![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।
ছোটখাট মায়াবি মেয়েটা। আমার সামনে দিয়ে যখন হাটাহাটি করে মনে হয় ছোট একটি সাজানো পুতুল হেটে যাচ্ছে। কি অপূর্ব, কি মচৎকার!
তাকে মচৎকার বলার একটি কারণ আছে। তাকে এক কথায় চমৎকার বলা যায় কিন্ত তাতে আমার হৃদয়ের ভাবটুকু পুরাপুরি প্রকাশ পাবে না। মচৎকার নামে কোন শব্দ আছে কি না জানি না তবে সে সত্যিই মচৎকার। মানে চমৎকারের কয়েকশ গুন!
ক্রাশ কাকে বলে বা কি? আমি জানতাম না। আমি জানতাম না হৃদয়ের কোনো পাশে চিন চিন অনুভুতি হয় কি? বা কেন হয়? কিন্তু তার কারণে সাময়িক এই ব্যথাটিকু আমি সহ্য করেছি...
তাকে প্রায়ই ডিপার্টমেন্টে দেখি, কখনও তেমন ভাবে ভালো লাগে নি। কিন্তু গত তিনচার দিন আগে হঠাৎ করে তাকে টিউবলাইটের মতো উজ্বল মনে হলো মনের পর্দায়! অজানা এক রঞ্জণ রশ্মি মনটাতে প্রবেশ করে এক্সরে করে নিলো মনের অনাচে কানাচে... রিপোর্ট যখন পেলাম দেখি অর্ধেকটাতে পিচ্চি মেয়েটা...।
এখন এই অনুভুতিকে কি বলে আমার জানা নাই। জানতে গুগল করেছিলাম বাট গুগল দেখাচ্ছে "sorry! it's so hard to explain your word. We 'r fail..
আমার খুব কষ্ট হলো, এ যাবৎ আমি যা কিছুর গুগল করেছি সব পেয়েছি। এমন কিছু নেই যে গুগলের সাহায্যে পাই নাই কিন্তু এই সহজ বিষয়টাতে গুগল ব্যার্থ....!!!
তারপর মনে হলো এটা ইলজিক্যাল। কারণ কম্পিউটার সিস্টেম শুধু লজিক আর ইলজিক বুঝে। জিরো আর ওয়ান বুঝে, অন আর অফ বুঝে। তাই ইলজিক্যাল বিষয়টাতে আমি #ফেবরেবল রেজাল্ট আশা করতে পারি না... তাই একবেলার এই ক্রাশের কথা ভুলে যেতে চাচ্ছি।
যা কিছুই হোক। পুতুলের মতো সুন্দর মেয়েটা, প্রজাপ্রতির মতো চঞ্চল। ফুলের মতো হাসিখুশি, মায়া ভরা অঞ্চল।
অনেক শুভ কামনা থাকবে পিচ্চিটার জন্য। যাতে খুব কেয়ারিং একটা লাইফ পার্টনার পায় এবং জীবনভর সুখ আর শান্তিতে কাটাতে পারো।
অবশেষে একশটি কলমি ফুল আর তিনটি হাছনা হেনার শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ তিনদিন ধরে জমিয়া রাখা কথাগুলোর মুক্তি দিচ্ছি।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
করুণাধারা বলেছেন:
আপনার ছোট মেয়ের জন্য অনেক শুভকামনা রইল।