![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন.।.।।।
সংকল্পের মূল বেইজটাই হচ্ছে নিজের উপর নিজেকে order করা, নিজেকে নিজের নির্দেশে স্থাপন করা বা নিজেকে নিজের নির্দেশ মান্য করানো। আমরা নিজেরাই নিজের নির্দেশ মানি না। আপনি চাইলেই আপনার হাতকে নিয়ন্ত্রণ কিংবা আপনার হাত আপনি মনে করছেন কিন্তু আপনার হাত আপনি চাইলেই, আপনার চোখ আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমাদের অঙ্গপ্রত্যঙ্গে আমাদের নিয়ন্ত্রণ নাই। সংকল্প্টা এই জন্যই প্রয়োজন বেশী যে যত বেশী সংকল্পটা দৃঢ় হয় তত বেশী নিজের উপরে একটা আওত্ব বৃদ্ধি পায় এবং নিজের উপরে নিজের শাসন চালানো যায়। নিজের উপর আধিপত্য স্থাপন করা যায়। এবং এই সংকল্পের জন্যই বিভিন্ন রোজা বা উপাস এই ধরণের অভ্যাস করা হয়। এবং ইসলামে যে এই এক মাস আমাদের রমযান মাস শুরু হয়েছে; এই মাসকে সিয়াম মাস বলা হয়, সিয়াম পালন করা হয়। এই জিনিসটার মূল উদ্দেশ্যই হচ্ছে সংকল্প; মূল জিনিসটাই যে সংকল্প স্থাপন হবে; সে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিজের উপর স্থাপন করতে পারবে এবং যখন একজন ব্যক্তি উপাস করে বা রোজা করে বা সকলেই আমরা কম বেশী করছি উপাস। উপাস করলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আত্মা, পরম-আত্মা বা স্রষ্টা বা ঈশ্বরের কথা মনে যদিও পড়ে দুই-একবার তাতে দেখা যায় যে ইফতারির সময় ইফতারিতে কি খাব, ইফতারিতে কি, ইফতারিতে কি হবে এই খাবার দাবারই মাথায় ঘোরে। এবং মেয়েরা যতই কাপড় ডেকে পরুক তারপরেও যেন অণুবীক্ষণ যন্ত্রের মত যেন আমাদের চোখে x-ray লেগে যায় পুরুষদের দেখার জন্য। আমাদের নিজেদেরও সমস্যা আছে। সে জন্য এইরকম fast system টা করা হয়েছে যে চোখের রোজা, মুখের রোজা, কানের রোজা যে এরকম দেখবো না, শুনবো না এইরকম সংকল্প গ্রহণের জন্য। যদিও ১০০ এর মধ্যে ৯৯% মানুষই তাদের দিন শেষে কারো মুখের রোজা থাকে না, কারো চোখের রোজা থাকে না। তো ব্যাপার হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ নেই এবং নিজেকে ঐ ভাবে order করতে পারে না; ফলে এই ধরণের সমস্যা দেখা যায়।
মারেফাত কি জানতে.......এই বইটি পড়তে পারেন
http://tinyium.com/3iQd
ডাওনলোট লিংক
http://tinyium.com/3iQd
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
নতুন কিছু নেই, পুরাতন জাবর কাটা