নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবী ঘাতক

আমার সম্পরকে কিছু লেখার জন্য সামুতে আসিনি। এসেছি নিজের চারপাশটাকে তুলে ধরতে।

মায়াবী ঘাতক › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ মানুষের সুখের রকমফের

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

কাজের শেষে ঘরে ফির এল জার্মান । বউ তাকে খেতে দিল ঝলসানো মাংস আর বিয়ার । ডিনার করে সে শুয়ে পড়ল বউকে জড়িয়ে ধরে । তারা সুখী ।

কাজকর্ম সেরে ইংরেজ ফিরে এল সন্ধ্যাবেলায় । স্ত্রীর সঙ্গে ডিনার করে কুকুরকে নিয়ে একটু বেড়াতে বেরোল সে । তারপর ফিরে এসে বউকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে । তারা সুখী ।

হাড়ভাঙা খাটুনি খেটে বাড়ি ফিরল ফরাসি । বউকে ঘরে পেল না । এক বোতল শ্যাম্পেন নিয়ে সে চলল প্রেমিকার কাছে । তারা সুখী।

কাজের শেষে বাড়ি ফিরল উগান্ডার দম্পতি । বেশ একচোট ঝগড়া হল দু’জনের মধ্যে । ডিনারের প্রশ্নই ওঠে না । কারণ ঘরে খাওয়ার মতো কিছু নেই । তাই পরস্পরের দিকে পিঠ ফিরিয়ে বিছানায় শুয়ে পড়ল তারা । মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ ।
-- কে ?
-- আমরা গোয়েন্দা বিভাগ থেকে আসছি । দরজা খুলুন ।
দরজা খুলতে জনাদশেক লোক ঢুকল । নেতা গোছের একজন প্রশ্ন করল :
-- আপনারা মিস্টার সাগর আর মিসেস নদী তো ? গ্রেপ্তার করা হল আপনাদের ।
-- ভুল করছেন । আমরা সাগর আর নদী নই, আমরা আকাশ আর মৃত্তিকা । মিস্টার সাগর থাকেন উপরের ফ্ল্যাটে ।
দুঃখিত বলে গোয়েন্দা বিভাগের লোকজন চলে গেল । একটু পরে আকাশ আর মৃত্তিকা জানলা দিয়ে তাকিয়ে দেখল সাগর ও তার স্ত্রী নদীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ডিবি । গাড়ির দরজা বন্ধ হতেই শুয়ে পড়ল তারা দুজন।
তারাও এখন সুখী ! :D :D

গল্পের সাথে এশিয়ার কোন দেশের সাম্প্রতিক অবস্থার মিল খুঁজে পেলে লেখক দায়ী নন।

#সংগৃহীত#

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

করুণাধারা বলেছেন: মিল পেলেও বলতে যাব না।

গল্প ভালো হয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

মায়াবী ঘাতক বলেছেন: আপনাদের ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগছে। কিন্তু বুঝলাম না এই পোস্ট প্রথম পাতায় আসলো না কেন? আমি তো সেফ পজিশনে আছি।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সনেট কবি বলেছেন: ভাল লাগল।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

মায়াবী ঘাতক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগছে। কিন্তু বুঝলাম না এই পোস্ট প্রথম পাতায় আসলো না কেন? আমি তো সেফ পজিশনে আছি।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মায়াবী ঘাতক বলেছেন: ধন্যবাদ।

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বাকপ্রবাস বলেছেন: :D :)

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মায়াবী ঘাতক বলেছেন: হা হা হা হা।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সনেট কবি বলেছেন: আমিতো প্রথম পাতাতেই মন্তব্য দিলাম।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মায়াবী ঘাতক বলেছেন: ও আচ্ছা। আমার পিসিতে কোন সমস্যা ছিল মনে হয়। অনেকক্ষণ প্রথম পাতায় দেখতে পাইনি। যাইহোক ধন্যবাদ আবারো।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

দীপঙ্কর বেরা বলেছেন: বুঝতে পারি নি
ভাল থাকবেন।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

মায়াবী ঘাতক বলেছেন: আপনিও ভাল থাকবেন।

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: থিম পরিস্কার নয়...

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

মায়াবী ঘাতক বলেছেন: বাহ বাহ আপনি বুঝতে পারেননি। তাহলেত খুব ভালো। এটা আসলে একধরনের গুজব। আর জানেনই তো গুজবে কান দেয়া উচিৎ নয়।

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮

মায়াবী ঘাতক বলেছেন: ধন্যবাদ।

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

উম্মে সায়মা বলেছেন: বুঝতে একটু কষ্ট হয়।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯

মায়াবী ঘাতক বলেছেন: তা তো হবেই।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: অনুগল্প তো হলো না!
অন্য কিছু হয়ত হয়েছে

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯

মায়াবী ঘাতক বলেছেন: চেষ্টা করেছি সামান্য।

১১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: কিছু একটা হয়েছে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

মায়াবী ঘাতক বলেছেন: কিছু একটা হলেই হবে। :)

১২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: এইটা সুইডেনে ডেইলি হয়

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

মায়াবী ঘাতক বলেছেন: হা হা হা হা। দারুন বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.