নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মুনাব্বির হোসেন

I shall write some time later....

মোঃ মুনাব্বির হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের পাখিগুলো

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

আমার তোলা ঢাকা শহরের পাখিগুলো

মুনাব্বির ফটোগ্রাফি



১. ঝুঁটি শালিক





২. সবুজ বাঁশপাতি বা সুঁইচোরা





৩. কাঠশালিক বা বাদামী ময়না





৪. হাড়িচাঁচা





৫. ছাতারে বা সাতভাই





৬. ছোট বসন্ত বাউরি





৭. কাজল পাখি বা বাদামি কসাই





৮. কোকিল (নারী)





৯. টিয়ে





১০. সোনালী কাঠঠোকরা





১১. হলুদ পাখি





১২. পাতি কাক





১৩. দাড় কাক





১৪. চড়ুই





১৫. মৌটুসি







১৬. ভূবন চিল



১৭. ভাত শালিক





১৮. কানি বক







১৯. নীল কণ্ঠী



২০. জাতীয় পাখি দোয়েল





২১. বুলবুলি





২২. জালালী কবুতর







২৩. ছোট মাছরাঙা



২৪. কাঠ ঠোকরা





২৫. ফিঙে





২৬. গোবরে শালিক





২৭. সাদাবুক মাছরাঙা





২৮. টুনটুনি





২৯. তিলা ঘুঘু





৩০. শঙ্খ চিল

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

শরৎ চৌধুরী বলেছেন: বাহ!+++।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

ভিটামিন সি বলেছেন: সেইরাম হইছে রে ভাই। অনেক পাখিকে এলাকায় ভিন্ন নামে চিনি।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার এলাকায় কোন পাখিকে কী নামে ডাকা হয় সেটা জানতে চাই।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

শরৎ চৌধুরী বলেছেন: এই ছবিগুলো কি আপনার তোলা?

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: সবগুলোই।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! এটা পোষ্টে লিখে দেন। এমন কালেকশনে ফটোগ্রাফারের উল্লেখ থাকা দরকার।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ। লিখে দিলাম।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: দেখে মন ভাল গেল।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।
আপনাদের মনে আনন্দ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: সুন্দর পোস্ট, পাখি গুলোর ছবি দেখে ভাল লাগল



এটা আপনার জন্য

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।
এ পাখিটা কোথায় পেলেন? সাদা কাক মনে হয়?

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

রিিন বলেছেন: ধন্যবাদ।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

নীল ভোমরা বলেছেন: ছবিগুলি সুন্দর...বাংলার পাখি!...ঢাকার পাখি বললে একটু খটকা লাগে!.... ঢাকায় আমি কখনও কোকিলের ডাক শুনিনি!

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: সবগুলো ছবি ঢাকাতেই তুলেছি। এখানে যে পাখিগুলোর ছবি আছে তার চেয়েও বেশি প্রজাতির পাখি ঢাকা শহরে আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

মামুন রশিদ বলেছেন: চমৎকার!

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

নক্ষত্রপথ বলেছেন: দারন +++

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

মুশাসি বলেছেন: স্পীচলেস +++

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।
আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করছে।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নীল বরফ বলেছেন: দেখে দারুন লাগলো। ফটো তোলার হাত সত্যিই দারুন।যেহেতু নিজেও ক্যামেরা হাতে বেড়াই; আপনার ফটোগুলো দেখে বুঝছি আপনি কতটা সময় আর ধৈর্য ধরে ফটোগুলো তুলেছেন।++++ :) :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

ধৈর্য লাগে এটা ঠিক। খারাপই বেশি হয়, ভাল উঠে কম।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: পাখিগুলোর নাম কিভাবে উদ্ধার করলেন? চমৎকার পোস্ট !!

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ফ্লিকারে পাখি চেনার একটা গ্রুপ আছে। সেখান থেকে ইংরেজি নাম উদ্ধার করে তারপর বাংলার জন্য সন্ধান করি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: মনটা ভালো করে দিলেন।








ফ্লগ অস্থির!

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: আপনার মন ভাল করতে পেরে আমার ভাল লাগছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ সংগ্রহ! ঢাকায় সাত ভাই চম্পা পাখি দেখা যায় আমি জানতাম না।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

ঢাকায় এ পাখি পাবেন যেখানে গাছ-গাছালি বেশি সেখানে।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার পোস্ট

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।
আপনাদের মন্তব্য আমার ব্লগের প্রাণ

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

চমৎকার পোষ্ট...!! ++

দারূন_৬ নং ছবিটা (বসন্ত বউরি) স্পষ্ট আসেনি ।
আর টুনটুনি বেচারার শীত ধরেছে.. :-<

ঢাকাতে নীল কন্ঠীও দেখা যায় দেখছি...!

অনেক ভালোলাগা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।
আপনাদের মন্তব্য আমার ব্লগের প্রাণ

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
বসন্ত বাউরি'কে পরিবর্তন করে দিলাম।

নীলকন্ঠী (Indian Roller) মাঝে মাঝে দেখা যায় ঢাকায়।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: টুনটুনির ছবিটা ভাল লেগেছে। সব ছবিগুলোই আসলে চমৎকার। ভাল লাগল। আশা করি আরো ছবি তুলবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

জাহাঙ্গীর জান বলেছেন: জাতীয় পাখি দোয়েল দিয়ে শুরু হলে,আমার মতে আরও ভাল হতো, অনেক সুন্দর পোস্ট +++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, খুব চমৎকার পোস্ট !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।
প্রফাইল পিক দেখে ভয় পাইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.