![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালোবাসি আগুন ঝড়া ফাগুন
মায়ের বুকে মাথা রেখে মা বলার জন্য-
ভালোবাসি আমি রক্ত বীজ।
তোমার পাশে হয়তো আসবোনা-
হাটবোনা পল্লীর কাঁচা পথ ধরে
হয়তো কেউ পিছন তাকিয়ে বলবেনা-
মানিয়েছে বেশ!
এগুলো চিন্তা করার সময় নাই।
ফেব্রুয়ারী পর যুদ্ধে যেতে হবে
নয় মাস তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে।
জানুয়ারীতে আবার হাত ধরে বলবো
ঐ পলাশ গাছের নিচে চলো,প্লিজ
এক মাস কী এতোই কম সময়?
দীর্ঘ প্রতীক্ষার পর!
তাহলে, আমাকে কেউ ভালোবাসবে না!!!!!!!!!!!!!!!!!!!!
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
বায়জিদ আহমেদ বলেছেন: দারুন কবিতা
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২
এম বি রশিদ বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার ব্লগের গুরু এমএজি তালুকদার ভাইকে। যার প্রেরনা আমার মাঝে কাজ করে সবসময়ই
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
এম.এ.জি তালুকদার বলেছেন: রশীদ ভাই, একেবারে গুরু বানিয়ে নিলেন। আমি ওতো বড় কেউ না।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
এম.এ.জি তালুকদার বলেছেন: অনবদ্য কবিতার জন্য আপনাকে ধন্যবাদ।