নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গুনাহগার,আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ্ ,একজন মুসলমান হিসেবে নিজেকে ধন্যমনে করি ।সর্বকালের সর্বশ্রেষ্ঠমানব,সকল নবীদের শ্রেষ্ঠ নবী হযরতমুহাম্মাদ সাঃ এর উম্মতহতে পেরে নিজেকে গর্বিত মনে করি।দ্বীনের পথে চলতে চেষ্টা করি।

md yousuf rana

আমি এক জন মুক্তিযোদ্ধার সন্তান

md yousuf rana › বিস্তারিত পোস্টঃ

তুই মরিলে কান্দিবে কয়জন (গজল )

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮

তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যখন আন্দার ঘরে শোয়াইবে
মাটির দেহ মাটি খাইবে
একদিন তোরে ভুলবে আপনজন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
ভাই বন্ধু আপন যারা
কিছুদিন কান্দিবে তারা
এই দুনিয়ার কোলাহলে
তারা একদিন যাবে ভুলে
ছিন্ন হবে মায়ার ই বন্ধন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যেইদিন রে তোর হ ইবে মরণ
এই দেহে পরাইবে কাফন
এই জীবনের মায়া ছেড়ে
যাবি রে মন পরপারে
সামনে রবে হাশরের ক্ষন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যখন আন্দার ঘরে শোয়াইবে
মাটির দেহ মাটি হবে
একদিন তোরে ভুলবে আপনজন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.