![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চ্যানেল 9.....
জন্মই যার বিজ্ঞাপনের জন্যে।
৩ ঘন্টার খেলায় দেড় ঘন্টার বেশিই চলে বিজ্ঞাপন।
ওভারের প্রথম এবং শেষ বল পুরোপুরি দেখা সৌভাগ্যের বিষয়।।
আর উইকেট গেলে তো কথাই নাই।
কে আউট হইছে দেখার আগেই এয়ারটেল আর বডি লোশন শুরু হয়ে যায়।
এমনকি রিপ্লেতে যখন আগের উইকেট দেখানো হল কম্পিউটার অপারেটর আউট ভেবে আবার বিজ্ঞাপন শুরু করে দিলো।।
RIP চ্যানেল 9!!
BPL শেষ হলে একে আমাদের টিভির চ্যানেল লিস্ট থেকেই গায়েব করে দিব।।
যেন আর বিরক্ত হতে না হয়।।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
এমডি রুবেল তালুকদার বলেছেন: হুম
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
মিথুন আহমেদ বলেছেন: পারলে প্রতি বলের মাঝে বিজ্ঞাপন দেখাতো ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
ফেরদাউসুর রহমান বলেছেন: চ্যানেল 9 এ তো বিজ্ঞাপনের ফাকে খেলা দেখাচ্ছে। খেলার ফাকে বিজ্ঞাপন নয়। তাতে ওভারে ২/৩ টা বল দেখতে পারলেই তো হয়।
