![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দোলনে নিজে শরিক হতে না পারলেও যেই সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের প্রতি আকুন্ঠ সমর্থন জানাই। তোমরাই পারবে এই পচে যাওয়া রাষ্ট্রকে আবার মেরামত করতে। একজন শুভাকাঙ্খী হিসেবে বলতে চাই তোমরা যারা আজ নয় দফার দাবীতে রাজপথে তাদের জন্য:
১. তোমরা না খেয়ে আছ সকাল থেকে রাত আমরা জানি তবুও কোন দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেয়া খাবার নিও না। বাড়ি থেকে আসবার সময় পানির বোতল, স্যালাইন, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ব্যাগে নিয়ে এসো।
২. ভুলেও কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য নিও না, কোন মঞ্চ তৈরী করতে যেও না। যেখানে তোমরা দাঁড়াবে সেখানেই মঞ্চ।
৩. মাইক, কাপড়ের ব্যানার বা এমন কোন প্রচারনা সরঞ্জাম যার জন্য টাকার দরকার তা করতে যেও না। তোমাদের সাহসী চিৎকার এমনিতেই বিশ্ববাসী শুনতে পারছে।
৪. কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে তোমাদের কাতারে দাঁড়াতে দিও না। তারা যদি কিছু করতেই চায় তারা তাদের অবস্থান থেকে করুক।
৫. তোমাদের ভেতর কেউ যদি গালি দিয়ে, অশ্লীল বাক্য দিয়ে প্লাকারড বা ব্যানার লেখে সাথে সাথে তা ছিড়ে ফেলো। তোমাদের বিতর্কিত করবার জন্য অনেকেই ইচ্ছাকৃত ভাবে এসব করতে পারে।
৬. আমাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকো। যেই ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছ তার বাইরের কোন বিষয় নিয়ে কথা বলতে যেও না।
আশা করি এই আন্দোলন বিফলে যাবে না। যদিও গণ আন্দোলনকে কিভাবে পচিয়ে দিতে হয় এই ব্যাপারে বর্তমান সরকার খুবই পারদর্শী।
। ইতোপূর্বে শাহবাগ আন্দোলন আর সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আমরা সেটা দেখেছি। ভালোবাসা তোমাদের জন্য। অনেক অনেক ভালোবাসা।
আমরা গর্বিত তোমাদের জন্য।
আমি জানি আন্দোলনকারীদের কেউ কেউ হয়তো সামুতেও আছে। তাদের মাধ্যমে এই বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মায়াবী ঘাতক বলেছেন: করুন। কোন সমস্যা নেই। আন্দোলনকারীদের বয়স অনেক কম। আমাদের মেসেজগুলো তাদের কাছে ঠিকমত পৌঁছানো দরকার।
২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯
সনেট কবি বলেছেন: রাষ্ট্র বুঝুক জনগণ কি চায়!
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মায়াবী ঘাতক বলেছেন: রাষ্ট্র সবই বুঝে। কিন্তু জনগণের চাওয়ার প্রতিদান দিতে তারা অক্ষম।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
যবড়জং বলেছেন: আশায় বুক বাঁধি . ..।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
মায়াবী ঘাতক বলেছেন: আশায় আমিও বুক বাঁধি।
৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
আহমেদ জী এস বলেছেন: মায়াবী ঘাতক ,
স্যালিয়্যুট টু ইউ ।
যারা এই লেখাটি পড়ছেন , সুযোগ পেলে তা আপনার সোসাল মিডিয়াতে ছড়িয়ে দিন । এই পথ নির্দেশনা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের কে সঠিক পথে পরিচালনা করবে ।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মায়াবী ঘাতক বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। যতই সময় যাচ্ছে সরকার যেন প্রতিহিংসা পরায়ন হচ্ছে। আন্দোলনকারীদের সাবধানে এগুতে হবে।
৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১০০% সহমত।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
মায়াবী ঘাতক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩২
সিনথিয়া আফরিন বলেছেন: ধন্যবাদ আপনাকে । গঠনমূলক দিক নির্দেশনা প্রদানের জন্য ।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৮
মায়াবী ঘাতক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাঠ করার জন্য।
৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! একেবারে কমপ্যাক্ট পোষ্ট। আমার মতে আন্দোলন সম্পর্ক একটি আদর্শ গাইডলাইন। শুভবুদ্ধির উদয় হোক। পোষ্টটি যেন সর্বাধিক সংখ্যক পাঠক পড়েন, এবং কার্যকর করবেন -এই আশাকরি । +++++
অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯
মায়াবী ঘাতক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছ। আশা করি এই আন্দোলনের পরিণতি কোটা আন্দোলনের মত হবে না।
৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা,
আমাদের সবার সেটাই কাম্য হওয়া দরকার।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪২
মায়াবী ঘাতক বলেছেন: জী অবশ্যই।
৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: এই লেখাটা ফেসবুকে শেয়ার করা উচিত সবার। তবে ছাত্র ছাত্রীরা এই স্কুল বয়সে এত বড় গঠনমূলক কিছু করবে ভাবা যায়? আমাদের সময় এগুলো হলে দুএকটা গাড়ি ভেঙ্গে ডিসি অফিস ঘেরাও করে কাজ শেষ করতাম। কে ভেবেছিলো এই ফার্মের মুরগী বলে যাদের গালি দেই অথবা বলি জিপিএ ৫ জেনারেশন এরাই এমন বিপ্লব আনবে!!
০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩
মায়াবী ঘাতক বলেছেন: আসলেই। এই প্রশ্নফাস জেনারেশন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আসল গলদ কোথায়?
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমি ফেসবুকে শেয়ার করতে চাই।