নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই

হিমাংসু বিপ্লব

আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল? ”

হিমাংসু বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

হাজারো পুরুষের আত্মকাহিনী

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

মাসে ৭০০০ টাকা বেতনে
চাকরী করে বাবার

জন্য ১০০০, মা'র জন্য ১০০০, বউয়ের
জন্য ১০০০ টাকা ফেমিলি চালানোর
২০০০ বিকাশ করেও দিব্যি ২০০০ টাকায়
মাস চালিয়ে নিতে জানে।

মাসে ৭০০০ টাকা মাইনের ছেলেটা বেতন
পেয়ে বউয়ের কাছে ফোনে বলতে জানে "
ওগো তোমার জন্য কি পাঠাবো? "

সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলাবে বলে ঠিক করেছে ,
সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর
বাবুর জন্য জুতো কিনে, অথচ নিজের
ছেঁড়া জুতো সেলাই করে মাসের
পর মাস পার করতে জানে।

উপাস পেটে কাজে গিয়েও মাকে বলতে
জানে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি
তোমরা খেয়েছোতো', ১০৩ ডিগ্রী জ্বর
নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে, আমি
অনেক ভাল আছি তোমরা ভাল আছোতো',
নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে '
একটু ধৈর্য্য ধরো সামনের মাসে তোমার
জন্য একজোড়া বালা কিনে দিবো',,,

ছেলেরা এমনই, অনেক অনেক কিছু
জানে,,,সকাল বেলা লোকাল বাসে
ঝোলে অফিসে যেতে জানে,

লেট হলে বসের ঝাড়ি খেতে জানে,
৫ টার অফিস রাত ৮ টা পর্যন্ত করতে
জানে, অফিস থেকে ফিরতে লেট হলে
বউয়ের কাছে জবাব দিতে জানে,

রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার
পথে বাবুর জন্য মজা কিনতেও জানে।

শুধু জানে না প্রকাশ্যে চোখের জল ফেলতে;
লোকেরা কাপুরুষ বলবে যে!!..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.