নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

কোটা যখন কাঁটা | অনুভূতি পোস্ট :(

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১

ব্রিটিশদের থেকে ভারতবর্ষ স্বাধীন হলো বৈষম্যের জন্য
ভারত ভেঙে পাকিস্তান হলো সম্ভাব্য বৈষম্য থেকে বাঁচতে
পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো সেটাও ওই বৈষম্যের হাত থেকে বাঁচতে !!!


তো স্বাধীন দেশেও যদি সেই বৈষম্যেই থেকে যায় তবে স্বাধীনতার মূল্য কি ?

মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল কি তাদের সন্তান আর নাতিনাতনিদের জন্য ???

অবশ্যই না !

যুদ্ধের মূল পয়েন্ট থেকেই তো আমরা সরে যাচ্ছি।

কোটাবিহীন শিক্ষার্থীদের চাকরি হচ্ছে না সহজে আর মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে একবার সরকারি ব্যাঙ্কের অফিসার , এরপর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর , পরের বার বিসিএস শিক্ষা পরের বার আবার এডমিন নয়তো পুলিশ হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ চেয়ে চেয়ে দেখছে !!!


বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাটা যেন মাস্টার কার্ড হয়ে গেছে !

বাপ দাদারা যদি এত সাহস নিয়ে বুলেটের সামনে যেতে পারে তো তাদের ছেলে মেয়ে আর নাতি নাতনী এত ভীরু কেন ???
সবার সাথে যুদ্ধ করে জিততে ভয় কিসের !

সংবিধান অনুযায়ী যারা সত্যিই কোটা পাওয়ার যোগ্য তারা বাদে সম্পূর্ণরূপে সংবিধান বিরুদ্ধভাবে পুরস্কার হিসেবে দেয়া কোটায় কিছু পেলে বা হলে তার প্রতি কোন সম্মান কাজ করে না ।

অনেক কষ্ট থেকে লিখছি । :(
কেউ আহত হলে দুঃখিত :|

পক্ষে গেলে দুলাভাই , বিপক্ষে গেলে শালা B:-)
সত্যি কথার বেইল নাই , মনে বড় জ্বালা |-) =p~

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়া ও সিংগাপুরে কি রকম কোটা আছে?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

রসায়ন বলেছেন: জানা মতে নেই ।

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটের রাজনীতি। কেউ উদ্যোগ নিতে গেলেই ভোট কমে যাবে...

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

রসায়ন বলেছেন: কোটা কমালে ভোট কমবে না বরং অনেক বাড়বে ।

৩| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৩

মলাসইলমুইনা বলেছেন: কোটার কাটাকাটিতে আরো রক্তাক্ত হতে হবে দেশের সরকারি দক্ষতাকে |

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২

রসায়ন বলেছেন: সেটাই তো অলরেডি হচ্ছে । অদক্ষ লোকে চলছে প্রশাসন ।

৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

তার ছিড়া আমি বলেছেন: প্রতিবন্ধী কোটা ছাড়া কোটাধারী লোকদের কেউ সম্মানের চোখে দেখে না। মনে মনে ঘৃণা আর অভিশাপ দেয়। কোটাধারীদের লজ্জিত হওয়া উচিৎ।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

রসায়ন বলেছেন: তারা নিজেরাও নিজেদের কোটাধারী হিসেবে পরিচয় দিতে কুন্ঠিত বোধ করে !

৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

ক্স বলেছেন: মুক্তিযোদ্ধারা অবশ্যই তাদের নাতি পুতির কথা ভেবে যুদ্ধ করেনি। কিন্তু যুদ্ধে যারা যায়নি, তাদেরও নাতি পুতির কথা ভাবা উচিত ছিল। পরাধীন দেশে তাদের নাতি পুতি কিভাবে বেড়ে উঠবে - এই চিন্তা যারা করেছে আর যারা করেনি, তাদের ট্রিটমেন্ট কি এক হওয়া উচিত? যারা খাটের তলায় লুকিয়ে জান বাঁচিয়েছে আর যারা না খেয়ে, পালিয়ে পালিয়ে, সশস্ত্র হানাদারদের মুখোমুখি হয়ে জীবন বাজী রেখে যুদ্ধের ময়দানে নরক দেখে এসেছে - তাদেরকে এক কাতারে কন লজ্জায় ফেলতে চান?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

রসায়ন বলেছেন: বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে সেই বৈষম্যই রেখে দেয়াটা যুদ্ধের নীতি ছিলোনা অবশ্যই। আর ডিফেন্সে কোন কোটা নেই কেবল সিভিল সেক্টরেই কোটা কেন সেটাও ভেবে দেখার বিষয়। আর্মির কাছে মুক্তিযোদ্ধাদের বেশি মূল্যায়িত হওয়ার কথা , তার মানে কোটা অযৌক্তিক । সরকার মুক্তিযোদ্ধাদের টাকা পয়সা বাড়ি গাড়ি দিক এতে কোন আপত্তি নেই । কিন্তু যোগ্যদের বঞ্চিত করে তাদের সুবিধা দেয়া সম্পুর্ন অন্যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.