![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল? ”
আমার এক পরিচিতার কথা বলি। একই সার্কেলের অনেকে ফ্রেন্ডলিস্টে থাকায় তার পরিচয়টা বলছি না।
মেয়েটার এক ছেলের সাথে পাঁচ বছরের প্রেম। সে ছেলের স্বনির্ভর হবার অপেক্ষায় মেয়েটা বেশ কিছু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। এখন মেয়ে ছোটখাটো একটা চাকরি করছে৷ তার প্রেমিক হয়ে গেছে বিসিএস ক্যাডার। অতঃপর ভদ্রলোক(!) তাকে বিয়ে করতে গড়িমসি করছে। যেহেতু সে বিসিএস ক্যাডার, এই মেয়েকে তার এখন নিজের চেয়ে লো ক্লাস মনে হচ্ছে।
অথচ মেয়েটা পাঁচটা বছর অপেক্ষা করে আছে। সম্পর্কের প্রতি লয়্যালিটি দেখিয়েছে। এখন এভাবেই তার প্রতিদান পাচ্ছে। সে ফ্যামিলির কাছে কিছু বলতে পারে না, মুখ নেই বলবার। ছেলে হলে তাও মানুষজনকে দুঃখের কথা বোঝাতে পারতো, মানুষও বলতো "হ্যাঁ রে ভাই মেয়ে জাতটাই এরকম বেঈমান, বেটার পাইলে যায় গা।" অথবা ফেসবুকে কান্নাকাটি করে ধোকাবাজ প্রতারক বলে গালি দিয়ে পোস্ট দিয়ে একটু মনের ঝাল মিটাতে পারতো।
এখন যেহেতু সে মেয়ে, সে এসব কিছুই পারবে না। কেউ তার দুঃখ বুঝবে না। কেউ বলবে না ছেলের দোষ আছে৷ বলবে তোমার দোষ, তুমি প্রেম করতে গেছো কেন। বাবামায়ের পছন্দে বিয়ে করতে পারলে না? অপেক্ষা কেন করতে গেলে? যে নিজে প্রেম করেছে সেও এখন এসবই বলে তাকে।।
মেয়েটা কী যে মানসিক ভাঙনের মধ্য দিয়ে কারো অনুকম্পাহীন এই কঠিন সময়টা একা পারি দিচ্ছে সেই কেবল অনুভব করতে পারছে! একবার ভাবছে চাকরি ছেড়ে দেবে, আবার ভাবছে চাকরি। একবার ভাবছে যে করে হোক বিয়ে করে ফেলবে কাউকে, আবার ভাবছে অন্য কারো প্রতি মনে ভালোবাসা রেখে কিভাবে বিয়ে করে কাউকে প্রতারিত করবে!
বন্ধুবান্ধব বলছে "তুই আর ঐ ছেলের সাথে থাকিস নাই। তো ক্ষতি তো কিছু হয় নাই। অন্য কাউকে বিয়ে করে নে।" মানে শারীরিক ক্ষতিটাই ক্ষতি, মানসিক ক্ষতিটা যেন কিছুই না একটা মেয়ের!
একটা মেয়ে অপেক্ষা না করে বাবামায়ের পছন্দে বিয়ে করে ফেললে সমাজের চোখে মেয়েটা প্রতারক, খারাপ,
আবার বাবামায়ের পছন্দে বিয়ে না করলে মেয়ে অবাধ্য,
প্রেম করলে সমাজের ভাষ্য মেয়েমানুষ প্রেম করার দরকার কী, সুপাত্র দেখে বিয়ে-থা করুক,
প্রেম না করলে মেয়ে স্বার্থপর, লোভী, আমি গরীব বলে, স্যাটেল না বলে প্রেম করলো না।
অপেক্ষা না করলে মেয়ে মেরুদণ্ডহীন, অপেক্ষা করে ঠকলে প্রেম করতে গেলে কেন, একসাথে থাকো তো নাই, ক্ষতি কিসের? ফালতু আবেগ বাদ দিয়ে বিয়ে কর।
অপেক্ষা করে বিয়ে করতে পারলে ঐ মেয়ের তো প্রেমের বিয়ে, বাবামায়ের দোয়া নাই, বিয়ে বেশিদিন টিকবে না।
আসলে একটা মেয়ের করণীয় কী সেটাই গুরু রহস্য!
এই মেয়েটাকে দেখলে খারাপ লাগে, তাকাতে পারি না মলিন মুখের দিকে। শুধু একটা প্রথম শ্রেণীর চাকরি পেয়ে এভাবে পাঁচ বছরের প্রেম অস্বীকার করা যায়!
সম্ভবত ভালোবেসে কষ্ট পাওয়া, মানসিক ভাবে প্রতারিত হওয়া মেয়ের মত নিঃসঙ্গ সত্ত্বা খুব কম আছে।
কেউ তার কষ্ট বোঝে না।
মেয়েরা তাই প্রকৃতির নিয়মেই সব মানিয়ে নেয়া শিখেছে, স্বার্থপর হতে শিখেছে।
মেয়েরা তাই অধিকাংশই মান্না দের গানের সুজাতা হতে শিখেছে যে সবচেয়ে সুখে থাকে লাখপতি স্বামী নিয়ে! যে দুয়েকজন ভালোবেসে অপেক্ষা করে, আঘাত পেয়ে তাদের অধিকাংশের ঠিকানা হয় রমা রায়ের মতো পাগলাগারদে!
লেখাটি অনেক আগে নোটে সংরক্ষন করে রেখেছিলাম, আজ হঠাৎ দেখা হলো অতীত ঘেটে।
©somewhere in net ltd.