নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তুরে হাওয়া

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

ম্যাভেরিক

প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ

ম্যাভেরিক › বিস্তারিত পোস্টঃ

শব্দ-রাজ্যে অভিযান (২৩): Harbinger !

১৫ ই জুন, ২০০৯ দুপুর ১:০৯



৩১০ খ্রিস্টাব্দ।



গল (ফ্রান্স) থেকে ঘাঁটি তৈরি করে সৈন্যদল নিয়ে রোমের দিকে অগ্রসর হচ্ছেন সম্রাট কনস্ট্যানটিন (Constantine); উদ্দেশ্য তাঁর শত্রু, পশ্চিম রোমান সাম্রাজ্যের শাসক ম্যাক্সেনটিয়াসকে (Maxentius) উৎখাত করা। ওদিকে রাজ্য থেকে কনস্ট্যানটিনের মূর্তি ও চিত্রকর্মগুলি ধ্বংস করে ফেলেন ম্যাক্সেনটিয়াস, গড়ে তোলেন বিশাল রণসজ্জা। ইউরোপ জুড়ে বেজে উঠে রণ দামামা।



তুলনামূলকভাবে ক্ষুদ্র কিন্তু সুশৃঙ্খল সেনাদল নিয়ে অগ্রসর হতে থাকেন কনস্ট্যানটিন, জয়লাভ করেন বেশ কয়েকটি খণ্ডযুদ্ধে। এক সময় পৌঁছে যান ইটালির উচ্চভূমিতে; তারপর আরো ভেতরে, একেবারে টাইবার (Tiber) নদীর তীরে, যেখানে দুর্ভেদ্য দেয়ালের আড়ালে ওঁত পেতে অপেক্ষা করছে ম্যাক্সেনটিয়াস—আফ্রিকান ফ্রন্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসা বাহিনী এবং রাজকীয় অশ্বারোহীদল মিলে ম্যাক্সেনটিয়াসের সৈন্য সংখ্যা দাঁড়ায় ১০০,০০০-এর বেশি। আর কনস্ট্যানটিনের সৈন্য সংখ্যা মাত্র ২৫,০০০ থেকে ৪০,০০০ এর মতো, কারণ রাইন ফ্রন্টকে সুরক্ষিত রাখতে বাহিনীর বড় একটি অংশকেই সেখানে রেখে আসতে হয়েছে।



বেশ কয়েকটি যুদ্ধে ক্লান্ত কনস্ট্যানটিনের সৈন্যদল, মনোবল গেছে দমে। চিন্তিত হয়ে উঠেন কনস্ট্যানটিন, কীভাবে উজ্জ্বীবিত হবে বাহিনী, কী-ই অপেক্ষা করছে টাইবারের ওপারে?



কিংবদন্তি বলে, অনিশ্চিত এই অবস্থায় রাতের আকাশে কনস্ট্যানটিন দেখেন উদ্ভাসিত এক হারবিনজার (harbinger): ল্যাবারাম মনোগ্রাম (Labarum monogram)—জেসাস ক্রাইস্টের প্রতিনিধিত্বকারী সেই প্রতীক, যাতে রয়েছে গ্রিক ভাষায় তাঁর নামের প্রথম দুটি বর্ণ, Χ (chi) এবং (ρ) row। কনস্ট্যানটিন শুনতে পান এক দৈববাণী, অথবা স্বপ্নে অবলোকন করেন আশ্বাসবাণী নিয়ে আগত জেসাসকে, "In hoc signo vinces: এই চিহ্নকে তোমার মানদণ্ড হিসেবে, জয়লাভ করবে তুমি।"





বিস্ময়কর এই ঘটনায় উজ্জ্বীবিত হয়ে উঠে কনস্ট্যানটিনের সেনাবাহিনী; পরদিন নব উদ্যমে ঝাঁপিয়ে পড়ে ম্যাক্সেনটিয়াসের বাহিনীর উপর। ব্যাপকভাবে পরাজিত হয় শত্রুদল, পলায়নপর সৈন্যদের বিশৃঙ্খলায় টাইবার নদীতে ডুবে যান ম্যাক্সেনটিয়াস। পরদিন ভেসে উঠেন তিনি, মৃত।



আর কনস্ট্যানটিন হয়ে উঠেন সমগ্র রোমান সাম্রাজ্যের অবিসংবাদিত শাসক। খ্রিস্টধর্মের উপর নীরোর ৩০০ বছর ধরে স্থায়ী নিষেধাজ্ঞাটি বিলুপ্ত করেন তিনি, ফলে ইউরোপ জুড়ে স্থাপিত হয় নির্যাতিত খ্রিস্টধর্মের সুবিশাল পথ।



ল্যাবারামের এই হারবিনজারটি খ্রিস্টধর্মের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একটি হারবিনজার। হারবিনজার হচ্ছে ভবিষ্যতে ঘটবে এমন কোনো কিছুর চিহ্ন বা আভাস। ইতিহাস এবং সাহিত্যে প্রায়ই পরিলক্ষিত হয় এরূপ নানা হারবিনজার, ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছে যারা।



Harbinger n. An indication of the approach of something or someone.

"Frost is a harbinger of winter."

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৬

কালপুরুষ বলেছেন: বরবরের মতোই চমৎকার বর্ণনা। ভাল লাগলো। জানলাম নতুন কিছু।

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৫

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা, কালপুরুষদা।
আপনার সতত আগমন আনন্দ উৎসারিত করে। ভালো থাকবেন।

২| ১৫ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৮

অদ্রোহ বলেছেন: ইতিহাসের আলোয় শব্দকে আবিষ্কার করলাম আরেকবার।+++++++

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৭

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা।
ভালো লাগল খুব আপনার কথা।

৩| ১৫ ই জুন, ২০০৯ দুপুর ২:১৬

প‌্যানুয়েল প্রিন্স বলেছেন: কালপুরুষ বলেছেন: ...জানলাম নতুন কিছু।

:)

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

ম্যাভেরিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, প্রিন্স। সুখে স্বস্তিতে পূর্ণ থাকুক জীবন।

৪| ১৫ ই জুন, ২০০৯ দুপুর ২:২৯

ধূসর মানচিত্র বলেছেন: কালপুরুষের সাথে একমতঃ"ভাল লাগলো। জানলাম নতুন কিছু। "+++

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা, আমার ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক।
মানচিত্র উদ্ভাসিত হোক সুখে শান্তিতে।

৫| ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪১

অন্ধ দাঁড়কাক বলেছেন: আবারো অসাধারণ।
(প্রত্যেক দিন কিন্তু ১টা শব্দ দিতেই হবে :) )

১৫ ই জুন, ২০০৯ রাত ৮:০৬

ম্যাভেরিক বলেছেন: দাঁড়কাকের আগমন গভীর আনন্দ উৎসারিত করে, বরাবরের মতো, প্রদীপ্ত।
প্রত্যেক দিন সম্ভবপর হওয়াটা কষ্টকর, তবু প্রচেষ্টা চলবে।

৬| ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

তায়েফ আহমাদ বলেছেন: ধন্যবাদ।

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:৩৫

ম্যাভেরিক বলেছেন: আনন্দময় আগমন। :)

৭| ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: চমৎকার।+++++

১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৫০

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। মূল্যায়নটি একটি বড় সম্মাননা।
ভালো থাকুন।

৮| ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:১৯

অলস ছেলে বলেছেন: ভালো লেগেছে।

১৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৩৯

ম্যাভেরিক বলেছেন: খুব ভালো লাগছে আপনাকে দেখে। আপনার আইকন, মন্তব্য সবকিছুর ভেতর একটা অদ্ভুত সারল্য রয়েছে, যা খুব প্রিয়। :)

৯| ১৬ ই জুন, ২০০৯ রাত ২:৩১

সোহায়লা রিদওয়ান বলেছেন: ম্যাভেরিকদা...... কিযে ব্যাস্ত দিন যাচ্ছে , বলার মত না। লাস্ট তিন চার দিন ধরে খালি কাপর প্যাকেট করে যাচ্ছি আমরা ... যেগুলো কয়রা , দাকোপ , চর গজারিয়া ... এরকম চার পাঁচটা যায়গায় যাবে + মেডিসিন ... সেই সাথে একটা লং টার্ম প্রজেক্ট ও করছি ... ডিটেইল বলতে গেলে এই পোস্ট টার আসল সৌন্দর্য নষ্ট হবে :-)
সময় নিয়ে আপনার লেখা গুলো ও পড়া হচ্ছেনা ... কিন্তু পরে পড়বো :-D
আপনি কেমন আছেন দাদা ?
আমার কোন হারবিঞ্জার বোঝা যায় ?? তাইলে সেটা কি ? !!!:-)

১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০

ম্যাভেরিক বলেছেন: আরে, ব্যাপক কর্মকাণ্ড দেখি। আশা জাগে তোর কাজের কথা শুনলে। এ ব্যাপারে পোস্টের অপেক্ষায়।

আমি ভালো আছি।

কয়রা, দাকোপ, চর গজারিয়া আর সব খানে মানুষের মুখের হাসি হচ্ছে তোর হারবিনজার। :-)
বেঁচে থাক যুগ যুগ, বিষণ্ণ মানুষের মুখে হাসি ফুটিয়ে।

১০| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ছোটবেলাতে ইংলিশ রচনা লিখতে গিয়ে শব্দটি প্রথম ব্যবহার করি।
The cuckoo is the harbinger of spring.
শব্দটার উৎপত্তি জানলাম আজকে। আপনি আসলেই ম্যাভেরিক-who is wandering through the beautiful paths of knowledge.

১৬ ই জুন, ২০০৯ রাত ৮:৫৩

ম্যাভেরিক বলেছেন: প্রোফাইল ছবিটি খুব সুন্দর, মন্তব্যও। :)

১১| ১৬ ই জুন, ২০০৯ রাত ১০:৫৯

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: জানা শব্দ, কিন্তু অজানা উৎস। দারুণ লাগলো।

১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। ভালো লাগল আপনাকে দেখে।
ভালো থাকুন।

১২| ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৩১

জনৈক আরাফাত বলেছেন: দারুন!

১৭ ই জুন, ২০০৯ রাত ৯:৩৯

ম্যাভেরিক বলেছেন: আহ্‌, সবুজের অরণ্যে আপনার হাতের ছবি দেখলেই মন ভালো হয়ে যায়। :)
ভালো থাকবেন।

১৩| ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

আলী আরাফাত শান্ত বলেছেন: কি দারুন অনুসন্ধান!
অব্যাহত থাকুক এই অভিযান...............
চমৎকার লাগতেছে!

১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

ম্যাভেরিক বলেছেন: খুব ভালো লাগল আপনাকে দেখে।
প্রেরণার জন্য ধন্যবাদ। প্রচেষ্টা চলবে।
ভালো কাটুক জীবন।

১৪| ২০ শে জুন, ২০০৯ রাত ১০:১৭

আইরিন সুলতানা বলেছেন: বৃষ্টি should be a harbinger of আষাঢ় !

কিন্তু .............................. :(

২১ শে জুন, ২০০৯ রাত ১০:০৮

ম্যাভেরিক বলেছেন: মন খারাপ করবেন না। আপনার জন্য বৃষ্টিকামনা রইল।
সিক্ত হোক আপনার মনোভূম, টুপটাপ, টাপুরটুপুর, ঝমঝম...

১৫| ২০ শে জুন, ২০০৯ রাত ১০:৩৩

চরণ দাস বলেছেন: রেফারেন্স?

২১ শে জুন, ২০০৯ রাত ১০:৪৭

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা।

কোনটির রেফারেন্সের কথা বলছিলেন, প্লিজ: শব্দের উৎসের না শব্দের ইতিহাসে ইতিহাসটুকুর?

কোনো শব্দের উৎপত্তির ইতিহাস যেহেতু সব উৎসে প্রায় একই, পার্থক্য কেবল বর্ণনাকারীর বর্ণনায়, তাই শব্দের ব্যুৎপত্তির সুনির্দিষ্ট রেফারেন্স দেয়া যেমন কষ্টকর, তেমনি খুব বেশি ভ্যালুও এড করে না। ব্যক্তিগতভাবে শব্দের অভিযানে অংশগ্রহণ আমার বেশ অনেক দিনের, এবং আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে শব্দের ক্ষমতাকে আয়ত্ত করতে, কিছু কিছু আমার নিজস্ব; আমি মূলত ৪টি পদ্ধতি রেকমেন্ড করি। সময় পেলে বিস্টারিত বলা যাবে।

এই পোস্টে আমি Association Strategy প্রয়োগ করেছি, কারণ Word Root Strategy এই শব্দে কার্যকর নয়।

ভালো থাকবেন।

১৬| ২২ শে জুন, ২০০৯ রাত ৯:০১

ফারহান দাউদ বলেছেন: অগ্রদূত? অগ্রপথিক?

২২ শে জুন, ২০০৯ রাত ৯:০৮

ম্যাভেরিক বলেছেন: যথার্থ, ভায়া, একেবারে। :)

১৭| ২৪ শে জুন, ২০০৯ সকাল ১০:২৬

সোহানা মাহবুব বলেছেন: আবারো মুগ্ধতা।+++

২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৫১

ম্যাভেরিক বলেছেন: খুব ভালো লাগে, বোন, দেখতে আপনার আগমন।
চমৎকার অনুভূতিতে পূর্ণ হোক আপনার সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.