![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু একটু করে গেঁথে যাচ্ছি
অন্তরাল ছেড়ে
চেনা খোলস ছেড়ে
সুদুরের ভাবনা ছেড়ে
নির্দিষ্ট অপেক্ষা ছেড়ে
কোন এক অভিশাপে তলিয়ে যাচ্ছি বিনা বাঁধায়।
নিশ্ছিদ্র কুয়াশাচ্ছন্ন পথে কোন এক কাহিনী পড়ে থাকে
নাম গোত্র হীন
ছায়া হীন
কখনো কখনো কায়া হীন।
অস্পৃশ্য হাহাকার মেখে নিশি বন্দনায় রত আলগা বাঁধন
হামাগুরি দিয়ে খুঁজে বেড়ায় চেনা গন্ধ
স্মৃতি খুঁড়ে খুঁড়ে গেঁথে দিতে চায় পৃথিবীকে।
আমি তোমাকে মুড়ে নিতে চাই সারা শরীর জুড়ে
আমার এমন দুঃস্বপ্ন ঘেরা প্রহরে।
©somewhere in net ltd.