![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্বংসের পথে মানবতা, ধ্বংসের পথে সভ্যতা,
খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দে সভ্যতার গোড়াপত্তন হলেও সাত হাজার বছর পরে এসে আধুনিক সভ্যতায় সভ্যরুপী কিছু মানুষ সেই সাত হাজার বছর অগের অসভ্য মানুষগুলোর মত আচরণ করতে বেশি অগ্রহী,
কেন?
সর্বপ্রথম পাথর ঘষে আগুনের ব্যবহার শিখেছিল জীবনকে সহজ করতে, কিন্তু এখন সেই আগুন ব্যবহার করা হচ্ছে ঘর-বাড়ি পুড়িয়ে মানুষের জীবন কেড়ে নিতে।
বিভিন্ন হাতিয়ারের ব্যবহার শিখেছিল পশু শিকার করে জীবিকা নির্বাহ করতে, কিন্তু বর্তমানে কিছু মানুষরূপী পশু হাতিয়ার ব্যবহার করছে মানুষের জীবন চিরতরে নিস্তব্ধ তরে দিতে।
যদি এভাবে চলতে থাকে তাহলেতো আর দেরি নয়, খুব শীঘ্রই আধুনিক সভ্যতার এই পৃথিবী পদার্পন করবে নতুন এক নৃশংস,ঘৃণ্য ও জঘণ্য সভ্যতায়।
বন্ধ হোক চলমান সমস্ত হত্যাযজ্ঞ, শুধুমাত্র মুসলমানদের উপর নয়, কিংবা অন্য কোন ধর্মীয় গোষ্টীর উপর নয়, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকল জাতির কিংবা সকল মানুষের উপর চলমান অন্যায়-অত্যাচার বন্ধ হোক মহান সৃষ্টিকর্তার দরবারে এই প্রার্থনা।
মুহাম্মদ ফয়জুল্লাহ
©somewhere in net ltd.