নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“A valuable man is more important than a successful man

মো আলমগীর হাসান কাজল

♩♩জীবনে ত্যাগ থাকা ভালো তবে তা যেন অর্থবহ হয় _ মিল্টন

মো আলমগীর হাসান কাজল › বিস্তারিত পোস্টঃ

§এক বড় ভাইয়ের পাত্রী দেখতে গিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা § (যুগ পাল্টাইছে)

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

কনে দেখতে গেলাম, অতপর.....
ঘর ভর্তি লোক ।নিজেই নিজের জন্য কনে দেখতে গিয়েছি ।কিছুক্ষন
কথা বলার পর কনের ছোট বোন মানে আমার ছোট্ট হবু শালী(বয়স
পাঁচেক হবে) জিজ্ঞেস করলো,আপনার বাইক আছে ?
:আছে
:পালসার?
:না,সিঙ্গার মোটর সাইকেল।
:এটাতো সস্তা মোটর সাইকেল ।
এতো সস্তা জিনিস দিয়ে তো আমার আপুকে বিয়ে করতে পারবেন না ।আপুর
জায়গায় আমি হলে তো আপনার সামনেই
আসতাম না ।
:তাহলে কি করতে?
:দূর থেকেই বলে দিতাম মাফ করো ।
রুমের সবাই তখন আমাকে নিয়ে হেসে উঠলো ।
মনে মনে বললাম,মেয়েটা দেখি আস্ত ইচড়ে পাঁকা । এতো লোকের সামনে এভাবে অপমান করলো ।
যাই হোক পালসারের অভাবে ঐ বিয়েটা আর হলোনা ।মন খারাপ
করে বাসায় বসে টিভিতে শাকিব খানের মুভি দেখছি ।ইতিমধ্যে শাকিব
খান রিকসা নিয়ে অপু
বিশ্বাসকে পটিয়ে ফেলেছে ।
দেখেই মেজাজ চরমে উঠলো ।
যে যুগে মোটরসাইকেল দিয়েও বিয়ে করাতো দূরের কথা একটা মেয়েকেও পটানো যাচ্ছেনা সেইযুগে এরূপ
আবোলতাবোল কাহিনী নিয়ে কেন যে সিনেমা তৈরি করে । চ্যানেল
পাল্টালাম,কাজী নজরুলের কবিতা আবৃত্তি চলতেছে,
"হে দারিদ্র তুমি মোরে করেছ মহান"
রাগে টিভি অফ করে নিজেই কবিতা আবৃত্তি করতে লাগলাম
"হে দারিদ্র্য তুমি নজরুলকে করেছ মহান
শুধু মোরেই করিলে অপমান"

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

ফেলুদার তোপসে বলেছেন: "হে দারিদ্র্য তুমি নজরুলকে করেছ মহান
শুধু মোরেই করিলে অপমান"……… :D

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

মো আলমগীর হাসান কাজল বলেছেন: হা হা হা

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

গোধুলী রঙ বলেছেন: অই মাইয়ারে বিয়া না কইরা জীবনে অনেক ভালো একখান কাজ করেছেন। সারাজীবন খালি সস্তা আর দামীর ফারাক খুজতো।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

মো আলমগীর হাসান কাজল বলেছেন: ঠিক বলসেন

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

দ্বিতীয় আমি - আমার ভিতরের লুকায়িত মানুষ বলেছেন: মাফ করে দিয়ে ভালো করেছেন ভাই। এরকম ব্র্যান্ড আর দামি জিনিস খুজে বেড়ানো মানুষকে এড়িয়ে চলাই ভালো।
শুভকামনা রইল।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

মো আলমগীর হাসান কাজল বলেছেন: ঠিক বলসেন

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই আমি তো বেকার ব্যাচেলার বাউণ্ডুলে। আমার কি হবে?

=p~
=p~
=p~

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

মো আলমগীর হাসান কাজল বলেছেন: চিনটা করেন না .........। ভাল হবে .........সব

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

আরণ্যক রাখাল বলেছেন: চরম মজা পাইলাম!
শাকিব রিক্সা দিয়া মেয়ে পটাইতে পারলে আমি ডায়াং বা সিংগার দিয়া পারবো না কেন!

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

মো আলমগীর হাসান কাজল বলেছেন: হা হা হা

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহা ভাই আমার অপেক্ষা করুন,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.