নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

লেখা চুরি বন্ধ করুন

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

কিছু লোক আছে তাদের কাজ এটাই



কপিরাইট কী?
মৌলিক সৃষ্টিকর্মের মালিকানা বা সত্ত্বাধিকারী নিশ্চিত করাই হচ্ছে কপিরাইট।

সাহিত্য বা যেকোনো লেখা, শিল্পকর্ম, সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, আলোকচিত্র, ভাস্কর্য, লেকচার, কম্পিউটার প্রোগ্রাম, নকশা অর্থাৎ যা কিছু মৌলিকভাবে তৈরি করা হবে, সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে।

কপিরাইট থাকলে বিনা অনুমতিতে সেগুলো ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করা হলে এই আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে।

ধরা যাক, একটি চলচ্চিত্র কেউ অবৈধভাবে ডাউনলোড করে বা বন্ধুর কাছ থেকে নিয়ে দেখলেন, তার মানে তিনি সেটির কপিরাইট লঙ্ঘন করলেন।

বাংলাদেশেও কোন ব্যক্তি যদি কপিরাইট দপ্তরে আবেদন করে নিজের স্বত্বাধিকার তালিকাভুক্ত করতে হবে, তাহলেই ভবিষ্যতে কপিরাইট দাবি করা যাবে।



তথ্য, BBC বাংলা


কপিরাইট কী ও কেন?কপিরাইট কী ও কেন? সৃষ্টিশীল মানুষ দু’ধরণের সম্পদ নিয়ে শিক্ষিত জীবন যাপন করে; প্রথমত বস্তুগত সম্পদ-জায়গাজমি, গাড়ি-বাড়ি, টাকা পয়সা, ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা ইত্যাদি ও নানারকম প্রাত্যহিক ব্যবহার্য দ্রব্যাদি এবং দ্বিতীয়ত মেধাসম্পদ বা Intellectual Property এর আওতায় আছে- সাহিত্যকর্ম, নাট্যকর্ম, শিল্পকর্ম, সঙ্গীতকর্ম, অডিও-ভিডিওকর্ম, চলচ্চিত্রকর্ম, ফটোগ্রাফি, ভাস্কর্যকর্ম, সস্প্রচারকর্ম ইত্যাদি। Advertisement মানুষের বস্তুগত সম্পদ যেমন মালিক বৈ অন্য কেউ প্রকৃত মালিকের অনুমতি বা মূল্য পরিশোধ ছাড়া ভোগ বা ব্যবহার করতে পারে না, মেধা সম্পদের রক্ষায় সারা পৃথিবীর মানুষ ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ যতটা সচেতন ও কর্তব্য পরায়ন, মেধাসম্পদ রক্ষার ক্ষেত্রে ঠিক যেন তার বিপরীত, বিশেষ করে এশীয় প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে। মেধাসম্পদের রক্ষা এর ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যে শব্দটি সংশ্লিষ্ট তা হচ্ছে বা Copyright কর্মের অধিকার।

































গতকালের পোস্ট আমার, আমার লেখাটি এই ব্লগে নিজের নামে চালিয়ে দিলেন
লেখা দুর্বল হোক আর সবল হোক, কাজটি কিন্তু ‌ভালো না,



আমার দুই দিন আগের পোস্ট তিনি নিজের নামে চালিয়ে দিলেন
। উনি আবেগে বসত দুই লাইন কপি করেছেন

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

খায়রুল আহসান বলেছেন: চোরের শাস্তি সর্বদা কাম্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

এম ডি মুসা বলেছেন: দাদা যেটাই ফেসবুক সার্চ দেই সেটাই পাওয়া যায় অন্য একজনের পোস্ট কি করা যায়??

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: আমি সেজন্য আমার লেখা আর সার্চ দেই না এখন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

এম ডি মুসা বলেছেন: ভালো কাজ

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৩

স্প্যানকড বলেছেন: পুরো দেশটাই তো চোর দের খপ্পরে! কি আর করবেন। মনে রাখবেন, এগুলা বস্তির মাল! বড় বড় শিক্ষিত লোকেরা বেশী করে। কদিন আগেই তো দেখলাম, " চৌর্যবৃত্তি "! এ নিয়ে মন খারাপ করবেন না প্লিজ। অমানুষদের মানুষ করার জন্য লিখে যান। ধন্যবাদ। ভালো থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

এম ডি মুসা বলেছেন: বলার কিছু নেই এদের শাস্তি দাবি করা উচিত

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২০

ফয়সাল রকি বলেছেন: আহ, আপনার ডাক যদি চোরেদের কানে যেত! মাঝে মধ্যে দুই একটা লেখায় ক্রেডিট দেয় কিংবা সংগৃহীত বলে, এছাড়া বেশিরভাগই তো কপি/পেস্ট হিসেবে চালায়!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

এম ডি মুসা বলেছেন: এমন অনেকর হচ্ছে খোঁজ নিয়ে দেখতে পারেন

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: এটা খুবি ন্যায় কাজ -----

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

এম ডি মুসা বলেছেন: আজকাল অন্যায় কে ন্যায় বলে বেশি হচ্ছে

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের নিয়ে আর পারা যায় না । বদের ঘরে বদ লোক । আবার বলে দেখেন আপনাকেই চোর বানাবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

এম ডি মুসা বলেছেন: বইচোরা কি কাব্য রসিক ছন্দ জানে
অনেক বইয়ের বাতিক ঘরে সাজিয়ে রাখে
-কবি আবু হাসান শাহরিয়ার
বলেছিলেন কাব্যগ্রন্থ এর আদ্যোপান্ত

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৭

নীল আকাশ বলেছেন: এটা দেখুন, দিব্যি এই ব্লগ থেকে লেখা চুরি করে নিজের নামে ছপিয়ে দিয়েছে।
লেখা চোর

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭

এম ডি মুসা বলেছেন: দুঃখ জনক

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: এরকম অভিজ্ঞতা কম বেশী সমস্ত ব্লগারের আছে।
আমারও আছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

এম ডি মুসা বলেছেন: পোস্ট দিয়ে সতর্ক করে দিয়েছেন নাকি

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩২

নেওয়াজ আলি বলেছেন: বেচারা কবি হতে চায় কিন্তু লিখতে পারে না তাই চুরির পথ ধরলো

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

এম ডি মুসা বলেছেন: কবিতা নয় সকল লেখা চুরি করে ওদের কাজ

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

প্রশান্ত মন্ডল হেমন্ত বলেছেন: লেখা কপি করলে অনুমতি নিতে হয় বা ক্রেডিট দিতে হয় এটা বোধ হয় তাদের মগজে নাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২২

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুরি বিদ্য্যা মহা বিদ্যা
যদি না পড়ে ধরা!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২২

এম ডি মুসা বলেছেন: হাহা, ঠিক কথা

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



কবিতা চুরি হয়, মানুষ দামী বস্তুু চুরি করে।

ব্লগার নীল আকাশের লেখাও চুরি হয়? মনে হয়, নিরক্ষর লোকজনও লেখা চুরিতে যুক্ত আছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৩

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে ভাই। এটা একটা বিভ্রান্তি

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পোস্ট দিয়ে সতর্ক করে দিয়েছেন নাকি

না। যার যা খুশি করুক গে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

এম ডি মুসা বলেছেন: ও আচ্ছা

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৭

সোহানী বলেছেন: আমার লিখা রাস্তা ঘাটে দেখতে দেখতে ক্লান্ত। তাই এখন আর ওদিকে দেখি না। আর চুরি করার মতো লিখাও লেখি না............হাহাহা

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন,

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৯

ইসিয়াক বলেছেন: আমারও অনেক লেখা চুরি হয়ে গেছে। সেই কারণে কোন লেখা পোস্ট করতে ইচ্ছে করে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

এম ডি মুসা বলেছেন: খুব খারাপ লাগে এসব ঘটলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.