নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

আমার বর্তমানের ভাবনাগুলো..।

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

(এক)
পৃথিবীর বুকে ছোট্ট এই দেশটি, আমার কাছে অনেক বড়। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার কাছে অনেক দূর। অনেক সম্ভাবনার।
লাখো লাখো শিক্ষিত বেকারের অভিমান।
চাকুরীর জন্য ব্যাচেলরদের বিয়ে করতে দেরি।
বুক ফাঁটা যন্ত্রণা নিয়ে বাবার কাছে হাত পাতা।
এগুলো নৈমিত্তক ব্যাপার। তারপরেও হতাশায় ডুবে চাকুরী খুঁজি, নতুবা বিদেশের উপর ভরসা করি..
কোথায় থেকে আসবে এতো চাকুরী? আমার দেশের #গর্ভটা তো এতো বড় না। যে সে বছর বছর লাখো কোটি চাকুরী প্রসব করবে। তাই উদ্যোগ তো আমাদেরই নিতে হবে.. তবেই না তৈরি হবে নতুন নানান চাকুরী ক্ষেত্র।।
নতুন উদ্যোগের জন্য, আইডিয়া জেনারেট করছি। আমি প্রস্তুতি নিচ্ছি, আপনারা নিচ্ছেন তো.....
©লেখস্বত্বঃ #হাবিব রহমান®।
'Try to be a wealth of my 'desh, try to create new vacancy for upcoming."
"চল না ভাই,
দেখি দেশের অপার সম্ভাবনা।
স্বপ্ন নিয়ে বড় করে।
সীমাবদ্ধতা যা আছে, থাক না-
সম্ভাবনার আড়ালে।

(দুই)
এই বলতে না পারা কষ্টগুলো নিয়েই
চলতে হবে পথ,
বলতে হবে সময়ের কানে কানে।
বড় নিষ্ঠুর এই ধরনী
ধরনীর বুকে আমি এক জেগে ওঠা শুষ্ক চর ।
বৃক্ষ শূণ্য, ছায়া শূণ্য,
আর একলা বাঁধা ঘর।।

(তিন)
চাইলেই হাসিটা আর বকুল ফুলের মতো
ঠোঁটের কোনায় ফোঁটে না।
এই যাদুর শহরে মাঝে মাঝে
খুব একাকিত্ব গ্রাস করে আমায়।।
একঘেয়ে পৃথিবীর প্রান্তরে
বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-
ভাবি,
কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো...
আমিও কি #সুখটার মাথা ফাটিয়ে চলে যাবো-
#গফুরের পথ ধরে অচেনা কোন শহরে।।।।

(চার)
ছেড়ে যাওয়া ব্যাথা গুলোই
আসছে আবার তেড়ে।
মর মর করে ভাঙছে হৃদয়
আচ্ছা করে মেরে........

(পাঁচ)
কারো চোখে আমি আগুন দেখি
কারো চোখে দেখি জল।
কারো চোখে ভেসে উঠে আবার
স্বপ্নের ঝলমল।
কারো দুটি চোখ, দু'দিক দিয়ে
চলে যায় বহুদূর।
কারো দুটি চোখ (আমার মত)
স্বপ্নটাকে কেন্দ্রকরে , করে ঘুরঘুর।।
®হাবিব রহমান©
#ই-কমার্সে আমার মত কারো প্রবল আগ্রহ আছে?? থাকলে কমেন্ট বক্স উন্মুক্ত..।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৭

মহা সমন্বয় বলেছেন: ই-কমার্সে আমার আগ্রহ নেই, বর্তমানে আমাদের দেশে এটা একটা লস সেক্টর, তবে ধরে রাখতে পারলে ৫/১০ বছর পর হয়ত ভাল রেজাল্ট পাওয়া যাবে।
ই-কমার্স নিয়ে আপনার চিন্তাভাবনা কি? কিভাবে কোন প্রডাক্ট দিয়ে শুরু করতে চান। ?

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: আসলে বর্তমানেই ই-কমার্সের অগ্রগতি হচ্ছে। আর আশার কথা হলো এই ই-কমার্সকে আরো জনপ্রিয় করার লক্ষে অনেক সংগঠন কাজ করছে...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.