![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যখন আন্দার ঘরে শোয়াইবে
মাটির দেহ মাটি খাইবে
একদিন তোরে ভুলবে আপনজন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
ভাই বন্ধু আপন যারা
কিছুদিন কান্দিবে তারা
এই দুনিয়ার কোলাহলে
তারা একদিন যাবে ভুলে
ছিন্ন হবে মায়ার ই বন্ধন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যেইদিন রে তোর হ ইবে মরণ
এই দেহে পরাইবে কাফন
এই জীবনের মায়া ছেড়ে
যাবি রে মন পরপারে
সামনে রবে হাশরের ক্ষন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যখন আন্দার ঘরে শোয়াইবে
মাটির দেহ মাটি হবে
একদিন তোরে ভুলবে আপনজন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
©somewhere in net ltd.