![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
যারা সারা বিশ্বে সভ্যতার ফেরি করে বেড়ায়...অনেকটা চেতনার ফেরিওয়ালাদের মত আবার সুযোগ পেরেই নাক সিটকিয়ে আমাদের বাঙ্গাল বলে গালি দেয়। সেই বিশ্ব চোরদের লজ্জাস্কর মুখোশ উন্মচন হল গত রবিবার আর একবার। সুজাতারা আমাদের সভ্যতা শেখানোর জন্য উপদেশ/ আদেশের বস্থা নেয়ে হাজির হয় অতছ... তারা নিজেরাই এখনও সভ্য হতে পারেনি...
ছবির মত দেশ সিঙ্গাপুরে অঘটন ঘটিয়ে দিলো ভারতের মানুষ, লিটল ইন্ডিয়ায় তাদের জ্বালাও-পোড়াও আর ভাংচুর দেখে অবাক এবং স্তব্ধ হয়ে গেছে ১০০ ভাগ শিক্ষিত মানুষের দেশ সিঙ্গাপুর। বাস চাপায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে নজীরবিহীন তাণ্ডব চালায় সে দেশে থাকা কয়েকশ' ভারতীয়। বিবিসি। সিঙ্গাপুর ভীষণভাবে বিদেশী কর্মীদের ওপর নির্ভরশীল একটি দেশ। প্রবাসী কর্মীদের বেশীর ভাগ দক্ষিণ এশিয়ার, যাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অনেক। আর দক্ষিণ এশীয় মানুষের আবাস এবং বিচরণের ক্ষেত্রটুকু পরিচিত লিটল ইন্ডিয়া নামে। সিঙ্গাপুর গেছেন অথচ মোস্তফা সেন্টার যাননি, এমন বাংলাদেশী বা ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। ছুটির দিন রোববারে লিটল ইন্ডিয়া আক্ষরিক অর্থেই ভারতীয় উপমহাদেশের মিনিয়েচার হয়ে দাঁড়ায়। আড্ডা খানাপিনা আর পান পর্ব জমে ওঠে পুরো এলাকায়। এমনই ছুটির দিন রোববারে এক ভারতীয় প্রাণ হারান গাড়ির নিচে পড়ে। কঠোর ট্রাফিক আইন মেনে চলা শহর-রাষ্ট্র সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনা খুব একটা ঘটে না। আর কোন ধরনের মিছিল বা বিক্ষোভ হয় না দেশটিতে, আইনেই তার নিষেধ রয়েছে। তাই দুর্ঘটনা ও একজনের মৃত্যু'র খবর হজম করতেই যখন পুলিশ বেশ বিব্রত, তখন চারশ'র মত ভারতীয় রাস্তায় নেমে এলে আক্ষরিক অর্থেই হতভম্ব হয়ে যায় প্রশাসন। বিক্ষুব্ধরা সামনে যে গাড়ি পেয়েছে, তাতেই আগুন দিয়েছে। ভাংচুর করেছে পুলিশের গাড়িও। পুলিশ দাঙ্গা ঠেকাতে সক্রিয় হলে হামলার মুখে পড়ে। সংঘর্ষে আহত হয়েছে ১৬ জন, যাদের বেশীর ভাগই পুলিশ সদস্য। গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। '৩০ বছরেরও বেশী সময় এ দেশে এমন দাঙ্গা হয়নি।' এ কথা উল্লেখ করে পুলিশ কমিশনার ন' জু হী বলেন, 'এটা সহ্য করার মত নয়। সিঙ্গাপুরের রীতি এটা নয়।'
এই ঘটনা এতটাই নাড়া দিয়েছে সমৃদ্ধ হাই-টেক দেশটিকে, উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী লি শিয়েন লুং। তিনি বলেন, "এই রকম সহিংস ও ধবংসাত্বক অপরাধের কোন ছাড় নেই। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।"
সিঙ্গাপুর বিশ্বের সেসব দেশের মধ্যে অন্যতম, যেখানে আইন কানুন মেনে চলা হয় খুব কঠোরভাবে। এত সুশৃঙ্খল দেশটিতে এই দাঙ্গা ভারত শুধু নয়, বাংলাদেশ ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর ইমেজ ক্ষুণ্ণ করবে প্রচণ্ড ভাবে। তাণ্ডবের পর এই আশংকাই জেগেছে প্রবাসীদের মনে।
তথ্য সুত্র: Click This Link
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
পথহারা সৈকত বলেছেন: জন্ম হওক যথা তথা কর্ম হওক ভাল
..............ধন্যবাদ
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
রন৬৬৬ বলেছেন: I know these so called civilized Indians very well. I saw Delhi riots back in 1992 over Babri Mosque. Hindus killed 3,000 Muslims by the help of law enforcing officers. Moreover, I was in Brisbane, Australia during the period of 2006 to 2011. I saw how Indian international students vandalized properties in Melbourne, Australia. Indians are taken to be offensive. The bottom line is you can not live with Indians in a sharing accommodation overseas.
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
পথহারা সৈকত বলেছেন: মোদীর মত আন্তর্জাতিক সন্ত্রাসীরা যেখানে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে সেখানে আর কত ভাল মানুষ পাওয়া সম্ভব ? তার পরও তাদের সুজাতারা সভ্যতার ভং ধরে আমাদেরকে তালিম দেয়।
ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "The bottom line is you can not live with Indians in a sharing accommodation overseas." সহমত।
ইন্ডিয়ান গুলার সবচেয়ে ভালোটা হলো এক পিস শুয়রের বাচ্চা, আর বাকি গুলা হলো বেজম্মা। মিন ইট। আর সাদা গুলার সামনে এরা একদম কুকুরের মত পালিতের মত থাকে।
যদি পরিচিত হন কোনটার সাথে যাচাই করে দেখবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
পথহারা সৈকত বলেছেন: 100% সহমত।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
HHH বলেছেন: বাইরের সবদেশে ভারতীয়দের ব্লাডি ইন্ডিয়ান বলে ডাকে।
গায়ের গন্ধে কেউ তাদের কাছে আসতে চায় না।
এরা সাদাদের দেখলে নেড়ি কুত্তা হয়ে যায়।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
পথহারা সৈকত বলেছেন: গায়ের গন্ধে কেউ তাদের কাছে আসতে চায় না।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
ঢাকাবাসী বলেছেন: আমাদেরও খুব একটা সুনাম পশ্চিমে নেই! খারাপ সব সময় পরিত্যাজ্য!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
পথহারা সৈকত বলেছেন:
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
ক্যাচালবাজ বলেছেন: ২ জন নাকি বাংলাদেশীও আছে, ২৭ এর ভিতর!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
পথহারা সৈকত বলেছেন: কন কি ..
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
HHH বলেছেন: আমাকে একজন বলছিল, why indians stink so much. you look like them but you dont stink.
আমি বলছিলাম, i look like them doesn't mean i'm indian, I dont stink because i'm Bangladeshi.
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
পথহারা সৈকত বলেছেন: I dont stink because i'm Bangladeshi.
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
হাসিব০৭ বলেছেন: আমার এক ভাই সেখানে থাকে এবং সে জানিয়েছে গতকাল পর্যন্ত ৬০০ এর ও বেশী ভারতীয় বাঙ্গালী এবং তামিলকে আটক করা হয়েছে। তাদের বেশীরভাগই বৈধ ভাবে বাস করেন। এই ঘটনার পর থেকে অবৈধ ভাবে বসবাস কারী সবাই খুবই আতঙ্কে আছেন
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
পথহারা সৈকত বলেছেন:
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
দার্শনিক ফিনিক্স বলেছেন: ভারতীয়রা বরাবরই উগ্র ও অসভ্য.ভারতীয়দের অসভ্যতার অভিজ্ঞতা আমার নিজেরও আছে.উচিৎ হবে এদের ঘাড় ধরে সিঙ্গাপুর থেকে বের করে দেয়া.তবে আমি নিশ্চিত,এই ঘটনায় বাংলাদেশীদেরকেও হয়রানি করা হবে
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
পথহারা সৈকত বলেছেন: এদের ঘাড় ধরে সিঙ্গাপুর থেকে বের করে দেয়া.
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: জানিনা পুরাপরি সত্যি কিনা কিন্তু যেটা শুনলাম সিঙ্গাপুরে নাকি এই সমস্যাদে বাঙলাদেশীদেরও হাত আছে। যাই হোক বাংগালীগুলাও নাকি ভারতীয়দের সাথে এক হয়ে গেছে? আর পুলিশ নাকি বাংলাদেশীদের খুজতেছে। যদি তাই হয় নিজেদের পুটু মারার মনে হয় better example আর হবে না!
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
দি সুফি বলেছেন: ইয়াহু নিউজে দেখলাম ২৭ জনের ২৪ জন ইন্ডিয়ান, ২ জন বাংলাদেশী আর ১ জন সিঙ্গাপুরের!
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
পথহারা সৈকত বলেছেন: কন কি ..
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
HHH বলেছেন: মাইরা ওদের দেশে পাঠায়া দেয়া উচিৎ।
তাহলেই ফালতু মারামারি গ্যাঞ্জামের স্বভাব পাল্টাবে
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
পথহারা সৈকত বলেছেন: 100% সহমত।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
নীল জানালা বলেছেন: প্রাক্তন ভারত উপমহাদেশের মানুষ রাজনৈতিক কারনে তিন দেশে বিভক্ত হৈলেও বৈদেশে আসার পরে "আপনা আদমি" হয়া যায় সবাই। ভারতীয়, বাংলাদেশী আর পাকিস্তানী প্রবাসীদের মধ্যে গাড় বন্ধুত্ব বিদেশে প্রায়ই দেখা যায়। এদের মধ্যে অনেকে শেয়ারে ব্যাবসা-বানিজ্যও করে। কাজেই ভারতীয়রা দাংগায় নামলে বাংগালী পার্টিসিপেশনে অবাক হওয়ার কিসু নাই। বাংগালীরা মারামারি করলেও ঐখানে ভারতীয় থাকতো দুই চাইরটা।
আমাদের দেশ বা ভারত বা পাকিস্থানে আইনের শাসন নাই খুবেকটা। জনগন ভাই বেরাদর নিয়া নিজেদের ফয়সালা নিজেরাই কৈরা ফালায় প্রায় সময়। যার কেউ নাই সে যায় পুলিশের কাছে। যদিও জানে কোন লাভ নাই। কিন্তু দেশ থেইকা বাইর হৈলে গন্তব্য দেশের আইন কানুন মানার মনোভাব নিয়া বাইর হৈতে হয়। সিংগাপুর সম্পরর্কে যতদুর জানি তাতে বলতে পারি যে ওরা দাংগাকারীদের জাহান্নাম দেখিয়ে ছাড়বে।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
পথহারা সৈকত বলেছেন: আমাদের দেশ বা ভারত বা পাকিস্থানে আইনের শাসন নাই খুবেকটা। জনগন ভাই বেরাদর নিয়া নিজেদের ফয়সালা নিজেরাই কৈরা ফালায় প্রায় সময়।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
ছািব্বর বলেছেন: যেমন দেশ তেমন তার কর্ম । যেদেশের মানুষ কুসংস্কার আর নোংরামীতে পরিপুর্ন সেদেশের মানুষকে বোকারাই সভ্য বলবে ।
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
পথহারা সৈকত বলেছেন: যেমন দেশ তেমন তার কর্ম ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
HHH বলেছেন: ভারতীয়দের জন্মই হয় বাস্টার্ড হয়ে।