নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান ।"

শহীদ ভূইয়া

”রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা” - কাজী নজরুল ইসলাম। আমি একজন স্বাধীনচেতা মানুষ। বর্তমানের কুৎসিত রাজনীতির বশবর্তী হয়ে কোন সংকীর্ণতাকে ঠাই দেয়া কোন শিক্ষিত লোকের উচিত নয়। কারণ এখনকার রাজনীতির উদ্দেশ্য জনসেবা নয়, বরং জনগণকে বঞ্চিত করে কিভাবে নিজে বড় হওয়া যায় এটাই মূল উদ্দেশ্য। দয়া করে কোন দলের হয়ে অন্য দলের সাথে কামড়া-কামড়ি না করে, আসুন আমরা সকল ভালর পক্ষে এবং সকল মন্দের বিপক্ষে সোচ্চার হই। আমার লেখা পড়ে যদি আমাকে কোন রাজনৈতিক দলের মাতাদর্শী বা কোন দলে ফেলার চেষ্টা করেন, তাহলে বড় ভুল করবেন । আমি একজন দেশপ্রেমিক, দেশকে প্রচন্ড ভালবাসি, ইংরেজীতে যাকে বলে JINGO. দেশের নামে কেউ মিথ্যা কিছু বললে মাথায় রক্ত উঠে যায়, তা সে যে-ই হোক । এত রক্তের বিনিময়ে অর্জিত আমার এই প্রাণের দেশ বাংলাদেশের গৌরব কোন দিন ভূলুন্ঠিত হবার নয়। শহীদ, বি.বি.এ, এম.বি.এ,ঢাকা বিশ্ববিদ্যালয়

শহীদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

হরতালের জয় জয়কার, আর আমাদের জীবনের ঘোর অমানিশা:

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

সব আমলেই সরকার এটা স্বীকার করে যে, হরতাল দেশের অগ্রগতিতে অন্যতম বাধাস্বরূপ। অর্থনীতি, সমাজ জীবন, শিক্ষার ক্ষেত্রে তথা সকল ক্ষেত্রেই হরতালের বিরূপ প্রভাব পডে।সরকার যদি এটাই বোঝে, তাহলে হরতাল চিরস্থায়ীভাবে বন্ধে কোন কার্যকর ব্যবস্থা নেয় না কেন?

হরতাল সবসময়ই বিরোধী দলের জন্য আশীর্বাদস্বরূপ এবং সরকারীদলের জন্য দুশ্চিন্তার কারণ হয় কেন? তা সে আ্ওয়ামিলীগ আর বি.এন.পি ই হোক না কেন। এই দুই দলইতো ঘুরে ফিরে সরকারী ও বিরোধী দল হচ্ছে। তাহলে তারা কেন জনগণের সমস্যা বুঝতে পারছে না। এই হরতাল ও সহিংসতায় কত নিরীহ মানুষ মারা গেল।সংখ্যায় তা একজনই হোক অথবা পঞ্চাশজনই হোক। আমাদের কাছে হয়তোবা তার একজন, কিন্তু কোন পরিবারের জন্য তারা তো কারো বাবা, স্বামী, ভাই, কারো নারী চেড়া ধন, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই একজনের শূণ্যতাতেই কোন পরিবারের জন্য হয়তোবা নেমে আসতে পারে ঘোর অমানিশার অন্ধকার। এই জ্বালা্ও পোড়াও হরতালের রাজনীতির কবলে পড়ে কেউ হারাতে পারে তার সারা জীবনের কষ্টে গড়া জীবিকার একমাত্র অবলম্বন। তাহলে কেন এ ধ্বংসাত্নক রাজনীতি বার বার প্রতিবার ঘুরে ফিরে আসছে, আর এর বলির পাঠা হচ্ছি আমরা খেটে খাওয়া মানুষজন।

কতজন রাজনীতিবিদের পরিবার পরিজন আসে এই হরতাল সফল করতে? যখন আমরা সাধারণ মানুষ হরতালে জীবন হাতে নিয়ে যাচ্ছি কর্মস্থলে, পথে বোমার আঘাতে আহত হচ্ছি, হয়তোবা আহত হযে সারা জীবন শরীরে স্প্লীন্টার নিয়ে যাতনা ভোগ করছি, তখন দেখা যাবে রাজনীতিবিদদের বৌ-বাচ্চা প্রতিটা বোমার আওয়াজ শুনে অথবা টেলিভিশনে পথচারীদের অসহায় দিকভ্রান্তের মত ছোটাছুটি দেখে হাত তালি দিয়ে সোল্লাসে চিৎকার করে উঠছে হরতাল সফল হয়েছে বলে। আমাদের ভাই-বোনরা পারছে না তাদের পরীক্ষা দিতে, এটা পুরো জাতির জন্যই দুর্ভাগ্য যে, রাজনৈতিক দলগুলো এর অপকারিতা ‍বুঝতে পারছেনা অথবা বুঝার চেষ্টা করছে না।একদিন পেছানো মানে জীবন থেকে একটা দিন অপব্যায় হওয়া, আর কর্ম জীবনে একদিন পরে প্রবেশ করা, যা কারোই কাম্য নয়।আর তাদের চিন্তা-ই থাকবে কেন আর তাদের সন্তানের জন্য ইংলিশ মিডিয়ামে রাতেও পরীক্ষার ব্যবস্থা থাকে। আর তাদের সন্তান দুই চার পাঁচ বছর পরে পাশ করলে কোন সমস্যা নেই, কারণ তারা একবার ক্ষমতায় গিয়ে যতটুকু কামায়, তা দিয়ে তাদের কয়েকটা প্রজন্ম বসে খেতে পারবে। আর আমাদের সন্তান যত তাড়াতাড়ি পাশ করে সংসারের হাল ধরতে পারবে ততোই মঙ্গল, হয়তো বৃদ্ধ বাবা আর পেরে উঠছে না, বার বার নুয়ে পড়ছে সংসারের ঘানি একা টানতে গিয়ে। এসব সমস্যার দায়ভার কে নেবে!! কে দিবে এর ক্ষতিপূরণ? আর সবকিছুর কি ক্ষতিপূরণ দেয়া সম্ভব? যে মা তার সন্তানকে হারিয়ে শোকে বিহব্বল হয়ে পড়ে আছে, যে সন্তান তার বাবার পথপানে চেয়ে আছে, কত টাকায় এদের ক্ষতি পোষাবে?

হায় পোড়া কপাল আমাদের। কারো কাছে আর কিছু চা্ওয়ার নেই। কারণ আমাদের জন্য সব সময় অপেক্ষা করছে জলন্ত চুলা অথবা তপ্ত ঊনুন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

বোকামন বলেছেন: :( :( :(

আর কী করতে পারি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.