নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবী ঘাতক

আমার সম্পরকে কিছু লেখার জন্য সামুতে আসিনি। এসেছি নিজের চারপাশটাকে তুলে ধরতে।

মায়াবী ঘাতক › বিস্তারিত পোস্টঃ

ফেলানি দিবসের শ্রদ্ধাঞ্জলি X(( X(( X(

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

দেখতে দেখতে ‪ফেলানী‬ হত্যার পাঁচ বছর পার হয়ে গেলো। ভেবেছিলাম, ফেলানী হত্যার বিচার চেয়ে সবাইকে এস.এম.এস পাঠিয়ে মানব বন্ধনে আসতে বলবো। কিন্তু এস.এম.এস পাঠাতে যেয়ে দেখি আমার ‪‎এয়ারটেল‬ নাম্বারে ব্যালেন্স খালি। কোন ফাকে যে ব্যালেন্স শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না। শালার ‪ইন্ডিয়ান‬ মোবাইল অপারেটর!! খালি টিভিতে অ্যাড দিতেই উস্তাদ। সার্ভিসের বেলায় কচু।

যাইহোক, ভাবলাম নিজেই ভারতীয় দূতাবাসের সামনে মানব বন্ধন করবো। নিজেই গ্যারেজ থেকে ‪পালসার‬ হোন্ডা বের করলাম। কিন্তু স্টার্ট দিতে যেয়ে দেখি ঠিকমত স্টার্ট হচ্ছে না। তিন বছর আগে বেনাপোল সীমান্ত থেকে কিনেছিলাম। আরেক বা*র ইন্ডিয়ান মাল। তিন বছরেই আয়ু শেষ। এরপর ঠেলতে ঠেলতে কাছের একটা সার্ভিস সেন্টারে গছায় এসে ভাবলাম দুপুরের খাওয়া শেষ করে না হয় ভারতীয় দূতাবাস ঘেরাও দেয়া যাবে। খেতে খেতে টিভির সামনে বসলাম। তখন এমটিভিতে ‎হানি‬ সিঙ্গের গান দেখাচ্ছে। গানটা শুনতে ভালই লাগলো। চার বোতল ‪ভদকা‬। খাওয়ার পর পিসির সামনে বসলাম। কয়েকদিন আগে বজরঙ্গি ভাইজান মুভিটা ডাউনলোড করেছিলাম। সেইইইইরাম মুভি। সালমান খান তো আর অনন্ত জলিল না, যে পম গানা টাইপ মুভি করবে। মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাত ৮টা বাজে। আরে, একটু পরে তো ‎বিগবস‬ দেখাবে। আবার চলে আসলাম টিভির সামনে। কিভাবে যে রাত ১০টা বাজলো টেরই পেলাম না। থাক এতো রাতে তো আর দূতাবাস ঘেরাও দেয়া যায় না।



কি আর করা!! বোন ফেলানী তুই আমাদের এই অধম ভাইদের ক্ষমা করিস। আমরা তোর খুনের বিচার করতে পারলাম না। কিন্তু দেখিস, একদিন ঠিকই এই খুনের বদলা নেব। তখন আমাদের টয়লেট না থাকলেও আমেরিকার মত পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে। তখন আমরা ভাতের পয়সা বাঁচিয়ে নেপচুন গ্রহে নভোযান পাঠাবো। তখন আমরা ঠিকই শালার ‎ইন্ডিয়াকে‬ দেখিয়ে দেব আমরা কি জিনিস

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


ফেলানীকে পড়ানোর, বিয়ে দেয়ার টাকা আমাদের সরকারের হাতে ছিল, আছে; সরকারের লোকদের মগজ নেই, ওগুলো ডোডো

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

মায়াবী ঘাতক বলেছেন: ওগুলো ডোডো নয় তার চাইতেও অধম।

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৫

মো ফরহাদ বলেছেন: কখন কখন কিছু ‍দৃশ্যমান বস্তু অদৃশ্য মান হয়ে যায়, ছোখের আয়ু কমে যাওয়াতে। আর কখন কখন অদৃশ্য মান হয়ে যায় ফকেট বাচাঁতে ।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

মায়াবী ঘাতক বলেছেন: বুঝলাম না কি বলতে চাইছেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

মো ফরহাদ বলেছেন: সরকার যদি ফেলানির বিচার দাবি করে তাহলে কিভাবে তারা ক্ষমতায় থাকবে, তারা তো ভারোতের উপর ভরসা করছে। আর আমরা যারা বারোতের জিনসি পছন্দ করি তারা পারি না তাদের জিনিস গুলো ছাড়তে, পারিনা আমাদের বোনদের হত্যার বিচার দাবি করতে

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

মায়াবী ঘাতক বলেছেন: জী, এবার বুঝেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের চারপাশে বিশাল দেশ ইন্ডিয়া তাদের প্রভাব অস্বীকার করার উপায় নেই। সুন্দর লিখেছেন ভাই।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মায়াবী ঘাতক বলেছেন: জী ধন্যবাদ।

৫| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৫:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: হঠাৎ লেখালেখি বন্ধ করলেন কেন?

০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মায়াবী ঘাতক বলেছেন: আগের মত আর লেখার এনার্জি পাই না। ব্লগে আপনারাও নেই অনেকদিন হল। কেন জানি সামু আগের মত জমছে না।

৬| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ফেলানি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

মায়াবী ঘাতক বলেছেন: আফসোস!! আমরা কিছুই শিখতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.