![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছজনার সংসার আহারার মাঝির
ছলাৎ ঢেউয়ে পাড়ি দিলেই অন্ন যোগান
দুখানা যাত্রীতে নাওখানা সাজি
গাঙ্গে ভাসে যদি পুরনো সাম্পান ।
যদি ছেলে দুখানা বড়শি না বায়
কিশোরী কন্যা না ভানে ধান
যদি ধানের কলে না জুটে বউটার
চৈত্রের খরায় কি পরিত্রাণ।।
বৈশাখে যদি নেতানো ঘরটা
ধপাস পড়ে কি হবে পরে ?
পদ্মার ভাঙ্গন আসছে ও ধারটা
ঘর ভাসে যদি বানের তোরে।।
দুটিখানা মুখ আতঙ্কিত দিন
তেল ছাড়া কুপি কখনও আধার
জোস্না রাতে এই উদাসীন
ভরা স্রোতে দেবে কি করে সাতার? ।।
যদি ঘুনে ধরা নাও আরও কবছর
যাত্রী বহে পদ্মা বুকে
আহারার মাঝির ঘর ছজনার
মরবেনা তার মাথা ঠুকে ।।
©somewhere in net ltd.