নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সংস্কার এবং আত্ব উন্নয়ন

My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home

সৈয়দ এমদাদ মাহমুদ

মীর এমদাদ আল মাহমুদ

সৈয়দ এমদাদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মূর্খ লোকদের ২৬ টি বৈশিষ্ট

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৭

১। তারা হয় কর্মবিমুখ এবং অলস যা অনাগত দিনের অনিশ্চয়তা ডেকে আনে।
২। তাদের মধ্যে আচরনগত সমস্যা দৃষ্টিগোচর হয়।
৩। তাদের সবচেয়ে বড় অস্ত্র অশ্লিল ভাষা, গালি, ধমক ইত্যাদি।
৪। তারা তাদের নিজস্ব মত অন্যের উপর চাপানোর চেষ্টা করে।
৫। তারা ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না।
৬। তারা বেয়াদব প্রকৃতির হয়। বিনয় স্বভাব খুব কম।
৭। তারা মানুষের কথা কেটে দিয়ে বলা শুরু করে, কথা শেষ করতে দেয় না।
৮। তারা অন্যের মতকে সম্মান দেয় না।
৯। মানুষের ভুলটা একটু বেশী ধরে এবং সমালোচনায় লিপ্ত থাকে।
১০। লোভ হিংসা অহংকার ক্রোধ ইত্যাদি তাদের অন্যতম বেশিষ্ট।
১১। অপব্যয় তাদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট।
১২। সামগ্রিকভাবে তারা কৃপন হয়।
১৩। হতদরিদ্র মানুষের প্রতি তার হাত হয় সংকীর্ণ।
১৪। যাচাই না করে অন্ধ অনুকরন করে।
১৫। কটু কথা ও লেখনির মাধ্যমে মানুষের হৃদয়ে আঘাত করে।
১৬। তাদের আনুগত্য হয় শর্তহীন।
১৭। তারা তাদের সময় অর্থহীন কাজে বেশী ব্যয় করে।
১৮। তাদের মধ্যে তাদের নেতিবাচক কর্মের অনুশোচনা পরিলক্ষিত হয় না।
১৯। তাদের কেহ নিন্দা করলে প্রতি উত্তরে তারাও একই ভাষা প্রয়োগ করে।
২০। মানুষের ক্ষতি করে। সম্মানহানী, প্রতারনা, ছলনা, অপবাদ, অর্থ আত্মসাত ইত্যাদি।
২১। আন্তাজ অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করে বেশী।
২২। তাদের বুদ্ধিবৃত্তির পরাজয় হলে দৈহিক শক্তি প্রয়োগ করে
২৩। আক্রান্ত না হওয়া সত্বেও তারা অন্যকে আঘাত করে।
২৪। তারা পশু-পাখিদেরকে আঘাত করে।
২৫। পিতা-মাতা, জ্ঞানবান লোকদের সম্মান করে না।
২৬। না জেনে তর্কে বিতর্কে লিপ্ত হয়।

কোন মানুষকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য নয়। সামগ্রিকভাবে মূর্খ লোকদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট পরিলক্ষিত হয় সেগুলো উল্লেখ করা হয়েছে মাত্র। তবে মূর্খ লোকদের আরও বৈশিষ্ট আছে সব উল্লেখ করাও এখানে উদ্দেশ্য নয়। আর উল্লিখিত সকল বিষয়ে আমার সঙ্গে একমত পোষন করা জরুরী নয়। কোন ভুল দৃষ্টিগোচর হলে কমেন্ট করবেন সংশোধন করে দেওয়া হবে। এই ব্লগের সকল ব্লগারের কল্যান কামনায় আজকের আর্টিক্যাল এখানেই শেষ করছি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: মানুষের অনেক খারাপ বৈশিষ্ঠ্য তুলে ধরেছেন।

অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



২২টির মাঝে কয়টি আপনার মাঝে আছে?

২৪ শে জুন, ২০২০ রাত ৩:৩৩

সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: ৭,১৩,১৮,

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- এই ২২ ই বিষয় আমার মধ্যে আছে।

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: আপনি জ্ঞানী কোন সন্দেহ নেই কারণ আপনি নিজ আত্মসমালোচনা করতে জানেন। অন্যের দোষ অনুসন্ধান না করে যারা নিজ আত্ম সমালোচনা করে প্রকৃতপক্ষে তারাই বুদ্ধিমান।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

সোনালি কাবিন বলেছেন: আপনি নিজে ১৪ নাম্বার !

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: আপনার মত একজন জ্ঞানী লোক যে আমার আর্টিক্যালে ইতিবাচক কমেন্ট করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। ইহজগতে পরজগতে আপনার কল্যান কামনা করি।

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ১৭ আর ২১

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২২

ক্ষুদ্র খাদেম বলেছেন: রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- এই ২২ ই বিষয় আমার মধ্যে আছে

আমি প্রত্যেকটা পয়েন্ট পড়ি আর মনে হয় আমার সাথে তো সবই মিল আছে। উনার সাথে সম্পূর্ণ একমত, কোনও না কোনও সময়ে এই সবগুলোই আমার উপরে এসে ভর করে /:)

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

সৈয়দ এমদাদ মাহমুদ বলেছেন: আপনি জ্ঞানী কারণ আপনি নিজ আত্মসমালোচনা করতে জানেন।

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

নেওয়াজ আলি বলেছেন: এইসব নিয়ে নিজেরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.