রচেষ্টা ধৈর্য্য অবশ্য আমার কাছে অনুকরণীয়।

৮| ০৬ ই জুন, ২০০৯ রাত ১১:১২

আইরিন সুলতানা বলেছেন: পোস্টের শুরুতেই তো একখানা ছবি দিয়ে mesmerized করে দিলেন ।


spellbind শব্দটাতে মনে আসলো, একটি সিরিজ হতো মনে হয়, spellbinder নামে, তাই না ??

০৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫২

ম্যাভেরিক বলেছেন: হা, হা, হা। কোথায় যেন পড়েছিলাম ঘড়ি দুলিয়ে মেসমেরাইজ করার কথা, তাই দিয়ে দিলাম।

spellbinder-ই বোধ হয়। মুগ্ধ হয়ে দেখতাম, কিছু কিশোর কিশোরী কীভাবে অন্য জগতে চলে যায়।

৯| ০৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫০

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: মেসমেরাইজ শব্দটার সঙ্গে পরিচিত, অর্থের সাথেও। কেবল ইতিহাসটা জানা ছিলো না। ধন্যবাদ।

'সিস্টেম অব আ ডাউন' ব্যান্ড এর একটা অ্যালবাম আছে যার টাইটেল মেসমেরাইজ। শব্দটা ওখান থেকে শিখেছিলাম।

০৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫৫

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। ভালো লাগল আপনাকে দেখে। আশা করি চমৎকার চলছে সব কিছু।

১০| ০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৪৩

জনৈক আরাফাত বলেছেন: যাক অনেক দিন পর একটা শব্দ কমন পড়ে গেলো! নিজেকে বহুত জ্ঞানী মনে হচ্ছে। :D অনেকটা আপনার কাছাকাছি! :P

শব্দের ভুল বিশ্লেষণে একটা অনবদ্য (!) ব্লগ লিখেছি সাম্প্রতিক কালে।

"গোচরীভূত করিলে প্রীত হইতাম! "

Click This Link

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৪৭

ম্যাভেরিক বলেছেন: মন্তব্য শ্রবণে সাতিশয় আহ্লাদিত হইলাম। জানিবার আনন্দ অনন্য।
এক্ষণে আপনার বাটিতে গমন করিতেছি। অনবদ্য ব্লগখানি সন্দর্শনে আমোহিত হইবার প্রত্যাশায়...:)

১১| ০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৫৯

জনৈক আরাফাত বলেছেন: "নির্বাক ভ্রমণে অতিশয় আমোদিত হইলাম! "

দোকানে যেমন লেখা থাকে "বাকি চাহিয়া লজ্জা দিবেন না।"
এই অধমকে আপনি বলে সম্মোধন করলে সাইনবোর্ডটা আবার মনে পড়লো!

০৭ ই জুন, ২০০৯ রাত ১:১০

ম্যাভেরিক বলেছেন: এমৎ লজ্জার উদ্রেক ঘটুক, ইহা কদাচ আমার অভিপ্রায় নহে। কিন্তু পাছে না কোনো ভুল ঘটিয়া যায়, এই সতর্কতা আর কি।

১২| ০৭ ই জুন, ২০০৯ রাত ১:৩১

জনৈক আরাফাত বলেছেন: অতিশয় সতর্কতা বিভ্রান্তির উৎস ও বটে! এখন হইতে 'তুমি' তে অধিকতর স্নেহ পাইলে বাধিত হইবো। :)

০৭ ই জুন, ২০০৯ সকাল ৯:০০

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, ভ্রাত। :)

১৩| ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:৫৩

শাওন৩৫০৪ বলেছেন: ঠগের নাম অমলিন হইলো;)

০৮ ই জুন, ২০০৯ রাত ১০:২৭

ম্যাভেরিক বলেছেন: কথা সত্য। মরিয়াও মরিল না সে!

১৪| ০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:১৪

রোবোট বলেছেন: ১২ নং কমেন্টক। ৬ নং প্লাসক আমি। ঘটনা কি?

০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৪০

ম্যাভেরিক বলেছেন: আরে তাই তো! বেশ মজার। এ ব্যাপারে পীথাগোরাস কিছু বলেছেন কিনা দেখতে হবে।

১৫| ০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩১

অন্ধ দাঁড়কাক বলেছেন: Maverick mesmerized the bloggers with his writing

০৯ ই জুন, ২০০৯ রাত ১২:১৯

ম্যাভেরিক বলেছেন: আনন্দ উৎসারিত করে, আপনার উপস্থিতি, সতত।

১৬| ০৯ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৮

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: জিআরই এর জন্যে পড়তে গিয়ে এ শব্দটির সাথে পরিচয়। তবে উৎস জানলাম এখন। আপনার সবগুলো পোস্ট যে আমার কবে পড়া শেষ হবে! I'm magnetized, spellbound, bewitched, tranquilized and of course, mesmerized.

০৯ ই জুন, ২০০৯ রাত ৮:২৮

ম্যাভেরিক বলেছেন: বড় আনন্দময় সম্মানের কথা! ভালো লাগল খুব।
জীবন কাটুক সুখে স্বস্তিতে।

১৭| ০৯ ই জুন, ২০০৯ রাত ৮:৩২

ফারহান দাউদ বলেছেন: আমি তো ক্লাসের রেগুলার ছাত্র(যদিও ভার্সিটিতে এই উপাধিটা আমার জন্য ছিল না:))। আরেকটু গতি বাড়ালে হয় না?

০৯ ই জুন, ২০০৯ রাত ৮:৪১

ম্যাভেরিক বলেছেন: হা, হা, হা।
মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিতে কার না ইচ্ছা হয়, ভ্রাত? :)

১৮| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৮

শ্রাবনের ফুল বলেছেন: আফসোস! আগে কেন আপনার লেখা গুলা পড়ি নাই!!! ভালো থাকবেন,,,,, প্রচ্ছন্ন ভালো...

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

ম্যাভেরিক বলেছেন: ইসস, মন্তব্যগুলি দেখলাম না এত দিন! অবশ্য মাঝে খুব কম আসা হতো। মন্তব্যে সম্মানিত হলাম।

ভালো কাটুক জীবন।

১৯| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: রেগুলার ফলো করছি ।

কাইন্ডলি যদি mehrab012 @ ইয়াহু তে মেইল দেন একটা , কৃতজ্ঞ থাকব

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৬

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, মেহরাব। শুনে ভালো লাগল খুব। যোগাযোগ করব এক সময়।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

বাবুনি সুপ্তি বলেছেন: কি আজব ব্যাপার !!!!!!!!!!!!!!!!!! অদ্ভুত !!!! কত কতই না পদ্ধতি মানুষ করত ।!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬

ম্যাভেরিক বলেছেন: অনেক আজব ব্যাপার। দার্শনিকভাবে বললে, দুনিয়াটা এক রঙ্গমঞ্চ। :)

তা সুপ্তি পদ্ধতি নামে একটা পদ্ধতি চালু করা যায় কিন্তু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.