![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♩♩জীবনে ত্যাগ থাকা ভালো তবে তা যেন অর্থবহ হয় _ মিল্টন
সকাল আটটা ।
ঘুম থেকে অনেক কষ্ট করে উঠলাম । উদ্দেশ্য ভার্সিটি । তরিঘরি করে বাস ধরতে গিয়ে দেখি সে বিশাল একটা লাইন এককথাই একটা বিন্দুর উপর একটা রশির মত যার শুরু আছে কিন্তু শেষ নাই । অনিহাবসত দাঁড়ালাম লাইনে তারপর অবশেষে বাস আসলে । বাস আসার পর ঘটলো তা বর্ননা করবো কিভাবে বুঝতেছি না ।
অনেক কষ্ট করে বাসে উঠলাম । একবিন্দুও জায়গা নেই । ২ জন মহিলা বাসটার ভিতরে উঠলো । তাদের দেখে কষ্টই লাগলো । মহিলা আর পুরুষের মাঝে কোন ভেদাভেদ নাই । তার উপর কয়েকজন ঝুলছিল দরজায় । বাস ছাড়লো ঝড়ের গতিতে । এখন যা ঘটলো তা অবর্ননীয় , বাস একদম হাড ব্রেক করলো আর ঝুলন্ত এক লোক বাস থেকে পড়ে গেল আর অপর প্রান্ত থেকে এক প্রাইভেট কার মূল্যবান প্রানটা নিয়ে গেল ।
কষ্টে চোখ দিয়ে পানি আসলো ।
এইভাবেই মূল্যবান প্রানটা দিয়ে দিল ব্যাস্ত ঢাকার ব্যাস্ত লোকগুলো ।
পরিবার হারালো তাদের কর্মক্ষম একজন মূল্যবান ব্যাক্তি । ছেলে মেয়ে হারালো তার বাবাকে ।
এইরকম হরহামেশায় ঘটছে ঘটনাগুলো । তবুও আমরা এইভাবেই ব্যাস্ত নগরীতে ছুটে চলেছি । জ্যামের ভয়ে আর টাইম বাঁচতে আমরা এইটু ওয়েট করতে পারি না ।
বিঃদ্র = পরিবারের কথা একটু চিন্তা করে দেখবেন । আপনাকে হারালে তাদের কি হতে পারে ।
কষ্ট হয় এই প্রানের মূল্যটা দিবে কে । কে দিবে এই উত্তর । লেগুনা বাস অথবা বাইক ঢাকার রাস্তায় এইভাবেই মানুষগুলো প্রান বিলিয়ে দিয়ে যাচ্ছে ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২২
মো আলমগীর হাসান কাজল বলেছেন: tnx but sometime bipod bole ashe na.................
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
আরণ্যক রাখাল বলেছেন: আপনিও সাবধানে থাকুন। আমি আপাতত এমন জায়গায় আছি, যেখানে কোনদিন গাড়িচাপা খেয়ে মরব না