![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. নির্বাচন নিয়ে আগের মত আর কোন উৎসাহ নেই। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই করবে না। আমাদের মত আমজনতার ভাগ্যে জুটবে শুধু এক হালি কাঁচ কলা।
আমাদের মত যাদের বয়স ৩০ কিংবা তার আশে পাশে আমরা বিগত ৩টি সরকারের শাসনকাল দেখেছি। মন্দের ভাল ছিল ফখরুদ্দীন-মইন ইউ আহমেদের ২ বছর। তবে তারাও শেষের দিকে অনেক অনিয়ম করে গেছে। সুতরাং ক্ষমতায় যেই আসুক আমার কিছু আসে যায় না।
২. জামাল খাশোগি হত্যাকান্ড নিয়ে সৌদি আরব খুব নাজুক অবস্থায় আছে। এই বর্বর আরবদের একটা শিক্ষা হওয়া দরকার। যারা আমাদের মা-বোনদের সাথে পশুর মত আচরণ করে, প্রবাসী শ্রমিক ভাইদের মারধর করে তাদের জন্য বায়তুল মোকারমের সামনে মিছিল করার কোন মানে হয় না।
এর চেয়ে আমেরিকানরা তুলনামূলক ভাবে অনেক ভালো। অন্তত প্রবাসী বাংলাদেশিদের সাথে খারাপ ব্যাবহার করে না, তাদের পররাষ্ট্র নীতি যেরকমই হোক না কেন?
৩. আমরা বাংলাদেশীরা কেমন অদ্ভুত ধরণের। অন্যের বেলায় যেটা অপছন্দের নিজের বেলায় সেটা আসলে ঠিক কিভাবে যেন পছন্দের হয়ে যায়। এই যেমন ধরুন, মেয়েদের চাকরি করার বেলায়। পরের মেয়ে চাকরি করলে বলি ঘরের বউ বাইরে যেয়ে চাকরি করবে কেন? আবার নিজের মেয়ে বিসিএস পরীক্ষায় টিকলে ঠিকই খুশিতে পাড়ায় মিস্টি বিতরন করি। তখন মেয়েদের চাকরির থিউরি খাটে না। আবার সুদ-ঘুষের বেলায় অন্যের উপর যত ক্ষোভ ঝাড়ি। কিন্তু নিজে অইসব চাকরি পাওয়ার জন্য দিনের পর দিন কোচিং সেন্টারে দৌড় ঝাপ করি। আমাদের এই দ্বিমুখী আচরণ সত্যিই বড়ই আশ্চর্যের !!
কষ্ট করে পড়ার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
মায়াবী ঘাতক বলেছেন: হয়তো এই জন্যই আজ আমাদের এই অবস্থা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১,২ ভাবনার সাথে সহমত। তবে ৩ নং-এ ঘুষ এর সাথে কোচিং-এর তুলনা না দিয়ে ঘুষ দিয়ে সরকারী চাকুরি পাওয়ার চেষ্টার তুলনা করতে পারতেন। ধন্যবাদ...
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
মায়াবী ঘাতক বলেছেন: ঘুষ তো দিতেই হয়। এটা একটা অলিখিত নিয়ম হয়ে দাড়িয়েছে। তারপরেও এইসব চাকরি করার জন্য অন্য কোন চাকরি না খুঁজে ২/৩ বছর কোচিং করাটা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে। তাই বললাম। মন্তব্য 'র জন্য আপনাকেও ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: মন বিক্ষিপ্ত কেন?
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
মায়াবী ঘাতক বলেছেন: বিভিন্নও কারনে।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
৩নাম্বারটা আমরা বাঙালি বলেই করে থাকি
২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
মায়াবী ঘাতক বলেছেন: এই অবস্থা থেকে কি আমাদের কখনো মুক্তি হবে না??
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
৩ নং,
বাংগালীরা কোন সঠিক সংস্কৃতি ধারন করে না জাতি হিসেবে; বাংগালীদের কেহ বাংগালী সংস্কৃতি, কেহ আরবী সংস্কৃতি, কেহ পাকী সংস্কৃতি অনুসরণ করে চলছে, জগা খিঁচুড়ি