নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবী ঘাতক

আমার সম্পরকে কিছু লেখার জন্য সামুতে আসিনি। এসেছি নিজের চারপাশটাকে তুলে ধরতে।

মায়াবী ঘাতক › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো মনের বিক্ষিপ্ত কিছু ভাবনা। পর্ব-২

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

১. আমার জন্ম টা কি কোনো সফল স্বাধীন রাষ্ট্রে? নাকি আমাজনের মহাবনের চেয়েও অন্ধকার কোনো জঙ্গলে? ঠিক জানি না বা বুঝিনা, আপনারা বুঝালেও আমি বুঝবোনা। কারণ, আমার আমিতে চারদিকে তাকালে শুধু অন্ধকারাচ্ছন্ন জঙ্গল দেখতে পাই। জানেন তো, নোংরা প্রতিযোগিতার মাধ্যমে প্রতিনিয়ত আপনাকে আমাকে ‘অযোগ্য’ প্রমাণ করছে এই সোনার বাংলাদেশ বা তাঁর অবকাঠামোগত শাসন ব্যবস্থা।

২. ৫ বছর পর পর সরকার বলতে আমরা শুধু বুঝি নৌকা আর ধানের শীষ। আর তাঁরা বুঝে কীভাবে খুব ভালো করে স্বাধীনতার চেতনা বা ধর্মকে ব্যবহার করতে হয়। কিন্তু, কি তাঁদের দায়িত্ব? আমাদের এ ব্যর্থতার দায়ভার যে তাঁদের উপরেই বেশি বর্তায় তাঁরা এটা বুঝেও বুঝেনা, আবার অনেকে তো বুঝেই না। সরকারের উন্নতি বলতে আমরা বুঝি আমার অজপাড়া গ্রাম'টার এলোমেলো কাঁচা রাস্তাটার উপ্রে পিচ ঢেলে দেওয়া! এর বাহিরেও যে তাঁদের কাছ থেকে আমরা অনেক কিছুই ডিজার্ভ করি সেটাই আমরা জানিনা। নেতারা যেখানে হওয়ার কথা রক্ষক সেখানেই তাঁরা বনের বাঘের মত রাক্ষস!

৩. এদিকে আমরা, আমরাও কি কম মূর্খ? অনার্স মাস্টার্স শেষ করেও আমাদের মাঝে ম্যাচুউরিটির ভাব সৃষ্ট্রি হয়না ! গ্রাজুয়েশন কপ্লিট করার পরেও আমরা আওয়ামীলীগ বা বিএনপি নিয়ে একে অপরের ঘোর বিরোধীতায় মেতে উঠি। শুদ্ধ ভাবে ইংলিশ তো দূরেই থাক, বাংলা ভাষাটাও ঠিক মতো বলতে পারিনা আমরা! আমেরিকানরা বা চীনারা যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করেও তৃপ্তির শেষ ধার খুঁজে পায়না। অত্যন্ত লজ্জার বিষয় আমরা টাকা দিয়ে কিনে ব্যবহার করার মাঝেই অতি আত্মতৃপ্তি পাই। সব শেষে বলতেই হয়; “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!|-) |-)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

হাবিব বলেছেন:




১) আমাদের জন্ম স্বাধীন রাষ্ট্রে কিন্তু আমরা স্বাধীন নই।
২) এই দুই দল ছাড়া দেশ চালানোর মতো যোগ্য লোক নেই, অবশ্য ভালো লোক আছে। সব ভালো লোক সব কাজের জন্য পারফেক্ট নয়।

২) অনার্স মাস্টার্স করার পরেও যে আমরা আমাদের ইমম্যাচিউর ভাবতে পারি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার সাফল্য

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

মায়াবী ঘাতক বলেছেন: ঠিকই বলেছেন।

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

মাহমুদুর রহমান বলেছেন: তাহলে উপায়?

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

মায়াবী ঘাতক বলেছেন: উপায় তো আমারও জানা নেই ভাই।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

জাহিদ হাসান বলেছেন: আপনার কথার সাথে একমত পোষণ করছি। ৩ নাম্বার পয়েন্ট নিয়ে আমিও অনেক বার কথা বলেছি।




==================================
একদিন এই উগান্ডা ছেড়ে চলে যাবো বহুদূরে !
==================================

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

মায়াবী ঘাতক বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা দেশের সচেতন নাগরিকরা চান উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্যই আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে। পৃথিবীর বহু দেশে শেখ হাসিনার জয়জয়কার ধ্বনি শোনা যায়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি ও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

মায়াবী ঘাতক বলেছেন: হা হা হা হা হা হা।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওক্কে, আমি ভোটে খাড়াইলে আম্রে ভোট দিয়েন। :)

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

মায়াবী ঘাতক বলেছেন: কোন আসন থেকে দাঁড়াবেন তা তো বললেন না।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

করুণাধারা বলেছেন: ভাবনাগুলো বিক্ষিপ্ত এবং এলোমেলো, কিন্তু ভালো লেগেছে আমার।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

মায়াবী ঘাতক বলেছেন: ধন্যবাদ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোন কিছুরই পরিবর্তন হয় নি। খেলা একই আছে, খেলোয়াড় বদলেছে মাত্র।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

মায়াবী ঘাতক বলেছেন: ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.