![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতির_পিতা_কে?
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ,
১৯২০ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির আশীর্বাদরূপে বাংলার মাটিতে জন্ম নেয়, আমাদের জাতীয় জীবনে এই মহান ব্যক্তির অবদান অপরিসীম,
সাধারণ জ্ঞানের অভাবে অনেকে "জাতির পিতা কে?" এই প্রশ্নের মধ্যে জটিলতা সৃষ্টি করছে,
সমাধান দিচ্ছি :-
গভীরভাবে বুজার চেষ্টা করুন-
হযরত_আদম_আঃ-সমস্ত মানব জাতির পিতা,
হযরত_ইব্রাহীম_আঃ-সমস্ত মুসলিম জাতির পিতা,
শেখ_মুজিবুর_রহমান- সমস্ত বাঙ্গালী জাতির পিতা,
আমিন_উল্লাহ- আমার বংশের পিতা,
মুহাম্মদ_সোলাইমান-আমার জন্মদাতা পিতা,
আশাকরি সবাইকে বুজাতে সক্ষম হয়েছি, সব পিতাকে ধর্মীয় দিক থেকে বিবেচনা করাটা বুকামি ছাড়া আর কিছুই নয়, একজন পৃথিবীর সূচনাগত, আরেকজন ধর্মগত, আরেকজন রাষ্ট্রগত, আরেকজন বংশগত, আরেকজন জন্মগত,
দ্রঃ দয়াকরে আমাকে রাজনীতি দিয়ে বিবেচনা করবেন না, একজন ইতিহাসের নগন্য ছাত্র হিসেবে আমি জানি বাঙ্গালির অবস্থান কোথায় ছিল, বাঙ্গালীর উপর কিভাবে নির্যাতন করা হত, আমরা কতটা পরাধীন ছিলাম, আজ আমরা স্বাধীন, এই স্বাধীনতায় যিনি অসামান্য অবদান রেখেছেন তিনি- শেখ মুজিবুর রহমান, আমি ব্যক্তিগতভাবে তার কাছে চির কৃতজ্ঞ।
ফয়েজ
https://www.youtube.com/watch?v=PvJkkBSr2Cc
©somewhere in net ltd.