![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি
এই তিনটি নিস্পাপ সুন্দর বাঘ শিশু কি অপরাধ করেছে যে তাঁদের চিরদিনের জন্য জেলে বা কারাগারের মতো খাঁচায় বন্দী জীবন কাটাতে হচ্ছে?? এর জবাব কে দিবে??
আপনার ছোট শিশু সন্তান বা ভাই বোনের মতো তারাও তাঁদের বাড়ি সুন্দরবনে মায়ের সাথে সুন্দর সুখে জীবন যাপন করছিল। কিছু পাষণ্ড নিষ্ঠুর লুটেরার দল মায়ের বুক খালি করে একদম ফুটফুটে শিশু অবস্থায় তাঁদের অপহরণ করে।
যারা এই জগন্য অপকর্মের সাথে জড়িত ছিল তাঁদের কিছু হয় নাই। তারা রাজার মতোই আছে কিন্তু সেই কুলাঙ্গার মানুষের আপরাধের সাজা ভোগ করছে এই নিষ্পাপ শিশুরাই। সারা জীবন খাঁচায় আটকে থেকে পাপিষ্ট মানুষের পাপের সাজা ভোগ করবে এই শিশুরা।
চিৎকার করে আজ খুব জানতে ইচ্ছা করে মানুষ কাকে বলে???
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
মাইন রানা বলেছেন: এগুলি আর কোনদিন ছাড়া হবে না। যদি ছাড়াও হয় সেটা হবে তাঁদের ফাঁসি দিয়ে হত্যা করার মতো। কারণ বন্যপ্রাণী বনের পরিবেশে বড় হয়ে বাচতে শিখে, মায়ের কাছ থেকে শিকার করা শিখে, খাবার ধরতে শিখে। কঠিন পরিবেশে সংগ্রাম করতে শিখে।
খাচার মানুষের দেওয়া খাবার খেয়ে বড় হলে তাঁদের আর বলে ছাড়া যায় না। যেদিন ছারবে সেদিনই তাঁদের শিয়াল, কুকুর মেরে খেয়ে ফেলবে।
তবে বনের পরিবেশে তাঁদের প্রশিক্ষণ দিয়ে ছাড়া যায়। কিন্তু সেই রকম একটা সেন্টার তৈরি করা বাংলাদেশের পক্ষে আগামী ১০০ বছরে সম্ভব কিনা জানি না
২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
তন্ময় চক্রবর্তী বলেছেন: চিড়িয়াখানার প্রয়োজনীয়তা অবশ্যই আছে কিন্তু তা যদি প্রাণীর প্রতি নির্মমতার কারণ হয়ে দাঁড়ায় তবে তা সমর্থনযোগ্য নয়। একেতো মানুষ এই প্রানীকূলের উপর নানাভাবে নির্ভরশীল, তার উপর আবার এদের ওপর হাসিমুখে নির্যাতনও করে, পাশবিক ব্যাপার। মানুষের ওষুধ পরীক্ষা করবার জন্য পর্যন্ত বানর, গিনিপীগ, খরগোশ, ইঁদুর এসব প্রাণীকে পরীক্ষাগারে মৃত্যুবরণ করা লাগে। মানুষ মহান, তবে এই মহত্ব অর্জনের ইতিহাস, অনেক কঠিন অনেক রূঢ়। হয়তোবা এই জন্যই "রাজা" হবার জন্য রাজনীতি জানতে হয় যা মোটেও সাধারণ আবেগ দিয়ে নির্ধারণ করা সম্ভব না।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
সাদা কলো বলেছেন: হয়ত বাচ্চা বলেই সুন্দরবনে ছাড়া হচ্ছে না। আশা করব এগুলাকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হোক।