নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ইদানিং কিছু সমস্যা ও একটা গল্প

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৫৫

১) গত কিছুদিন ধরে ট্রাফিক পুলিশের ভুমিকা রাস্তায় একেবারেই নেই বললেই চলে,গাড়ি গৃলো যে যে যার মত ঊল্টো পথে চলছে,গাড়ির কালো ধোয়া বের হচ্ছে,তীব্র যানজট,অথচ বলার কেঊ নেই। হঠাত ট্রাফিক পুলিশ্ উধাও।ব্যাপারটা বোধগম্য হলোনা।

২)এক লোক এক অফিসে চাকরি করতো । লোকটার বাড়ি অনেক দুরে।পড়ালেখা করে চাকরিতে ঢুকেছে। অফিস তাকে নাজানায় আরেকজনকে নিয়েছে।
নিয়ম অনুযায়ী কারো অধীনে বা কারো ডিপার্টমেন্টে লোক নিলে তাকে জানাতে হ্‌য় ।
প্রথম লোককে যেহেতু ব্যাপারটা নাজানায় করা হল তাই সে দ্বিতীয় লোককে নিলোনা আর নিলেও দ্বিতীয় লোক তা অস্বীকার করলো।প্রথম লোক ক্ষেপে গেল।দ্বিতীয় জন তার লাভের জন্য মালিকের,রাজনৈতিক দলের কাছে বিচার দিল।বউ বাচ্চার কাছে বিচার দিল।সবাই মনে করলো প্রথম লোক তো সতিই খারাপ।মালিক,দল,বউ,বাচ্চা সব তার পিছনে লাগলো। সে হয়ে গেলো নেতা, তার বউ হল নেত্রী ,আর তার ছেলে হল ভবিষ্যত নেতা। হা হা হা ।

প্রথম লোকটার কি দোষ।

দোষটা ছিল ব্লগে।যা হোক আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.