![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।
গল্পটা 12th ব্যাচের।
#হাবিব_রহমান।
==============
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি ইয়ার কম্পিলিট হয়েছে, 11th ব্যাচের একজন নিয়মিত ব্যাক বেঞ্চার হিসেবে। যখন আমি এডমিট হয়েছি, অনেক স্বপ্ন ছিলো চোখে। স্বপ্ন আজো আছে, তবে সেদিনের স্বপ্ন থেকে কিছু খোয়া গেছে, যোগ হয়েছে আরো কিছু। আজ অনেক #স্বপ্ন_চোখ দেখেছি ক্যাম্পাসে, দেখবে আরো কিছু হয়তো....
পিসিতে চলছে "আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন....আমি বাংলায় দেখি স্বপ্ন....... এক বার দেখি বারবার দেখি...দেখি বাংলার মুখ" আমার দারুণ ভালো লাগার কিছু দেশের গান প্লে লিস্টে। কাজ নাই, তাই কাজ খুজে বের করলাম। একটু গল্পলিখি।
আজকের টুয়াল্ভ ব্যাচের ভাই-বোনদের চোখে মুখে ভেসে ওঠা গল্পগুলোই নিজের মত করে দেখছি। কারো গল্প মনে করায় আমার মায়ের হাত ধরে স্কুলের প্রথম দিনের কথা...
আজকে ক্যাম্পাসে কোন কাজ ছিলো না, তবুও গিয়েছিলাম স্বপ্নে ভরা কিছু নবীনদের চোখ দেখতে। স্বপ্নে ভরা চোখ আমার বড্ড ভালো লাগে। যাদের চোখে স্বপ্ন নেই, মনে হয় তাদের চোখ মৃত। বাসে যাওয়ার সময় এক ছেলে চশমা চোখে, চশমার অন্তরালে লুকানো হাজারো স্বপ্ন। রাইশা বাজার, রাস্তায় জ্যাম, সময়ের তাড়া নাই তাই ভাবনা হীন জ্যামে বসে আছি। কিন্তু ছেলেটার যেন দেরী সইছে না, প্রাণের ক্যাম্পাস, হাত বাড়িয়ে থাকা কিছু নতুন বন্ধুত্বের টান, তাকে খুব টানছে। তাই বাস থেকে নেমে হাটা ধরলো.....
গেট দিয়ে ঢুকতেই; কিছু আপুরা, খুব সুন্দর সেজেগুজে আসছে। দেখে মনে হলো অপরিচিত মুখ, ক্যাম্পাসের নূতন। কারো কারো বোরকার ভেতর দিয়ে উকি দেয়া চোখ, খুব দরদ দিয়ে চারপাশ দেখছে, তাদের চোখেও স্বপ্নের শত ধারা। শুভ কামনা এই আপুদের জন্য....
আমার এলাকা থেকে এবার কয়েজন ভর্তি হয়েছে জবিতে। সবার সাথে দেখা হয় নাই এখনো। একটা ছোট আপুর সাথে সাথে দেখা হয়েছে, মার্কেটিং এর। তার আম্মুর সাথে এসেছে, মায়ের মত করে সেই আন্টি একটু মিষ্টি তুলে দিলেন মুখে। মাঝে মাঝে সুখ যে ছোট কিছু থেকেও খুব বেশি অনুভুত হয় বুঝলাম।
বাসায় ফিরছি, বংশাল সিগনালে একটি ছেলের সাথে দেখা। হাতে একটি খাতা, একটি রজনী+গোলাপের স্টিক কিন্তু চোখ ভরা স্বপ্ন। কথায় কথায়, বললো দোয়া করবেন ভাই! হুম। আমার দোয়া কবুল হবে কিনা জানি না, তবে অবশ্যই দোয়া থাকলো তুমাদের জন্য।
শুভকামনা, বিশেষ করে বিভিন্ন গ্রাম্য অঞ্চল থেকে উঠে আসা ভাই-বোনদের জন্য। কারণ পল্লীর সেই ছেলে-মেয়ে গুলো অনেক বাঁধা থাকা সত্বেও স্বপ্ন ভরা চোখে, স্বপ্নপূরণের ঠিকানায় নিজেদের নিয়ে যায়- অনেক শ্রমের বিনিময়ে।
শুভ কামনা নিরন্তর।
দেখে শুনে চলো পথ,
এই পথ চলা যেন সহজ করে দেয়
আখেরাতের লম্বা সেই পথ।।
কার্টেসিঃ #হাবিব_রহমান।
©somewhere in net ltd.