নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

ফেছবুক এর লাইক কি আসলেই পছন্দের প্রকাশ??

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৯



ফেছবুক এর কোন স্ট্যাটাস,ছবি,ভিডিও ও অন্যান্য জিনিস ভাল লাগলে টা লাইক দেওয়ার মাধ্যমে অন্যদের জানানো যায়।কিন্তু ভার্চুয়াল মাধ্যমে এই লাইক কি

আসলেই মানুষের পছন্দ প্রকাশ করে?ফেছবুক এ কিছু পছন্দ হলে লাইক দেওয়া হয় ।আবার ইদানীং দেখা যাচ্ছে অনেকে লাইক মানুষ দেখানোর জন্য দিয়ে থাকে!!

কথা টি অপ্রিয় হইলেও সত্যি।আসলে ফেছবুক এর লাইক বাস্তব পছন্দ প্রকাশ করে না!

বিষয়টি নিয়ে এবার রীতিমতো গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্রে। অনলাইন কার্যক্রম নিয়ে সবচেয়ে বড় গবেষণা বলে একে দাবি করা হচ্ছে। সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক কেভিন লুইস ও তাঁর সহযোগীরা এক গবেষণার ভিত্তিতে বলছেন, ফেসবুকের ‘লাইক’ আসলে কোনো ধরনের বাস্তব পছন্দ বা অঙ্গীকার প্রকাশ করে না।

ফেসবুকে সেভ দারফুর নামের একটি আন্দোলন কর্মসূচির পাতার (পেজ) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকেরা ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত ১২ লাখ ‘লাইক’ দেখতে পান। ওই আন্দোলনে প্রচুর পরিমাণে লোকদেখানো সমর্থন থাকলেও প্রতিটি ‘লাইকের’ বিনিময়ে সংগৃহীত অর্থ সহায়তার পরিমাণ ছিল মাত্র আট সেন্ট। সেই তুলনায় সরাসরি ই-মেইল যোগাযোগের মাধ্যমে অর্জিত সহায়তার পরিমাণ ছিল অনেক বেশি। সেভ দারফুরের জন্য কেবল ২০০৮ সালেই মেইল যোগাযোগের মাধ্যমে ১০ লাখ ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছিল।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী জেইনেপ টুফেকি বলেন, অনলাইন প্রচার কার্যক্রমে অনেক দূরের কোনো দেশের জন্য দাতব্য প্রচারাভিযান কতটা সফল হয়, সে সম্পর্কে বাস্তব ধারণা দিতে গবেষণাটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষকেরা স্পষ্টভাবে দেখিয়েছেন, এ ধরনের উদ্যোগ খুব একটা সফল হয় না।

২০১১ সালে মিসরের গণ-আন্দোলন নিয়েও গবেষণা করেন টুফেকি। এতে তিনি ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সিদ্ধান্তে পৌঁছান। তাঁর মতে, ফেসবুকের মাধ্যমে ব্যক্তিপর্যায়ে যোগাযোগের মাধ্যমেই জনগণ ওই আন্দোলনের প্রকৃতি সম্পর্কে জানতে পারে। তাই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অংশগ্রহণ ছিল অনেক কিছুর নির্ধারক। তবে ফেসবুকে প্রতিটি ‘লাইক’ সমান গুরুত্ব বহন করে না। ব্যক্তিগত আগ্রহের বাইরেও অনেকে অনলাইনে অচেনা বিষয়ে শুধু লোকদেখানো সংহতি প্রকাশ করতে ‘লাইক’ ক্লিক করেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫

রাসেলহাসান বলেছেন: "ফেছবুক" নাকি "ফেসবুক" ? :D

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯

আকাশ১৩ বলেছেন: ফেস টা খারাপ তাই ফেছবুক ই থাকবে ;) ;)

২| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

সাদা মনের মানুষ বলেছেন:

৩| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

হেডস্যার বলেছেন:

৪| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: ফেসবুকের লাইক হলো অকাজের ফসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.