নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি এখানেই নিরব

আমি একজন.।.।।"হতে চাই" হতে চাই, হাওয়ার মত দুরন্ত হতে চাই, আলোর মত সচ্ছ হতে চাই, পানির মত কমল হতে চাই, আকাশের মত বিশাল হতে চাই, পাহাড়ের মত দৃঢ় হতে চাই, সাগবের মত গভীর।। ........................কবি এখানেই নিরব।

কবি এখানেই নিরব

আমি একজন.।.।।।

কবি এখানেই নিরব › বিস্তারিত পোস্টঃ

সবাই খালি রেজাল্ট জিজ্ঞেস করে কেন?

১৭ ই মে, ২০১৫ সকাল ১১:০৫

জ্যাম দেখে বাস থেকে নেমে তাড়াতাড়ি হাটছি। ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু এ কি!! মানূষগুলোও সিগনালে পড়ে আছে! কিছুক্ষন পর জানতে পারলাম, প্রধানমন্ত্রী যাবেন!! যার কারনেই সব লাইনের গাড়ি এবং ফুটপাতের মানুষগুলোও সিগনালে দাড়িয়ে পুড়ছে! অনেক্ষন দাড়িয়ে থেকেও দেখলাম প্রধানমন্ত্রীর আসার কোন নাম নেই! ক্লাস এ দেরী হয়ে যাচ্ছে দেখে একজন পুলিশ এর সার্জেন্টকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আমার ক্লাস আছে.....দেরী হয়ে যাচ্ছে! আমি কি যেতে পারি! নাহ্ দাড়ান, প্রধানমন্ত্রীর আপনার চেয়ে অনেক বড় কাজ আছে! শুনে বললাম ভালো কথা! তো করতে দিন! আমাদেরকে আটকে রেখেছেন কেন! উনার কাজের জন্য যদি দেশের সবার কাজ আটকে থাকে! তবে আমার মনে হয় উনার কাজ না করাই ভালো!! চুপ থাকো! দাড়াতে বলছি দাড়িয়ে থাকো! বেশী ভালো ছাত্রের ভাব নিচ্ছো মনে হয়!! কোথায় পড়! অমুক ভার্সিটিতে। কোন সাবজেক্টে পড়! অমুক সাবজেক্টে! রেজাল্ট কি গত সেমিষ্টারের!! এরকম প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে গেলাম! :০ চুপ করে উনার সামনে থেকে মাথা নিচু করে সরে যাই!! সবাই খালি রেজাল্ট জিজ্ঞেস করে কেন!!কেউ বলতে পারেন ভাই। :)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ রাত ১২:১২

রাখালছেলে বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.