![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....
বাবার ছুটির জন্য প্রিয় গুগলকে চিঠি
ঘটনাটি ছোট্ট কেটি আর তার ডিজাইনার বাবাকে নিয়ে। এক প্রতিবেদনে বাণিজ্য সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, কেটি হচ্ছে ওয়েব জায়ান্ট গুগলে কর্মরত একজন ডিজাইনারের মেয়ে যে বাবার জন্মদিনের জন্য ছুটি চেয়ে একটি চিঠি পাঠিয়েছিল প্রতিষ্ঠানটিকে। হাতে লেখা ওই চিঠির জবাবও দিয়েছে গুগল। কেটি তার চিঠিটি লিখেছিল বাবার উর্দ্ধতন কর্মকর্তাকে উদ্দেশ্য করে।
“প্রিয় গুগল কর্মী,
বাবা যখন অফিসে যাবে তখন তিনি যাতে একদিনের ছুটি পান সে বিষয়টি কী তোমরা একটু দেখবে? যেমন ধরো, তিনি যেন বুধবারে ছুটি পেতে পারেন। কারণ বাবা শুধু শনিবার একটি দিনই ছুটি পান।
ইতি
কেটি
বি.দ্র. এটা বাবার জন্মদিন!
বি.বি.দ্র. আর এখন যে সামার সেটা তো জানোই”।
কেটির ওই চিঠিটি গিয়ে হাজির হয়, তার বাবার উর্দ্ধতন কর্মকর্তা সিনিয়র ডিজাইন ম্যানেজার ড্যানিয়েল শিপ্লাকফের কাছে। জুন মাসের ১৭ তারিখে পাল্টা একটি চিঠি লিখে তিনি কেটির বাবার কাজের প্রশংসা করেন এবং কেটির বাবাকে এক দিন নয়, বরং পুরো সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেন। শিপ্লাকফ তার চিঠিতে লিখেছিলেন-
“প্রিয় কেটি,
সুচিন্তিত চিঠি এবং অনুরোধের জন্য তোমাকে ধন্যবাদ।
তোমার বাবা, গুগলের জন্য এবং বিশ্বের লাখো মানুষের জন্য মজার আর সুন্দর ডিজাইন করেন এবং তিনি অনেক কঠোর পরিশ্রম করেন।
তার জন্মদিন উপলক্ষ্যে এবং গ্রীষ্মকালে বুধবারে ছুটি নেয়ার গুরুত্বটি বুঝতে পেরে আমরা তাকে জুলাইয়ের প্রথম সপ্তাহের পুরোটাই ছুটি দিচ্ছি।
এনজয়!
(স্বাক্ষর)
ড্যানিয়েল শিপ্লাকফ”
২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য
২| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
bakta বলেছেন: ছোট্ট কেটি কত আশা নিয়ে
চিঠি লিখেছিল ড্যানিয়েলে,
জন্মদিনে যেন বাবার যেন
একদিন ছুটি মেলে।
সহমর্মি ড্যানিয়েল স্যার
বুঝতে পেরে সে ব্যাথা,
দিয়েছিল ছুটি কেটির বাবাকে
পুরো এক হপতা ।
খুশি হল কেটি,খুশি পরিবার
খুশিও হলাম মোরা,
ছোট্ট খুশির কত পিতৃপ্রেম
জগতে পড়ল ধরা।
২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ.মন্তব্যর জন্য...আপনার খুশি আর ছোট কেটির খুশি আবারও ছেলে বেলার বাবাকে কাছে পাওয়ার আনন্দ আর বর্তমান বাবাকে কাছে পাওয়ার অনুভুতিটা মনে করিয়ে দিল।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ মজার নয়!!!!!!!!!!!!!!
কর্পোরেট উদারতা