![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল? ”
মত প্রকাশের জন্য যে সাহসিকতার প্রয়োজন তা হয়ত আমার নেই অথবা সেতার কথা কখনওই ভাবা হয়ে উঠেনি। তবে আমরা যে কোন ধরনের প্রকাশ করতে গেলে তার সম্পর্কে ভাবি, যদি এতোটাই ভাবা লাগে তবে স্বাধীনতা কই ? যদি ভাবা লাগে যে আমার মতামতের ভিত্তি কত টুকু তাহলে আমার প্রশ্ন আসল স্বাধীনতা কি ? এবং সংক্ষেপ করে বলি আদৌ কি আমরা স্বাধীন ? যদি স্বাধীন হই তাহলে কি স্বাধীনতার জন্য স্বাধীন নাকি কেবল মাত্র ক্ষমতা লোভ এবং তা ভোগের জন্য স্বাধীন। অনলাইন বলুন বা কাগজ কলমেই বলুন মত প্রকাশে আমরা কখনওই স্বাধীন না। স্বাধীনতার পরিপূর্ণতা থাকলে ভাবতে হত না আমার লেখার গুরুত্ব কত টুকু এবং আমার লেখা মানুষে কিভাবে নিবে এবং আমার লেখার জন্য আমার দেশের আসলেই ভাল কিছু হছে কিনা। আমরা অনেকেই মত কেবল প্রকাশ করেই যাই এবং তার অধিকাংশই থাকে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অথবা আত্মকেন্দ্রিক কোন এক সমস্যা ও তার অপরিপূর্ণতায় ভরপুর সমাধান। আমরা চাই দাঙ্গার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে
আমরা ভুলে যাই আমরাই দাঙ্গা সৃষ্টি করি
এই দাঙ্গাই আমাদের পিছিয়ে দিয়েছে আর দিচ্ছে
দাঙ্গার মধ্য দিয়ে কোন দিন স্বাধীনতা প্রতিষ্ঠা হয় না
আমাদের মনের সাহস এত টাই কম যে আমরা তাদের কেই বার বার সুযোগ দি যারা প্রতিবার প্রমাণ করে যে তারা অযোগ্য
কারন এখন বাঙ্গালি ভয় পায় সবার সামনে গিয়ে মাথা উঁচু করে বুদ্ধিমত্তার সাহায্যে সবাইকে এক করে লিড দিবে
নিজের কাছেই নিজে বার বার পরাজিত হয় তাই এই বাঙ্গালি
©somewhere in net ltd.