![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।
ঢাকায় মাছের চাষ হয় না। কিন্তু ''মৎস্য ভবণ'' দখল করে আছে রমনার একটি এলাকা।
ঢাকার কোথাও ধান, গম, মুলা চাষ হয় না। কিন্তু ''খামার বাড়ি'' নামক বিশাল ভবণটি ফার্মগেটে বসে আছে।
একটা দেশে ৬৪ টি জেলা আছে।
সেই দেশের ৬৩ জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র ১টি জেলায়। ঢাকাতে।
যে মৎস্য ভবণ থাকার কথা চাঁদপুরে, সেটি ঢাকায়।
যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়।
চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে, চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায়।
গার্মেন্টসের মাল যায় জাহাজে। বন্দর চট্টগ্রামে অবস্থিত।
চট্টগ্রামে কয়টা গার্মেন্টস আছে? ঢাকা কি গার্মেন্টসেরও শহর নয়?
এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়।
আপনারা কেউ কেউ কেজরিওয়াল হতে চান, বুদ্ধি দেন, জোড় বিজোড় পদ্ধতিতে গাড়ি চালালে নাকি সব ঠিক হয়ে যাবে। ভাই, ও কেজরিওয়াল ভাই। একটা কথা বলি। যেভাবে ঢাকার মানুষ বাড়ছে, ঢাকার প্রতিষ্ঠান বাড়ছে, জোড় বিজোড় কেন, সিরিয়াল নম্বর ধরেও যদি গাড়ি চালান, তবুও যানজট কমবে না।
কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না।
তার চেয়ে পুরো বাংলাদেশের ৬৪ টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন। দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালবাসুন। উন্নয়ণের জোয়ার ভাটার খেলা কেবল এই ছোট্ট শহরে মধ্যে না চালিয়ে, সারা বাংলাদেশে চালান।
তাহলে দুটো জিনিস হবে।
১. পুরো বাংলাদেশে এগিয়ে যাবে।
২. ঢাকায় কোনো যানজট থাকবে না।
ঢাকার যানজট নিরসনের এটাই একমাত্র পদ্ধতি। একটু মাথা ঘামান।
মাথা কেবল চুল আচড়ানোর জন্য নয়। মাঝে মাঝে মাথা খাটিয়ে বুদ্ধি বের করতে হয়। ওটাই কিন্তু মাথার আসল কাজ। বুদ্ধি বের করা।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
মায়াবী ঘাতক বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
সিগন্যাস বলেছেন: মাথার চুল কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্নি থেকে মগজকে প্রটেকশন ও দেয়
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
মায়াবী ঘাতক বলেছেন: আপনি তো টাক মাথা ওয়ালাদের বিপদে ফেলে দিলেন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ যুক্তি! ভাল লেগেছে।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
মায়াবী ঘাতক বলেছেন: ধন্যবাদ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না।
.. আপনার মাথায় তো অনেক বুদ্ধি!!!
কথাগুলো ঠিক ভাই। ঢাকা কেন্দ্রিক হলে ঢাকার উন্নয়ন(!) হবে, দেশের কিছুই হবে না। কর্তৃপক্ষ এসব বুঝবে কবে??
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
মায়াবী ঘাতক বলেছেন: কর্তৃপক্ষ বুঝলেই আমাদের সবার জন্য মঙ্গল। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
প্রথমকথা বলেছেন: ভাল লিখেছেন। যদি প্রশাসন বুঝে তাহলে ব্যবস্থা নেবেন।
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮
মায়াবী ঘাতক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
আলাপচারী প্রহর বলেছেন: Good & Enough. Thanks
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
মায়াবী ঘাতক বলেছেন: Welcome.
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: হাহাহাহা.............খারাপ বলেন নি।
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
মায়াবী ঘাতক বলেছেন: অনেক দিন পর মনে হয় আপনাকে দেখলাম। মন্তব্য'র জন্য ধন্যবাদ।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
কাতিআশা বলেছেন: ভাল বলেছেন--ঢাকা কে বিকেনদ্রীকরন/ decentralized করতে হবে, আর সরকারের পাশে architect দেরও এগিয়ে আসতে হবে,--পরিশেষে বিল্ডিং কোড চালু/এনফোর্স করতে হবে।
ো
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
মায়াবী ঘাতক বলেছেন: আপনার কথাগুলয় যুক্তি আছে। কিন্তু কে করবে এইসব। সবাই তো নিজের আখের গোছাতে ব্যাস্ত। মন্তব্য'র জন্য ধন্যবাদ।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: নতুন কোনো বুদ্ধি আসে না তো!!!
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২
মায়াবী ঘাতক বলেছেন: পুরনো বুদ্ধিতেই কাজ হবে যদি সদিচ্ছা থাকে।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: Mostofa game
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩১
মায়াবী ঘাতক বলেছেন: আমার প্রিয় একটা গেম ছিল।
১১| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫
নতুন বলেছেন: সেটা করতে হলে আগে দেশের সব জেলার সাথে হাইওয়ে বানাতে হবে যাতে দ্রুত সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যায়।
তখন সময় বাচবে এবং খরচও কমবে।
মালোয়েশিয়াতে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজেই যাওয়াযায়। রাস্তা দেশের রক্তনালীর মতন।
০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩
মায়াবী ঘাতক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: এরশাদ সাহেব সমগ্র বাংলাদেশ নিয়ে ভেবেছিলেন তাকে শ্বৈরাচার করে ১৯৯০ এ হত্যা করা হয়েছে। আপনার নতুন কোনো পোষ্ট নেই কেনো?
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:২৫
মায়াবী ঘাতক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
আমি যে সামুতে আবার ফিরে আসতে পারবো তাআই কখনো ভাবিনি। দেশের বাইরে কিছুদিনের জন্য আসায় সামুতে লগিন করতে পেরেছি। আশা করি নতুন পোস্ট দিতে পারবো।
১৩| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন: পিসিতে FREE VPN সফটওয়্যার ইনষ্টল করে নিন।
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
মায়াবী ঘাতক বলেছেন: ঠিক আছে। দেশে গিয়ে তাই করে নিবো। তবে FREE VPN সফটওয়্যার ইনষ্টল করার নিয়মটা যদি পোস্ট করেন তাহলে খুব উপকৃত হব। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: বিস্তারিত তথ্য দেওয়া আছে
০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:০১
মায়াবী ঘাতক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।