![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন আপনাকে ডিবি পুলিশ কোন কারণ ছাড়াই তুলে নিয়ে হাড্ডি ভাঙ্গা পিটানি দিয়েছে। এমতাবস্থায় ঘুণাক্ষরেও চিৎকার করে কান্না করে সরকারকে বিব্রত করবেন না। কারণ তাতে বিএনপি ক্ষমতায় চলে আসবে। চুপ করে ভাল ছেলেটির মত হাসিমুখে পেটানি সহ্য করুন। বিএনপি আসলে কিন্তু আরো মারতো। সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
ধরুন আপনার ভাইকে র্যাবে ধরে নিয়ে দশ লাখ টাকা চেয়েছে। না দিলে তাকে ক্রসফায়ারে মেরে দেবে বলে হুমকিও দিয়েছে। আপনি সেটা আবার সাংবাদিকদের কেন বলবেন? সরকারকে বিব্রত করতে চান? চুপ থাকুন। মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন। দশ লাখের চেয়ে মুক্তিযুদ্ধ অনেক বড়। ভাইটিকে ফিরে না পেলেও বেশি কথা বলবেন না। মনে রাখবেন, স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায়। বিএনপি-জামাত আসলে আরো অনেক কিছু হতে পারতো। সেসব ভেবে আওয়ামী লীগকে পরেরবার ভোট দিন। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করবে না।
ধরুন আপনার বোনটিকে কোন আওয়ামী নেতা তুলে নিয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না। তাতে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। অপেক্ষা করুন। বোনটিকে ফেরত দেয় কিনা। ফেরত দিলে ভাববেন, বিএনপি ক্ষমতায় থাকলে তো বোনটি ফেরতই আসতো না। ভাগ্য ভাল, বোনটিকে আওয়ামী লীগ নেতা নিয়েছিল। তাই ফেরত পেলেন। মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার সপক্ষ শক্তি আছে বলেই এমনটি হলো। তাই বেশি ট্যাঁ ফুঁ করবেন না। আর বোনটিকে ফেরত না পান, ভাববেন, অন্য বোনগুলো তো অক্ষত আছে। বিএনপি থাকলে সবাইকেই তুলে নিতো। এই ভেবে দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিন। উনি আছেন বলেই এক বোনের ওপর দিয়ে গেছে। উনি না থাকলে সবগুলো বোনকেই নিয়ে যেতো। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে কথা।
সরকারকে বিব্রত করবেন না। মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন। স্বাধীনতা বিরোধীরা নইলে চলে আসবে। তাই পরেরবার অবশ্যই আওয়ামী লীগকেই ভোট দিয়ে জয়যুক্ত করুন। অবশ্য কেউ ভোট না দিলেও তারাই জয়ী হবে। সেসব নিয়ে আপনি টেনশন নিয়েন না। মনীষা চক্রবর্তী বরিশালে ইলেকশন করেছিল, ভোট দিতে গিয়ে দেখেছে সব ব্যালটে নৌকায় সিল দেয়া। আপনি ভোট দিতে না গেলেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনার ভোটটি দিয়ে দেবে। কী লাভ এত কষ্ট করে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার? ভোট দিতে গিয়ে সরকারকে বিব্রত করবেন না। সরকার আপনার কষ্টের কথা ভেবে নিজেরাই ভোটটি দিয়ে নেবেন।
সরকারের প্রশংসা করুন এবং জীবিত থাকুন। বলা তো যায় না.....
সূত্রঃ #আব্দুল্লাহ_আল_জাবি'র দেয়াল থেকে সংগৃহীত।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
মায়াবী ঘাতক বলেছেন:
২| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: নিরাপদ সড়ক দেশ বিরোধী দের ষড়যন্ত্র, মিডিয়ার বানানো এসব। আপনি কোটা সংস্কার চাইছেন!! আপনি একজন মুক্তিযুদ্ধের বিরোধী। চুপ থাকুন ! সরকার কে বিব্রত করবেন না।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০০
মায়াবী ঘাতক বলেছেন: ঠিক বলেছেন। সরকারকে বিব্রত করা যাবে না।
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এরকম পোষ্ট দিয়েও সরকারকে বিব্রত করা চেতনার বিরোধী বৈকি
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬
মায়াবী ঘাতক বলেছেন: তা যথার্থই বলেছেন।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮
মুচি বলেছেন: কিছু বলে আর বিব্রত না করি।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯
মায়াবী ঘাতক বলেছেন: ঠিক বলেছেন।
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
একে ৪৭ ছবি সহ এই কালাটা আল-জাবির?
এ তো সসস্ত্র জঙ্গি বোকোহারাম।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২০
মায়াবী ঘাতক বলেছেন: বাংলাদেশে বোকো হালাল। সো, নো চিন্তা, ডু ফুর্তি।
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
চাঁদগাজী বলেছেন:
খারাপ কিছু লিখতে "মুক্তিযু্দ্ধ" যোগ করেন কেন? বাবার দিক থেকে পাকীদের সাথে যুক্ত?
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
মায়াবী ঘাতক বলেছেন: কি করবো বলুন। সরকারই তো কথায় কথায় এই "মুক্তিযু্দ্ধ" শব্দটা বেশি ব্যাবহার করে।
পাকিস্তানের মত দেশের সাথে বাপ-দাদার চৌদ্দ গোষ্ঠীর কেউ যুক্ত নয়। তেলাপোকা একটা পাখি আর পাকিস্তানও একটা রাষ্ট্র।
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১
বাকপ্রবাস বলেছেন: ঠিকইতো, সরকারকে বিব্রত করার কোন মানেই হয়না। শুধুু জয়বাংলা হবে।
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬
মায়াবী ঘাতক বলেছেন: শুধুু জয়বাংলা হবে।
৮| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮
একাল-সেকাল বলেছেন: নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলনের সময় ড: আসিফ নজরুল স্যারের পোষ্টে একই কমেন্ট চোখে পড়েছিল
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২
মায়াবী ঘাতক বলেছেন: হুম। এই জন্যই সূত্র উল্লেখ করা হয়েছে।
৯| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সরকারকে সরকারের মতোই থাকতে দেওয়া উচিত। অন্যথায় গুম, খুন, জেল।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
মায়াবী ঘাতক বলেছেন: এই জন্যই বলেছি, " সরকারকে বিব্রত করবেন না"। (
১০| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: পত্রিকায় শিরোনাম দেখলাম, ঘুষ ছাড়া সেবা মেলে না।
আশ্চর্য! এখনো সেবা-র বইয়ের এত চাহিদা!
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
মায়াবী ঘাতক বলেছেন: হা হা হা হা হা
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩
ভুয়া মফিজ বলেছেন:
