নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

রমজান-বিদায়ঃ ইফতার রাজনীতির অবসান।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

পবিত্র রমজান মাস হচ্ছে আত্মসংযমের মাস। দীর্ঘ একমাস সময় রোজা পালনের মধ্য দিয়ে ঈমানদার মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের উপায় খুজে। সূর্য্যোদয় থেকে সূর্য্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, লোভ-লালসা, কাম প্রভৃতি থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা পালন। ছেহরী খাওয়া ও ইফতার করা হচ্ছে রোজাদারদের অন্যতম শর্ত। কিন্তু আজ-কাল রমজানে ইফতার খাওয়া রাজনীতির অন্যতম হাতিয়ার হয়ে গেছে। বিভিন্ন সমাজ-সেবী সংস্থা, মন্ত্রী-আমলা সবাই রমজানের ইফতার রাজনীতির সংগে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে পড়েছে। তারা জানে সস্তা-রাজনীতিতে ইফতার-পার্টি অন্যতম ভূমিকা পালন করতে পারে। বলা বাহুল্য, ইফতার খাওয়ার রেওয়াজ প্রচলিত হয়েছে কেবল রোজাদারদের মধ্যে। অথচ, আজকাল সে নিয়ম গিয়ে ঠেকেছে বে-রোজাদারদের গণ্ডি পর্যন্ত। ভিন্ন ধর্মী মন্ত্রী-আমলারা রাজনৈতিক ফায়দা তুলতে পালি-নেতাদের সহযোগে বিভিন্ন ইফতার পার্টির আয়োজন করে থাকে। সেসব অনুষ্ঠানে উপস্থিত রোজাদারদের মধ্যে মিঠাই ও নামী-দামী খাওয়ার বিতরন করে মহান আল্লাহর দরবারে কৃত-কর্মের জন্য ক্ষমা চেয়ে দোওয়া করার পরিবর্তে ইফতার পার্টিতে রোজাদেরদের শুনানো হয় রাজনীতির তোতার-বুলি। এখন মানুষ রোজা পালন করে আল্লাহকে স্মরন করার পরিবর্তে কোন ইফতার পার্টিতে কবে, কখন এবং কোথায় কোন মহা-মন্ত্রী যোগ দিচ্ছেন তা-ই যেন তছবী দানায় প্রতিনিয়ত গুনছে। পালা-বদলের সময় দোর-গোড়ায় উপবিষ্ট। আমাদেরকে ইফতার রাজনীতির অবসান ঘটাতে হবে। ইফতার পার্টিতে কোন অ-রোজাদার মন্ত্রী-আমলার যোগদান বারন করতে হবে। বারন করতে হবে মেকী রোজাদারকেও। তবেই তো আল্লাহ প্রদত্ত রোজা, ইফতার ও ছেহরী খাওয়ার প্রকৃত স্বাদ আমরা উপলব্ধি করতে পারব। তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, অজানা পথের পাথেয় বৈ-কি!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

এম বি ফয়েজ বলেছেন: আল্লাহর কাছে ধর্ম নিয়ে রাজনীতি চলে না; বরং ধর্মীয় রাজনীতি আল্লাহর পছন্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.