নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবতী শৈলী

মায়া শৈলীর মায়া নগর

মায়াবতী শৈলী › বিস্তারিত পোস্টঃ

কাব্য (কবিতা)

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

কাব্যের মাঝে কাব্য তুমি
ভালোবাসার এক পবিত্র ভূমি।
মায়ার বাঁধনে জড়ানো মন
অপরূপ শৈলীতে এঁকেছ কখন?
তোমাতেই আমার কাব্যের রোধন
তুমি বিনে হয় কিকরে বোধন?
নিপিড়নে মানুষ যাতনা বিনে
কিকরে রোজ সুখ কিনে?
দেখিতে যদি চাও তুমি
ঘুরে আসো বাউন্ডুলের কাব্য ভূমি।


কাব্য মনের গহীন থেকে উঠে আসা এক ঝড়
কাব্য জীবনের না বলা কথার বলতে পারা অধর
কাব্য কেবল কাব্যের গুনে সমুদ্রে ভাসায় তরী
কাব্য আবার সময়ের তরে আকশে ওড়া ঘুড়ি


কাব্য হলো ফাল্গুনে কিশোরীর হাতের কাঁচ চুড়ি
কাব্য আবার-রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,
কাব্য হলো বইমেলার নব্য মলাটের ঘ্রাণ
কাব্য হলো তরুণ কবির স্বপ্নে রঙ্গিন প্রাণ ।

কাব্য আবার মায়াবতীর আপন শৈলীতে
আদ্র চোখে শীতার্তের পাশে দাঁড়ানোর আকুতিতে,
কাব্য আবার ধনীর সাথে গরীবের ভেদাভেদে
দিন শেষে ভেদাভেদ ভুলে হন্টন হাত রেখে হাতে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে।
আশা করি লেখালিখিটা কন্টিনিউয়াসলি করবেন।

ভালো থাকবেন। হ্যাপি ব্লগিং।

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪

মায়াবতী শৈলী বলেছেন: @দিশেহারা রাজপুত্র
ধন্যবাদ।আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.