নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই

হিমাংসু বিপ্লব

আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল? ”

হিমাংসু বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

ফেল!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

ফেল! শব্দটি শুনলেই খারাপ লাগে। একজন ছাত্র ফেল করেছে শুনলে মনে হয় আমি ফেল, মা-বাবা ফেল, জাতি ফেল, দেশ ফেল। আমরা তাকে ভালোভাবে শিক্ষা দেয়নি। আমরাই তাকে ফেল করার রাস্তাটা সহজ করে দিয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। সুতরাং সময় এসেছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার। সবাইকে একই কাঠামোর পদ্ধতিতে পরীক্ষা না নিয়ে, স্টুডেন্ট ক্যাটাগরি অনুযায়ী আলাদা করে, একজন ছাত্রকে যা শেখানো হয়েছে, সেই অনুযায়ী প্রশ্ন করে পরীক্ষা নিতে হবে। ৭০% শিক্ষার্থীকে কারিগরি বা হাতে কলমে শিক্ষা দিয়ে, কাজ করার দৃঢ় মনোবল ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যারা দেশে ও বিদেশে সমান সমাদৃত হবে এবং দেশের কাজে লাগবে। বাকি ৩০% শিক্ষার্থী নির্দিষ্ট মার্ক পেলে বা যোগ্যতা সাপেক্ষে সাধারণ পদ্ধতিতে পড়বে। এর মধ্যে বেশকিছু দেশের মানুষের টাকায় পড়াশুনা করে বিদেশকে সম্পূর্ণরুপে আপন করে নিবে যা দেশের কোন কাজেই আসে না। সুতরাং মাননীয় সরকার প্রধানদের উচিত এ বিষয়ে আরও গবেষণা করে অনতিবিলম্বে শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা যাতে কোন শিক্ষার্থী যেন ফেল না করে। আর কোন শিক্ষার্থী ফেল করার অনুশোচনায় যেন আত্মহত্যা না করে। সবাই পাস, সবাই কোন না কোন কাজের জন্য যোগ্য, এই আত্মপ্রত্যয়ে মানুষ হোক সকল শিক্ষার্থী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.