নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী পুলা

সত্য বলতে কখনো ভয় পাই না আমার ফেইজবুকের ইউ আর এল http://www.facebook.com/asad.bd.927

বাংলাদেশী পুলা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের মূল বিশ্বাস কি?

০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩

জীবন থেকে ধর্মকে আলাদা

করাই হচ্ছে গণতন্ত্রের মূল

বিশ্বাস, এবং এই বিশ্বাসই

হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার

বুদ্ধিবৃত্তিক ভিত্তি, এ বিশ্বাস থেকেই

গণতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব

হয়েছে |

ইসলাম এই বিশ্বাস থেকে সম্পূর্ণ

আলাদা, ইসলামী আকীদার ভিত্তি হচ্ছে

জীবন সমাজ রাষ্ট্র এর সকল

বিষয় আল্লাহর আদেশ এবং নিষেধ

অনুযায়ী পরিচালিত হতে হবে,

এবং আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন

সে অনুযায়ী জীবন পরিচালনা করা

বাধ্যতামূলক |

গণতন্ত্র হচ্ছে মানুষের

মস্তিস্ক প্রসূত ব্যবস্থা, এটি

আল্লাহর প্রদত্ত বিধান নয় এবং

এর সাথে ইসলামের আদৌ কোন

সম্পর্ক নেই |

গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ

প্রবৃত্তির দাসে পরিণত হতে বাধ্য,

শাসক সম্প্রদায় যদি আল্লাহর দাসত্ব

ও ধর্মের বন্ধন থেকে মুক্ত

হয়, রাষ্ট্র যদি আল্লাহর নিকট

জবাবদিহীতা থেকে মুক্ত হয়,

এবং আখেরাতের পুরস্কার ও শাস্তির

প্রতি যদি অবিশ্বাসী হয়, তাহলে

নিঃসন্দেহে তারা সুবিধাবাদী

নীতি অনুসরণ করে নিজেদের

খেয়াল-খুশী অনুযায়ী চলবে |

তারা নিজেদের পার্থিব লাভ লোকসানের

ভিত্তিতে সকল বিষয়ে সিদ্ধান্ত

গ্রহণ করবে |

গদি রক্ষার জন্য তারা যে কোন

পদক্ষেপ নিতে প্রস্তুত হবে |

নিজেদের স্বার্থ চরিতার্থ করার

উদ্দেশ্যে তারা শাসনযন্ত্রকে

যথেচ্ছ ব্যবহার করবে |

গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা

আজ সে চেহারাই দেখতে পাচ্ছি |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.