নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is a game and \"HE\" is the gambler.

মোঃ মােজদুল ইসলাম

কীট

মোঃ মােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ওদের কিসের এত তথ্য দরকার????

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

অামি খুবই সাধারণ একজন মানুষ, খুব সাধারণ ভাবেই চলাফেরা করি। অর্থ নাই, বাসে চড়ে যাই। ব্লগিং করতাম অনেক আগে। এই এতটুকুতেই ওরা আমাকে নজরবন্দী করে রেখেছে।

ওরা আমার খবর যা রাখে আর মানুষের কাছে প্রকাশ করে আর যে তথ্য ওদের দরকার:
০১। আমার সেক্স এর খবর (কাজটা মুলত শয়তানের)।
০২। কোন অচেনা নারীর সাথে খারাপ কিছু করলাম কিনা।
০৩। আমি কি বলছি, কেন বলছি।
০৪। আমি কেমনে চলছি।
০৫। আমার কার কার সাথে সম্পর্ক খারাপ, তাদের সাথে যোগাযোগ করে আমার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা।
০৬। আমি অফিসের কোন টাকা চুরি করলাম কিনা।
০৭। আমি কম খেলাম নাকি বেশি খেলাম, কেন খেলাম, একা খেলাম কেন, পরিবারকে মনে পড়েনা কেন।
০৮।অফিসে আমার পাশে যে কুকুরটা বসে তাকে মনে পড়েনা কেন। কুকুর আমার সাথে বসে বলে কুকুর আমার সাথে সবখানে বসবে।
০৯। আর যে যে কুকুর আমার সাথে চলাফেরা করে তারা সারাদিন রাত আমার সাথে সেভাবেই চলবে।
১০। আমার কোন কিছুর উত্তর না পেলে একটা কিছু বানায় বললেই চলে। এতে আমার কি হল বা আমার কি মত তা জানার দরকার নেই।
১১। কারো সাথে রাগ হলে বাসের পিছের সিটে বসে আমার মাথায় বাড়ী দেওয়া অথবা অন্যভাবে হ্যনস্থা করা।
১২। বাসে যদি দুজন উঠেছে তবে আমার সিটের পাশে দাড়ায় থাকবে। যাতে আমরা দুজন উঠে তাদেরকে সিট দেই।
১৩। বেকাররা আমার চাকরি টা নিবে এতে করে তাদের বেকার সমস্যা দুর হবে। কিন্তু কয়জন আমার চাকরিটা করবে। কোন এক কুকুর তো তার ছেলেটাকে পড়ালেখা বাদ দিয়ে আমার চাকরি করাবে বলে ঠিক করে রেখেছে। যোগ্য হোক আর না হোক।


ওদের কথা আমার বিচার বা শাষ্তি তারাই দিবে তবে আমার কোন কথা তারা শুনবে না। তাদের যা মনে চায় তাই।


আমার কথা হচ্ছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নই বা কোন এমপি ও নই তবে আমার সাথে লেগে থাকার দরকারটা কি? কেন, সামনে আস , কি তথ্য দরকার আমিই প্রতিদিন দিচ্ছি।

তবে কেন এই অত্যাচার?

আমাকে দেখলেই কেন তাদের পাছায় গুড়া কৃমি কামড় দেয়।
আইয়ুব বাচ্চু বলেছিল আর গান করবো না। বাংলাদেশের কোন মানুষটাকে আপনারা ভালো রেখেছেন বলেন।

ধরলাম চাকুরী ছেড়ে বাড়ীতে থাকলাম তবে আমার পেটে খাবার দেবে কে, নাকি অন্যদের মত আমিও না খেয়ে মরবো।

কি মানুষ মনে হয় না নাকি। আমাদের বাচার অধিকার নাই।

কুকুররা সর আমার কাছ থেকে। নিজের বউ বাচ্চার , বাবা, মা ,সম্পদ এর খবর নে কাজে লাগবে।

মানুষরুপী কুকুর হইসনা। মরব আমিও তুইও মরবি। মরণ সবারই নিশ্চিত।

হযরত মোহাম্মদ সাঃ বলেছিলেন " ইহাদের ঞান দাও প্রভু , ইহাদের ক্ষমা কর" আল্লাহ আপনাদের ও ক্ষমা করুক আমাকেও করুক।





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই ওরা টা কারা ?

লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্যপানে এগিয়ে
যান, কোন বাধা আপনাকে আটকাতে
পারবেনা; কোন সমস্যা আপনাকে
আটকাতে পারবে না,

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

নতুন বলেছেন: আত্নবিশ্বাসী হউন... প্রতিবাদ করুন...

দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম....

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

তারেক ফাহিম বলেছেন: লক্ষ্যতে অটুট থাকুন,
নিজের গতিতে চলার চেষ্টা করুন, অন্য কী বলল তা নিয়ে ভাববার নয়, তার কথাতো অযৌক্তিকও হতে পারে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

ভুয়া মফিজ বলেছেন: বিষয়টা ঠিক পরিস্কার না ভাউ!

৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: ওরা আমার ভাই, ওরাই আমার আপনজন । একজন বলেছিলেন "আমি কুকুর , আর আপনি আমার বাপ মা"। এইটা ঠিক তেমনই। সমস্যাটা হচ্ছে ওরা যে দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখে আমি সে চোখে দেখিনা। দোষটা আমার। তাদের না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.