![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন আগে মানিকগঞ্জ প্রাইমারী স্কুলের শিক্ষকদের সাথে নরসিংদী যাওয়া হয় পিকনিকে হাইেটক পার্ক দেখবো সেখানেই স্বাক্ষাত হয়.হা হা হা এর সাথে । একটি লোক এক.চেয়ারে বসা আর সেই চেয়ার ৯০ ডিগ্রী এনগেলে ঘুরছে । আর লোকটা সারাদিন হা হা হা করে হাসতেছে । আমি প্রথমে ভেবেছিলাম ভুতের ঘরে মনে হয় জোকাররা এরকম করছে পরে দেখি চেয়ারে বসা এক.পুতুল এই শব্দ করছে।সবচেয়ে আশ্চর্যের ব্যাপার পুতুলটা যখন ৯০ ডিগ্রীতে পৌছায় তখন সে মাথা নত করে ।আবার যখন ৯০ ডিগ্রী ক্রস করে তখন আবার হাসি।।আসলে হাসিটা তার নকল।কোন মানুষ হাহাহা হাসতে পারেনা।হাহাহা মুলত কোন হাসির সংগায় পরেনা । এটা মানুষের ভিতরের কান্নার বা ঘৃনার বহিপ্রকাশ ।
©somewhere in net ltd.