নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিবুর রহমান

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৮


গরিবের জন্য যার টান
শেখ মুজিবুর রহমান
শ্রমিকের জন্য যার টান
শেখ মুজিবুর রহমান।

দুঃখী মানুষের যার টান
শেখ মুজিবুর রহমান
কৃষকের জন্য যার টান
শেখ মুজিবুর রহমান।

মুক্তির জন্য যার স্লোগান
শেখ মুজিবুর রহমান
মুক্তিযুদ্ধের সংগ্রামী টান
শেখ মুজিবুর রহমান।

কেউ নেই তারই সমান,
শেখ মুজিবুর রহমান।
যারে জানাই শ্রদ্ধা সম্মান
শেখ মুজিবুর রহমান।

তোমায় হারানো সেই ব্যথা
আজো করতেছি নিরবতা
দুর্নীতি বন্ধে যার স্লোগান
শেখ মুজিবুর রহমান।

সবার উপরে অবস্থান
শেখ মুজিবুর রহমান।
তিনি এক মানুষ মহান
শেখ মুজিবুর রহমান।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বাংলা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

এম ডি মুসা বলেছেন: জয় বাংলাদেশ। জয় স্বাধীনতা। জয় শহীদের রক্তের জয়। জয় বাংলার জয়।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



উনি ক্ষমতায় থাকার সময়, উনার মন্ত্রীরা ও ব্যুরোক্রেটরা দুর্নীতি করার পর, উনি মানুষের কাছে নালিশ করেছিলেন; নিজে সঠিক কোন ব্যবস্হা নেননি; ইহা ছিল আমাদের পতনের শুরু।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৩

এম ডি মুসা বলেছেন: ২৫ জানুয়ারি সংসদ বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.