নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

ইঁদুর সমাজ :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

“তুমি কেমন আছো প্রিয় ইঁদুরছানা ইনা?” জানতে চাইলো বিড়ালছানা।



“আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না?” বললো ইনা।



“আরে, তুমি আমাকে চিনতে পারলে না? কি অবাক কাণ্ড দেখ! অথচ আমরা এতদিন ধরে একই বাড়িতে বসবাস করে আসছি। আমি হলাম এই বাড়ির হুলো বিড়ালের একমাত্র পুত্র- তপু। আর তুমি আমাকে চিনতে পারছ না? অথচ আমি তোমাকে চিনি।” বিড়ালছানা তপু ইনাকে বললো।”



“ও আচ্ছা, তা হলে তুমিই সেই তপু?” বললো ইনা।



“তার মানে?” তপু জানতে চাইলে ইনার কাছে।



“মানেটা খুব সহজ। আমার মা আমাকে তোমার বিষয়ে আগেই সাবধান করেছেন। তিনি বলেছেন, ‘তুমি খুব দুষ্ট আর হিংস্র। তোমার থেকে যেন সব সময় দূরত্ব বজায় রেখে চলি।” বললো ইনা।

“তুমি এভাবে বলতে পারো না ইনা। আমি তোমার কথায় খুব কষ্ট পেলাম।” তপু বললো ইনাকে।

ইনা বললো, “তাই নাকি? তোমাদেরও তাহলে কষ্টবোধ আছে? তবে শোন, তুমি আমাকে বিরক্ত না করলেই আমি বরং খুশি হবো। তোমার সাথে কথা বলার আমার আদৌ কোন ইচ্ছে নেই। দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও।”

“আমার মনে হচ্ছে তোমার মা বড্ড সেকেলে। তিনি তোমাকে স্বাধীনভাবে চলতে দিতে চান না বলেই অন্যদের সম্পর্কে তোমার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন। এটা বড় অন্যায়। যদিও তুমি আমার সম্পর্কে তোমার মায়ের কাছ থেকে যা জেনেছ তা ঠিক না। আধুনিক যুগে এ ধরণের কথাবার্তা বড্ড বেমানান। তুমি খুব ভালো, বুদ্ধিমতী আর যথেষ্ট সুন্দরী। আমি জানি তুমি খুব ভালো গাইতেও পারো। তোমার উচিত অবাধ স্বাধীনতা ভোগ করা। জীবন তো আমাদের একটাই নাকি? চলো সব কথা বাদ দিয়ে আমরা আজ কোথাও বেড়াতে যাই। তোমাকে টাকা পয়সা নিয়ে একদম ভাবতে হবে না।” খুব ভাব নিয়ে কথাগুলো বললো তপু। সে একটু থেমে আবারো বললো, “ইশ! তোমার মতো সুন্দরী যদি এ বাড়িতে দ্বিতীয়টি কেউ থাকতো তবে আমি এই অপমান সহ্য করতাম না। তোমাকে আমি খুব ভালবাসি। তাই তোমার কথায় আমি রাগ করতে পারি না।”



তপুর কথা শুনে ইনা হেসে ফেললো। তারপর বললো, “আমি তোমার কথা শুনে মোটেও অবাক হচ্ছি না। আমরা জানি যে, তুমি এর আগেও এ ধরণের কথাবার্তা অনেককেই বলেছ। আর যারা তোমাকে বিশ্বাস করেছে তাদের জীবনের ক্ষতিসাধনও করেছে। কত ইঁদুরীকে যে তুমি খেয়ে ফেলেছ তা অনেকেই জানে না। আমরা এখনো তাদের জন্য শোক বহন করছি। এবার তুমি অবাধ স্বাধীনতার অজুহাতে আমাকে পটাতে এসেছ। তুমি যথেষ্ট রসিক হলেও বড্ড বোকা বিড়াল। সবাইকে এক করে দেখতে গেলে কখন না জানি তুমি নিজেই বিপদে পড়ে যাও।”

প্রিয় ইনা, “তুমি আমাকে ভুল বুঝো না। এসব অভিযোগ সব মিথ্যা। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করার জন্য আমার নামে এসব বদনাম রটানো হচ্ছে। তুমি ইচ্ছা করলে আমার খুব ভালো বন্ধু হতে পারো। তুমি কিছুদিন পরে নিজেই বুঝতে পারবে যে, আমার নামে কতটা মিথ্যা বদনাম রটানো হয়েছে সমাজে।”



“আমি আমার মাকে খুব বিশ্বাস করি। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। আর আমার মায়ের চেয়ে আমার কাছে আমার প্রিয় ও বিশ্বস্থ কে হতে পারে? তিনি আমাকে এমনই বলেছিলেন যে, তোমার কোন মান অপমান বোধ নেই। তুমি খুব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে গণ্ডির বাইরে নিতে পারলেই আমাকে ভক্ষণ করবে। আমি কক্ষণো তোমাকে বিশ্বাস করবো না। আমাকে আমার গণ্ডির ভিতরেই থাকতে দাও। আমরা জানি যে, সব বিড়ালের স্বভাবই এক। তারা ভণ্ড আর প্রতারক। তারা ইঁদুরদের সর্বনাশ করার জন্য সব সময় সুবর্ণ সুযোগের অপেক্ষা করে।আর মিষ্টি মিষ্টি কথা বলে থাকে।” বললো ইনা।

তপু বললো ইনা, “তুমি কী জানো যে, ‘তোমার মা কিছুক্ষণ আগে একটা ফাঁদে আটকা পড়েছিলেন। আর আমিই তাকে ফাঁদ থেকে মুক্ত করে হাসপাতালে রেখে এসেছি। আমার মনে হয় তাকে তোমার দেখতে যাওয়াটাও উচিত হবে। আমি অবশ্য তোমাকে এই কষ্টের সংবাদটা দিতে চাই নি। চেয়েছিলাম তোমার মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাকে সঙ্গ দিয়ে যাব। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না। ওহ! আসলে আমি কী বোকা! এই কথাটা তোমাকে আমার আগেই বলা উচিত ছিলো। তুমি এখন ভেবে দেখ, আমার সাথে তুমি তোমার মাকে দেখতে যেতে চাও কি না?”



ইনা বললো, “তাই নাকি? তুমি তো খুব সুন্দর করে কথার ফাঁদ পাততে পারো। ধন্যবাদ তোমাকে। আজ তুমি ব্যর্থ হলে তপু। তুমি যত চেষ্টাই করো না কেন, আমি কক্ষণো আমার গণ্ডির বাইরে যাব না। যারা তোমাদের কথা বিশ্বাস করে নিজের গণ্ডি ত্যাগ করে তারাই তোমাদের পাতা ফাঁদে আটকে পড়ে। আর আমি জানি যে, আমি যতদিন আমার মা-বাবার কথামতো চলবো আর নিজের গণ্ডির ভিতরে থাকবো ততদিন আমার কোন বিপদই হবে না। আমার মা বলেছেন, যাচাই না করে কারো কথা যেন বিশ্বাস না করি। আর তুমিও জানো না যে, আমার মা এখনো ঘরেই আছেন। তুমি এখন যেতে পারে তপু।”

তপু কোনভাবেই ইনাকে তার গন্ডিচ্যুত করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেল। আর যাওয়ার সময় বলে গেল, “ইনা তুমিও তোমার মায়ের মতো বড্ড সেকেলে। তোমাদের জন্যই ইঁদুর সমাজ আজও এতটা পিছিয়ে আছে।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.