নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসিন

আকাশ১৩

শান্ত ভাবে থাকতে ভালোবাসি।

আকাশ১৩ › বিস্তারিত পোস্টঃ

___আসুন পাল্টাই মেয়েদের প্রতি দৃষ্টি ভঙ্গি___

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

আমাদের সমাজ বেবস্থা একদম অন্য রকম।যখন একটি শিশু জন্ম গ্রহন করে তখন সবার আগে দেখা হয় বাচ্চাটি ছেলে না মেয়ে!যদি মেয়ে হয় তবে সবার মুখ কালো ছাই এর মত হয়ে যায় আর যদি ছেলে হয় তবে তো আর কথাই নাই!!!মিষ্টির বণ্টন অনেক পরিমাণ বেড়ে যায়।
তারপর বাচ্চাটি যখন আসতে আসতে বড় হয় তখন মেয়ে হইলে অন্য চোখে দেখা হয় আবার ছেলে হইলে অন্য চোখে।এইভাবেই চলতে থাকে।আমাদের সমাজে কখনো এইভাবে দেখা হয় না যে সে একজন মানুষ দেখা হয় সে একজন ছেলে বা মেয়ে!!!ছেলে বা মেয়ে ভেবেই তারা বড় হতে থাকে।
ছেলে মানে এই নয় যে মেয়েদের কে ছোট করে দেখা ।যে অন্য জন কে সম্মান দিতে পারে আমার কাছে সেই প্রকৃত মানুষ।সেই প্রকৃত পুরুষ মানুষ।পুরুষ মানুষ মানে এই নয় যে মেয়ে কে দমিয়ে রাখা।
আমরা জানি ছেলে মেয়ে সমান অধিকার।কিন্তু আমাদের সমাজ বেবস্থাই এই সমান অধিকার কতটুকুই বা মানা হয়!
পুরুষ মানুষ মানে এই নয় যে মেয়েদের কে ছোট করে দেখা।
প্রত্যেকটি ছেলে মানুষ যদি প্রত্যেকটি মেয়ে কে সম্মান দিতে পারে তবে হইত আমাদের সমাজ পাল্টে যাবে।আমাদের উচিত একজন মেয়ে কে মেয়ে না ভেবে একজন মানুষ ভাবা।
আসুন সবাই মিলে একটি বার আমরা করে দেখি।মনে রাখবেন -
অসম্ভব বলে কিছু নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: আগে এই "বেবস্থা" পাল্টাতে হবে, তারপর অন্য কথা!!

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

ঢাকাবাসী বলেছেন: লিখেছেন যা লিখেছেন তবে আপনার বাংলা বানানের অবস্হা খুবই খারাপ। আরো পড়াশুনা করুণ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

ডার্ক ম্যান বলেছেন: মেয়েদেরকে সবসময় সম্মানের চোখেই দেখি।
তবে কিছু মেয়ে সে সম্মানটা ধরে রাখতে পারে না, তাই তাদের প্রাপ্য পুরস্কার দিতে ভূল করি না।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০২

বিআরজি বলেছেন: রাসিন- কথাগুলো ভালো
আপনার লেখার পক্ষে অনেক যুক্তি দেখাতে পারবেন আপনি।
তবে মানসিকতা শুধা পুরুষদের কেই নয় মেয়েদের ও পরিবর্তন করতে হবে।
উদাহরন স্বরুপ কিছু কথা বলি।

যদি আপনি ঢাকার বাস গুলোতে উঠে থাকেন তবে দেখবেন। বাসের ভিতরের দিকে মেয়েগুলো বসে, জানালার পাশের সিটটি ফাঁকা রেখে এটা কেন ? এর উত্তর আপনার কাছে নিশ্চই আছে ?

আবার দেখবেন কিছু বাসে প্রথম ৩টি সিট ফাঁকা রাখতে হয় মেয়েদের জন্য। বাসের অনান্যা সিটে ও মেয়েরা বসে। কিন্তু ঐই ৩সিটে যদি কোন পুরুষ বসে তাহলেই শুরু হয়ে যায় মহা ধামাকা। এটা কেন ?


বাসের কাউন্টারে লাইনে দারিয়ে আপনারা বলেন- ভাইয়া আমিতো মেয়ে মানুষ আমাকে কি আগে যেতে দিবেন ?

স্কুল লাইফ থেকে যে পরিমান উপবৃত্তির টাকা আপনারা নিয়েছেন। তা কি ফিরিয়ে দিবেন ?

আমরা এই ঘটনা অনেক দেখেছি একটি বাসে একজন পুরুষ মানুষ তার বসার যায়গা ছেড়ে দিয়েছে একজন নারীকে। কিন্তু কতবার কে দেখেছে যে, একজন নারী তার বসার সিট ছেড়ে দিয়েছে একজন পুরুষ কে। কারণ নারীই মানে সে দূর্বল

মূল কথা হচ্ছে প্রথমে আপনি বদলান বাকিরা অবশ্যই বদলে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.