![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি
গত কয়েকদিন থেকেই বঙবন্ধুর স্বাধীনতার ঘোষক এই নিয়া মিডিয়াগুলো ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।
আজ বিকালে বিএনপি ও ২৭ মার্চ উপলক্ষে এক বিশাল শো ডাউন দিল।
তাদের শ্লোগান "স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম"
আমি এই সম্পর্কে আজ পর্যন্ত যা জেনেছি বিভিন্ন উৎস থেকে
প্রকৃতপক্ষে ৭ ই মার্চ বঙবন্ধুর ভাষণই স্বাধীনতার ঘোষণা
আওয়ামীলীগের মতে ২৫ মার্চ রাতে ২৬ শে মার্চের শুরুতে নিজ বাসায় গ্রেফতার হওয়ার পূর্বে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছেন। আওয়ামীলীগের তথ্যমতে এর জন্য আগের দিন বুয়েট থেকে প্রকৌশলী এনে বাসায় ট্রান্সমিটার বসিয়েছিলেন। কিন্তু এর যতেস্ঠ তথ্য প্রমাণ নাই।
পরেরদিন ২৬শে মার্চ চট্টগ্রাম থেকে আওয়ামীলীগের এক নেতা বঙবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মাওলানা ভাসানীও মুক্তির ডাক দিয়েছিলেন। আশপাশ থেকে ও অনেক স্বাধীনতার ঘোষণা আসতেছিল নামে বেনামে।
তার পরেরদিন মেজর জিয়া কালুরঘাট থেকে প্রথমে নিজ নামে পরে বঙবন্ধুর পক্ষে স্বাধীনতার ডাক দেন। মেজর জিয়ার কণ্ঠের সেই ভাষণ বার বার সারা দেশে প্রচার হয়েছে তাই মানুষ শুনেছে জিয়ার ভাষন । জিয়ার ঘোষণা শুনেই মানুষ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়া নিজেও একদল দেশপ্রেমিক সৈনিক নিয়া মুক্তিযুদ্ধ শুরু করেন। কিন্তু মানুষের মনে ছিল বঙবন্ধুর চেতনা। মুজিবনগর সরকার ও বঙবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বঙবন্ধুই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
আসলে কে ঘোষক?
একটা উত্তর অবশ্য বলা যায়
বিএনপি ক্ষমতায় থাকলে জিয়া
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে শেখ মুজিব
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩২
মাইন রানা বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৮
রৌদ্র করোটি বলেছেন: ভাই, জটিল কইছেন
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
মাইন রানা বলেছেন: হুম ভাই আমরা আছি ঠেলায়
৩| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১২
রাজু রাজ বলেছেন: অামি
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
মাইন রানা বলেছেন: আপনিও একটা দল বানান
৪| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৩
স্বপ্নকথন বলেছেন: আমি এক্কেবারে সঠিক উত্তর জানি!!
তা হইলো- মিঃ রহমান।
এইটা যার যাকে ভাল্লাগে ভেবে নিবেন।
শেখ মুজিবুর রহমান///জিয়াউর রহমান
সঠিক উত্তুর- মিঃ রহমান।
ফাইনাল
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
মাইন রানা বলেছেন: হা হা হা হা
মি রহমান
৫| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৬
রৌদ্র করোটি বলেছেন: স্বপ্নকথন বলেছেন: আমি এক্কেবারে সঠিক উত্তর জানি!!
তা হইলো- মিঃ রহমান।
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
মাইন রানা বলেছেন:
৬| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২২
স্বপ্নকথন বলেছেন:
২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:০৩
মাইন রানা বলেছেন:
৭| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৪
স্বপ্নকথন বলেছেন: মিঃ রহমান জিন্দাবাদ........ জয় বাংলা ,জয় মিঃ রহমান
৮| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৪
স্বপ্নকথন বলেছেন: মিঃ রহমান জিন্দাবাদ........ জয় বাংলা ,জয় মিঃ রহমান
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
মাইন রানা বলেছেন: মি. রহমানের দলের নাম কি??
৯| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শেখ মুজিব ৭ই মার্চের ভাষণের শেষে বলেছিল "জিয়ে পাকিস্তান"(নির্মল সেন ৮ই মার্চ ২০১০, দৈনিক আমাদের সময়)। তাই ৭ই মার্চ হল ষ্ট্যান্ড বাই স্বাধীনতা ঘোষণা। পাকিরা মুজিবের দাবী মেনে নিলে আর যাই হৌক ৭১এ আমরা স্বাধীন হতাম না। কিন্তু জিয়াই পাকি কর্ণেল জুনজাওকে হত্যা করে কালুর ঘাট বেতার কেন্দ্র হতে ২৬শে মার্চ রাত ২টার পরে নিজের নামে স্বাধীনতার ঘোষণা দেন।
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪০
মাইন রানা বলেছেন: ৭ই মার্চের ভাষণের শেষে বলেছিল "জিয়ে পাকিস্তান" বলেছিলেন এটা কেঊ জানে না আর তখন দেশ মুক্ত হয়নাই
১০| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩২
রাজামশাই বলেছেন: স্বাধীনতাটা কার ?
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
মাইন রানা বলেছেন: যখন যে দল ক্ষমতায়!!!
কারন তারাইতো সব খায় আমাদের মত সাধারন জনগনের জন্য বাশ ছাড়া কিছু নাই
১১| ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪২
আতরআলী বলেছেন: স্বাধীনতার ঘোষক কে? এটা দরকার আওয়ামীলীগ আর বিএনপির। আপনার আমার কি দরকার? আমাদের স্বাধীনতার দরকার ছিলো, স্বাধীনতা পেয়েছি।
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫১
মাইন রানা বলেছেন:
আমাদের স্বাধীনতার দরকার ছিলো, স্বাধীনতা পেয়েছি
হায় হায় কি বলেন?? কেমনে পাইলেন??
চাকরী পেতে হলে তাদের দলের লোকেরা পায়। দামি গাড়িতে চরলে দেশের টাকায় তারা চড়ে, ভোগ বিলাস করলে তারা করে, রাস্তায় জ্যাম তৈরি করে খালি রাস্তায় তারা চরে, পাবলিকের টিন, কম্বল, টাকা চুরি করে তারা সম্পদের পাহাড় গড়ে।
আমরাতো খেতে পাই না! ৪০ সিটের গাড়িতে ৪০০ জন মিলে ৩০ মিনিটের পথ ৩ ঘণ্টায় তো আমরা যাই, বাজারে গিয়ে প্রতিদিন একসের চালও কিনার সাহস হয়না!! রাস্তায় মানুষ ঘুমায়, কৃষকরা হাহাকার করে....
আমরা কি আসলেই স্বাধীনতা পেয়েছি??
১২| ২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া বৃটেনে চইলা আসছি, যে কথা কইলেন ৩০ মিনিটের পথ ৩ ঘন্টা লাগে! বাংলাদেশ আগাবে কি করে?
২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:১৮
মাইন রানা বলেছেন: জি ভাইসাব সিএনজিতে উঠলে ৫০ টাকার ভারা চায় ২০০ টাকা, রিক্সাওয়ালারাও ৩ গুন ভারা ভারা নেয় শুধু জ্যামের কারনে!!
তারা বলে জ্যামের কারনে তারাও গরীব হয়ে যাচ্ছে!!
আমারদের দিনের অর্ধেক সময় যায় রাস্তায়
১৩| ২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:০৯
আতিক আহমেদ চোধু্রী বলেছেন: ভাই সাধীনতা তা হইচে তাদের নিজ়েদের জন্য আমাদের জন্য না।আমরা ত আগে যেমন সিলাম একন তেমন আসি।আর কত দিন যে থাকব সেটাই হল বেপার।
২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:২০
মাইন রানা বলেছেন: সহমত
খাটি কথা বলেছেন ভাইসাহেব!!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৫
সমাধানদাতা বলেছেন: হুমমম