![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♩♩জীবনে ত্যাগ থাকা ভালো তবে তা যেন অর্থবহ হয় _ মিল্টন
ছেলেটার বয়স ১০ । এখন তার স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু সে ঢাকার লেগুনার কন্টেকটার ।নাম তার জেমস । জেমস বন্ডের মত থাকার কথা ছিল কিন্তু হয়নি । তার তিন বোন আছে আর একমাত্র ছেলে বলতে সেই ।
তার বাবা মারা গেছে মাস খানিক হল । তাদের কিছু জমি জায়গা ছিল কিন্তু তার চাচা সেগুলা হজম করে ফেলেছে । এখন এক কথাই নিঃস্ব বলা যায় । বাবা ব্যাংকের পিওন ছিল । যা ইনকাম করেছে তা দিয়ে জমি কিনেছে কিন্তু তাও পেলে না । বোন গুলো ছোট ছোট । মা এক বাড়ীতে কাজ করে ।
দারিদ্র যে কি জিনিস সে বুঝতে শিখে গেছে । একবার মিরপুর থেকে ঝিগাতলা আসতে এক লোকের সাথে দর কষাকষিতে মত্ত হয়ে গেলো । দুইটাকার গড়মিল হয়েছে , ছেলেটা দুইটাকা বেশি বলেছে তাকে লোকটা থাপ্পর মেরে দিলো । সে কিছুই বললো না , তবুও দুই টাকা বেশি পেয়ে সে খুশি ।
রাত হয়েছে , সে ঘরে ফিরবে দেখছে এক রেষ্টুডেন্টের পাশে এক ডাষ্টবিনে খাবারের প্যাকেট ফেলে দিয়ে যাচ্ছে , খাবারগুলা ভাল ছিল , সে কিছু প্যাকেট নিয়ে খেতে থাকলো । হঠাত্ মনে পড়ল তার বাসায় চাল নেই , ছোট বোন আর মা না খেয়ে আছে । সে ওই খাবার নিয়ে বাসায় গেল আর ছোট বোনকে দিল তারা খুব খুশি হয়ে গেলো ।
তারা অনেক দিন ভাল খাবার পাইনি ,হতে পার ডাষ্টবিনের খাবার কিন্তু তাদের কাছে অমৃত লাগছে । একদিন এক হৃদয়বান লোক বললো , কিরে পড়াশুনা করিস না , উত্তরে বলল গরিবদের বেশি পড়াশুনা করতে নাই । তারপর থেকে সে লোক তাকে খরচ দিয়ে পড়াশুনা করার সুযোগ করে দিল । লেগুনার পাশাপাশি সে পড়াশুনাও করত । এভাবে দিন কাটতে থাকে , এসএসসি তে গোল্ডেন জিপিএ ৫ তারপর এইটএসসি তে গোল্ডেন জিপিএ ৫ , অবশেষে সে মেডিকেল ভর্তি পরীক্ষায়
প্রথম স্থান অধিকার করে ফেললো । পড়াশুনা শেষ করে এখন জেমস সফল একজন ডাক্তার । সে নিজে ক্লিনিক খুলেছে যেখানে গরীবদের বিনামূল্যে চিকিসা দেন ।
দারিদ্রের কষাঘাতে তার জীবন পাল্টিয়েছে । কিন্তু আজো ভুলতে পারে না সবকিছু ।
মোড়াল = আমরা অনেকেই প্রাইভেট ভাসির্টিতে পড়ি । কিন্তু তবুও ভালভাবে ঠিকমত পড়াশুনা করি না । বাবার টাকা ইচ্ছামত নষ্ট করি অথবা সরকারীতেই পড়াশুনা করেও ইচ্ছামত ঘুরাফেরা করি পড়াশুনা করি না । আসলে দারিদ্রের ঠেলা পাইলে জীবনটা যে কত কঠিন তা জেমসের কাছে শিক্ষা নেওয়া উচিত । আপনার পকেটে টাকা না থাকলে আপনে কে তা কেউ চিনবে না । এটাই বাস্তবতা । এটাই পৃথিবী ।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ চেষ্টা করবো ারো ভালো করার .....................
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
বিদ্যুৎ বলেছেন: খুব ভাল লাগল। সবার মধ্যে জেগে উঠুক সফলতার জয়ধ্বনি। ধন্যবাদ আপনাকে।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আহা রুবন বলেছেন: আমার কাছে একটু কাঁচা লেখা মনে হল। একটু সময় নিয়ে, ঘসামাজা করলে ভাল হতো। লেখার অপেক্ষায় থাকলাম।
সহমত!!!
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ চেষ্টা করবো ারো ভালো করার .....................
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫২
আহা রুবন বলেছেন: আমার কাছে একটু কাঁচা লেখা মনে হল। একটু সময় নিয়ে, ঘসামাজা করলে ভাল হতো। লেখার অপেক্ষায় থাকলাম।