![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মায়ের মুখের মিষ্টি বাণী
শোনা কি আজ দায়?
নিজের ভাষা মরচে ধরবে
ব্যথায় বুকটা যায়।
বইয়ের পাতায় ভাষার গল্প
আর কবিতা পড়ি,
কথায় কাজে ভিন ভাষাতে
কেমনে নড়িচড়ি।
শহীদ যারা দিয়েছে প্রাণ,
ছিল নাকো দায়?
মায়ের ভাষা আঁধার হবে,
প্রাণে কি তা চায়।
দেশের বুকে অন্য ভাষার
ছায়া এত ঘোরে?
মায়ের ভাষা আপন হলে
গর্বে হৃদয় জুড়ে।
ভাষার দিনে শ্রদ্ধা জানাই
শহীদের সেই ঋণ,
মনে রেখো, ভুলব না আর
বাংলায় কোনোদিন।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা